ETV Bharat / state

শিবপুরে ব্যবসায়ীকে মারধর, ছিনতাইয়ের ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা - still miscreants are not arrested in Shalimar

শিবপুরে ব্যবসায়ীকে মারধর ৷ টাকা ছিনতাই ৷ পুলিশে অভিযোগ জানানো হলেও এখনও অধরা দুই দুষ্কৃতী ৷

শিবপুরে ব্যবসায়ীকে মারধর
author img

By

Published : Aug 20, 2019, 6:17 PM IST

শিবপুর, 20 অগাস্ট : দোকানে ঢুকে ছিনতাইয়ের চেষ্টা ৷ বাধা দিলে ব্যবসায়ীকে মারধর ৷ থানায় অভিযোগ জানালে ফের ওই ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ৷ যদিও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি ৷ হাওড়ার শিবপুরের শালিমারের ঘটনা ৷

আক্রান্ত ব্যবসায়ীর নাম মহম্মদ নাদিম (60) ৷ 17 তারিখ রাতে নিজের টায়ার সারাইয়ের দোকানে কাজ করছিলেন তিনি ৷ অভিযোগ, এলাকার দুই দুষ্কৃতী রঞ্জিত ও টুনু সে সময় তাঁর দোকানে ঢোকে ৷ ছিনতাইয়ের চেষ্টা করে ৷ নাদিম বাধা দিলে তাঁকে মারধর করে ৷ এরপর শিবপুর থানায় অভিযোগ জানান তিনি ৷ থানা থেকে ফেরার পর ফের নাদিমের উপর হামলা হয় বলে অভিযোগ ৷ প্রায় 10 হাজার টাকা লুঠ করা হয় বলেও অভিযোগ৷ জখম নাদিমের চিকিৎসা চলছে ৷

শিবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ৷ বাড়ির বাইরে যেতে পাচ্ছেন না নাদিমের পরিবারের সদস্যরা ৷

শিবপুর, 20 অগাস্ট : দোকানে ঢুকে ছিনতাইয়ের চেষ্টা ৷ বাধা দিলে ব্যবসায়ীকে মারধর ৷ থানায় অভিযোগ জানালে ফের ওই ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ৷ যদিও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি ৷ হাওড়ার শিবপুরের শালিমারের ঘটনা ৷

আক্রান্ত ব্যবসায়ীর নাম মহম্মদ নাদিম (60) ৷ 17 তারিখ রাতে নিজের টায়ার সারাইয়ের দোকানে কাজ করছিলেন তিনি ৷ অভিযোগ, এলাকার দুই দুষ্কৃতী রঞ্জিত ও টুনু সে সময় তাঁর দোকানে ঢোকে ৷ ছিনতাইয়ের চেষ্টা করে ৷ নাদিম বাধা দিলে তাঁকে মারধর করে ৷ এরপর শিবপুর থানায় অভিযোগ জানান তিনি ৷ থানা থেকে ফেরার পর ফের নাদিমের উপর হামলা হয় বলে অভিযোগ ৷ প্রায় 10 হাজার টাকা লুঠ করা হয় বলেও অভিযোগ৷ জখম নাদিমের চিকিৎসা চলছে ৷

শিবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ৷ বাড়ির বাইরে যেতে পাচ্ছেন না নাদিমের পরিবারের সদস্যরা ৷

Intro:দোকানে ঢুকে ছিনতাইয়ের চেষ্টা,থানায় অভিযোগ করলে বেধড়ক মারধর এক ব্যবসায়ী কে।মহ নাদিম নামে ওই ব্যবসায়ীর মাথায় উনিশটি সেলাই হয়েছে।শরীরের বিভিন্ন জায়াগায় আঘাত গুরুতর।ঘটনাটি ঘটেছে শিবপুর থানার অন্তর্গত শালিমার এলাকায়।গত সতের তারিখ রাতে নিজের টায়ার সারায়ের দোকানে কাজ করছিলেন বছর ৬০ এর মহ নাদিম। অভিযোগ, তখনই রঞ্জিত ও টুনু নামে দুই যুবক এসে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে।তখন ওই ব্যবসায়ী বাধা দিলে তাকে বেধড়ক মারধর করে ওই দুই যুবক। এদিকে এই ঘটনার পর শিবপুর অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। কিন্তু অভিযোগ, অভিযোগের পর ফের দোকানে ঢুকে মহ নাদিমকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। এরপরই ওই দোকান থেকে প্রায় দশ হাজার টাকা লুঠ করে নেওয়া হয়। এদিকে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। অন্যদিকে পুলিশ এখনো কাউকে গ্রেফতার না করায় আতঙ্কিত মহ নাদিম ও তার পরিবার। Body:উল্লেখ্য, যেখানে বৃদ্ধ বৃদ্ধদের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দিচ্ছে পুলিশ সেখানে এই ঘটনায় পুলিশ কেন নিষ্ক্রিয় এই প্রশ্নই উঠছে। শুধু তাই নয়,বৃদ্ধদের নিরাপত্তা দিতে একটি অনুষ্ঠান থেকেও স্বয়ং হাওড়ার পুলিশ কমিশনারও কড়া মনোভাব দেখিয়েছেন। যদিও তারপরেও এহেন ঘটনা প্রশ্ন তুলেছে বৃদ্ধদের অবস্থা নিয়ে। পাশাপাশি রাতের শহরে পুলিশি সক্রিয়তা নিয়েও উঠছে প্রশ্ন। Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.