ETV Bharat / state

Summer Special Train : বাড়ল গোরক্ষপুর ও রক্সৌল রুটে স্পেশাল ট্রেন, বাতিল একাধিক এক্সপ্রেস - পূর্বরেল

পূর্বরেলের তরফে গোরক্ষপুর ও রক্সৌল রুটে বাড়ানো হল গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন (Summer Special Train)৷ এর পাশাপাশি বাতিল করা হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেনও ৷

Summer Special Train
বাড়ল গোরক্ষপুর ও রক্সৌল রুটে স্পেশাল ট্রেন
author img

By

Published : Jun 21, 2022, 10:13 PM IST

হাওড়া, 21 জুন : গোরক্ষপুর ও বিহারের রক্সৌল রুটে গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন পরিষেবা বাড়াল পূর্বরেল(Summer Special Trains were Extended on Gorakhpur and Raxaul routes)। পাশাপাশি বাতিল করা হল বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন ।

যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুবিধার কথা মাথায় রেখে গোরক্ষপুর ও বিহারের রক্সৌল স্টেশনে গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন পরিষেবা দেওয়ার তারিখ আরও বাড়ানো হল । পূর্বরেলের তরফ থেকে মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ।
03131/ 03132 শিয়ালদা-গোরক্ষপুর গ্রীষ্মকালীন স্পেশাল ও 03043 /03044 হাওড়া রক্সৌল গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন আরও বর্ধিত সময়ের জন্য চালানো হবে ।

ট্রেনগুলো নির্ধারিত যে যে স্টেশনে থামবে তার তালিকাও প্রকাশ করেছে পূর্বরেল । 03131 শিয়ালদা-গোরক্ষপুর শিয়ালদা গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন এই মাসের 31 তারিখ পর্যন্ত প্রতি রবিবার যাত্রা শুরু করবে । গোরক্ষপুর-শিয়ালদা গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত প্রতি সোমবার যাত্রা শুরু করবে ।

আরও পড়ুন : Summer Special Train : গ্রীষ্ম স্পেশাল হাওড়া-নিউ জলপাইগুড়ি ট্রেন

03043 হাওড়া-রক্সৌল গ্রীষ্মকালীন স্পেশাল এই মাসের 31 তারিখ পর্যন্ত প্রতি রবিবার এবং 03044 রক্সৌল-হাওড়া গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত প্রতি রবিবার যাত্রা শুরু করবে ।

এর পাশাপাশি আগামী 22 জুন পূর্বরেলের পদ্ধতিগত বাধ্যবাধকতার দরুন যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে । তার তালিকাও মঙ্গলবার প্রকাশ করা হয় পূর্বরেলের তরফে ।

13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস
12367 ভাগলপুর-আনন্দ বিহার বিক্রমশীলা এক্সপ্রেস
12254 ভাগলপুর-যশবন্তপুর আঙ্গা এক্সপ্রেস
13419 ভাগলপুর-মুজফফরপুর জনসেবা এক্সপ্রেস
উপরোক্ত ট্রেনগুলি বাতিলের ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য পূর্বরেলের তরফ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে ।

আরও পড়ুন : NTPC Exam Special Train: রাজ্যের এনটিপিসি পরীক্ষার্থীদের জন্য স্পেশাল ট্রেন দিল দক্ষিণ-পূর্ব রেল

হাওড়া, 21 জুন : গোরক্ষপুর ও বিহারের রক্সৌল রুটে গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন পরিষেবা বাড়াল পূর্বরেল(Summer Special Trains were Extended on Gorakhpur and Raxaul routes)। পাশাপাশি বাতিল করা হল বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন ।

যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুবিধার কথা মাথায় রেখে গোরক্ষপুর ও বিহারের রক্সৌল স্টেশনে গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন পরিষেবা দেওয়ার তারিখ আরও বাড়ানো হল । পূর্বরেলের তরফ থেকে মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ।
03131/ 03132 শিয়ালদা-গোরক্ষপুর গ্রীষ্মকালীন স্পেশাল ও 03043 /03044 হাওড়া রক্সৌল গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন আরও বর্ধিত সময়ের জন্য চালানো হবে ।

ট্রেনগুলো নির্ধারিত যে যে স্টেশনে থামবে তার তালিকাও প্রকাশ করেছে পূর্বরেল । 03131 শিয়ালদা-গোরক্ষপুর শিয়ালদা গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন এই মাসের 31 তারিখ পর্যন্ত প্রতি রবিবার যাত্রা শুরু করবে । গোরক্ষপুর-শিয়ালদা গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত প্রতি সোমবার যাত্রা শুরু করবে ।

আরও পড়ুন : Summer Special Train : গ্রীষ্ম স্পেশাল হাওড়া-নিউ জলপাইগুড়ি ট্রেন

03043 হাওড়া-রক্সৌল গ্রীষ্মকালীন স্পেশাল এই মাসের 31 তারিখ পর্যন্ত প্রতি রবিবার এবং 03044 রক্সৌল-হাওড়া গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত প্রতি রবিবার যাত্রা শুরু করবে ।

এর পাশাপাশি আগামী 22 জুন পূর্বরেলের পদ্ধতিগত বাধ্যবাধকতার দরুন যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে । তার তালিকাও মঙ্গলবার প্রকাশ করা হয় পূর্বরেলের তরফে ।

13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস
12367 ভাগলপুর-আনন্দ বিহার বিক্রমশীলা এক্সপ্রেস
12254 ভাগলপুর-যশবন্তপুর আঙ্গা এক্সপ্রেস
13419 ভাগলপুর-মুজফফরপুর জনসেবা এক্সপ্রেস
উপরোক্ত ট্রেনগুলি বাতিলের ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য পূর্বরেলের তরফ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে ।

আরও পড়ুন : NTPC Exam Special Train: রাজ্যের এনটিপিসি পরীক্ষার্থীদের জন্য স্পেশাল ট্রেন দিল দক্ষিণ-পূর্ব রেল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.