ETV Bharat / state

Sukanta Slams TMC: পোস্তা ব্রিজ ভাঙার 6 বছর পরও কেউ শাস্তি পায়নি, গুজরাত নিয়ে তৃণমূলকে জবাব সুকান্তর

পোস্তা সেতু ভেঙে (Posta Bridge Collapse) পড়ার পর ছয় বছর কেটে গেলেও এখনও কেউ শাস্তি পায়নি (Sukanta Slams TMC)৷ গুজরাতের মোরবি ব্রিজ (Gujarat Disaster ) বিতর্কে শাসকদলের আক্রমণে এ ভাবেই জবাব দিলেন সুকান্ত মজুমদার ৷

Sukanta Majumdar mentions Posta Bridge Collapse incident to counter TMC attack over Gujarat Disaster
পোস্তা ব্রিজ ভাঙার 6 বছর পরও কেউ শাস্তি পায়নি, গুজরাত নিয়ে তৃণমূলকে জবাব সুকান্তর
author img

By

Published : Oct 31, 2022, 7:22 PM IST

হাওড়া, 31 অক্টোবর: গুজরাতে ছটপুজোর সন্ধেয় মোরবি ঝুলন্ত সেতু (Gujarat Disaster) ভেঙে শতাধিক মানুষের প্রাণ গিয়েছে । তারপর থেকেই বিজেপিকে বিদ্ধ করে একের পর এক মন্তব্য আসছে শাসকদলের পক্ষ থেকে । সেই মন্তব্যর পালটা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । আজ হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকায় ভারত মাতার পুজোর অনুষ্ঠানে গিয়ে এই নিয়ে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি । টেনে আনেন পোস্তা সেতু ভেঙে পড়ার প্রসঙ্গ (Sukanta Slams TMC)৷

সোমবার সুকান্ত মজুমদার শাসকদলের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, "নির্মীয়মাণ পোস্তা ব্রিজ ভেঙে (Posta Bridge Collapse) পড়ার পর ছয় বছর কেটে গিয়েছে ৷ এখনও রাজ্যের সরকার অপরাধীদের গ্রেফতার করতে ও কাউকে শাস্তি দিতে পারল না । আমরি হাসপাতালে রোগীরা জীবন্ত দগ্ধ হলেন, কোনও অপরাধী সামনে এল না ।" গুজরাতে ব্রিজ ভাঙার ঘটনায় তিনি জানান, ঝুলন্ত সেতুতে এত বেশি সংখ্যক মানুষকে কীভাবে উঠতে দেওয়া হল, সে বিষয়ে তদন্ত অবশ্যই হবে । আর এই ঘটনায় দোষীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে বলে দাবি করেন তিনি ।

সোমবার সেতু ভেঙে পড়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন, তার সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি ৷ তৃণমূল নেতাকে কটাক্ষ করে তিনি বলেন, "এই ধরনের নিম্ন রুচির মন্তব্য বাচাল ঘোষ ও তৃণমূল কংগ্রেসই করতে পারে ।"

আরও পড়ুন: মঙ্গলবার মোরবি সেতু দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মোদি

চাকরি প্রার্থীদের উদ্দেশে সোমবার ব্রাত্য বসু বলেছেন, আন্দোলন করলেই চাকরি পাওয়া যায় না ৷ এ প্রসঙ্গে সুকান্ত জানান, শাসকদল চাইছে দুর্নীতি হলেও শাস্তি যাতে না হয় । তাই এইসব কথা বলছে । অনিয়ম করেছে বলেই কোর্টের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা চলছে এবং তাঁদের জেলে যেতে হচ্ছে ।

গুজরাত নিয়ে তৃণমূলকে জবাব সুকান্তর

এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডকেও এ দিন তীব্র কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার ৷ তাঁর দাবি, ওই কার্ডের মাধ্যমে রাজ্যের মানুষদের বোকা বানানো হচ্ছে । রাজ্যের স্বাস্থ্য ও প্রশাসন ব্যবস্থা ভেঙে গিয়েছে ৷ তাই হাসপাতাল থেকে নিখোঁজ রোগিণীর মৃতদেহ অন্যত্র উদ্ধার হচ্ছে । রাজ্যের পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়েছে বলেও কটাক্ষ করেন সুকান্ত ৷

হাওড়া, 31 অক্টোবর: গুজরাতে ছটপুজোর সন্ধেয় মোরবি ঝুলন্ত সেতু (Gujarat Disaster) ভেঙে শতাধিক মানুষের প্রাণ গিয়েছে । তারপর থেকেই বিজেপিকে বিদ্ধ করে একের পর এক মন্তব্য আসছে শাসকদলের পক্ষ থেকে । সেই মন্তব্যর পালটা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । আজ হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকায় ভারত মাতার পুজোর অনুষ্ঠানে গিয়ে এই নিয়ে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি । টেনে আনেন পোস্তা সেতু ভেঙে পড়ার প্রসঙ্গ (Sukanta Slams TMC)৷

সোমবার সুকান্ত মজুমদার শাসকদলের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, "নির্মীয়মাণ পোস্তা ব্রিজ ভেঙে (Posta Bridge Collapse) পড়ার পর ছয় বছর কেটে গিয়েছে ৷ এখনও রাজ্যের সরকার অপরাধীদের গ্রেফতার করতে ও কাউকে শাস্তি দিতে পারল না । আমরি হাসপাতালে রোগীরা জীবন্ত দগ্ধ হলেন, কোনও অপরাধী সামনে এল না ।" গুজরাতে ব্রিজ ভাঙার ঘটনায় তিনি জানান, ঝুলন্ত সেতুতে এত বেশি সংখ্যক মানুষকে কীভাবে উঠতে দেওয়া হল, সে বিষয়ে তদন্ত অবশ্যই হবে । আর এই ঘটনায় দোষীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে বলে দাবি করেন তিনি ।

সোমবার সেতু ভেঙে পড়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন, তার সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি ৷ তৃণমূল নেতাকে কটাক্ষ করে তিনি বলেন, "এই ধরনের নিম্ন রুচির মন্তব্য বাচাল ঘোষ ও তৃণমূল কংগ্রেসই করতে পারে ।"

আরও পড়ুন: মঙ্গলবার মোরবি সেতু দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মোদি

চাকরি প্রার্থীদের উদ্দেশে সোমবার ব্রাত্য বসু বলেছেন, আন্দোলন করলেই চাকরি পাওয়া যায় না ৷ এ প্রসঙ্গে সুকান্ত জানান, শাসকদল চাইছে দুর্নীতি হলেও শাস্তি যাতে না হয় । তাই এইসব কথা বলছে । অনিয়ম করেছে বলেই কোর্টের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা চলছে এবং তাঁদের জেলে যেতে হচ্ছে ।

গুজরাত নিয়ে তৃণমূলকে জবাব সুকান্তর

এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডকেও এ দিন তীব্র কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার ৷ তাঁর দাবি, ওই কার্ডের মাধ্যমে রাজ্যের মানুষদের বোকা বানানো হচ্ছে । রাজ্যের স্বাস্থ্য ও প্রশাসন ব্যবস্থা ভেঙে গিয়েছে ৷ তাই হাসপাতাল থেকে নিখোঁজ রোগিণীর মৃতদেহ অন্যত্র উদ্ধার হচ্ছে । রাজ্যের পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়েছে বলেও কটাক্ষ করেন সুকান্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.