ETV Bharat / state

STF arrest from Howrah : জঙ্গিযোগের সন্দেহে হাওড়ায় এসটিএফের জালে মাদ্রাসার শিক্ষক - Special Task Force arrest

গ্রেফতার ওই সন্দেহভাজন পেশায় শিক্ষক বলে স্পেশ্যাল টাস্ক ফোর্স সূত্রে খবর ৷ নাম আনিরুদ্দিন আনসারি (Aniruddin Ansari arrested from Howrah by STF) ৷

Terrorist Arrested from Howrah
হাওড়ায় এসটিএফের জালে এক
author img

By

Published : Mar 16, 2022, 1:43 PM IST

Updated : Mar 16, 2022, 8:27 PM IST

হাওড়া, 16 মার্চ : হাওড়ার বাঁকড়ার নয়াবাঁধ এলাকা থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে একজনকে গ্রেফতার করল এসটিএফ ৷ গ্রেফতার ওই সন্দেহভাজন পেশায় শিক্ষক বলে স্পেশ্যাল টাস্ক ফোর্স সূত্রে খবর ৷ নাম আনিরুদ্দিন আনসারি (Aniruddin Ansari arrested from Howrah by STF) ৷

জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র রাখার কারণেই বছর আটত্রিশের আনিরুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে এসটিএফ সূত্রে খবর। জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে গ্রেফতার হওয়া শিক্ষকের বিরুদ্ধে ৷ গত কয়েকবছর ধরে বাঁকড়ার মুন্সিডাঙ্গায় একটি বাড়িতে ভাড়া রয়েছেন আনিরুদ্দিন। স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন তিনি ৷ গত 14 মার্চ রাতে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স ।

আরও পড়ুন : মালদায় পুলিশের ফাঁদে 5 পাচারকারী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কয়েক কোটির ইয়াবা

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুজন জামাত উল মুজাহিদিন জঙ্গিকে তাঁর বাড়িতে আশ্রয় দিয়েছিলেন আনিরুদ্দিন । তাঁর ভাড়াবাড়ি থেকে বেশ কিছু নথিপত্রও উদ্ধার করা হয়েছে তার। তিনি আদৌ কোনও জঙ্গী কার্যকলাপের সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হতে পারে বাড়ির মালিককেও ৷ এদিন প্রাথমিকভাবে মামলাটি নিতে অস্বীকার করলেও পরে তা গৃহীত হয় হাওড়া আদালতে ৷ গ্রেফতার হওয়া সন্দেহভাজনকে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় সেখানে ৷

হাওড়া, 16 মার্চ : হাওড়ার বাঁকড়ার নয়াবাঁধ এলাকা থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে একজনকে গ্রেফতার করল এসটিএফ ৷ গ্রেফতার ওই সন্দেহভাজন পেশায় শিক্ষক বলে স্পেশ্যাল টাস্ক ফোর্স সূত্রে খবর ৷ নাম আনিরুদ্দিন আনসারি (Aniruddin Ansari arrested from Howrah by STF) ৷

জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র রাখার কারণেই বছর আটত্রিশের আনিরুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে এসটিএফ সূত্রে খবর। জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে গ্রেফতার হওয়া শিক্ষকের বিরুদ্ধে ৷ গত কয়েকবছর ধরে বাঁকড়ার মুন্সিডাঙ্গায় একটি বাড়িতে ভাড়া রয়েছেন আনিরুদ্দিন। স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন তিনি ৷ গত 14 মার্চ রাতে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স ।

আরও পড়ুন : মালদায় পুলিশের ফাঁদে 5 পাচারকারী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কয়েক কোটির ইয়াবা

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুজন জামাত উল মুজাহিদিন জঙ্গিকে তাঁর বাড়িতে আশ্রয় দিয়েছিলেন আনিরুদ্দিন । তাঁর ভাড়াবাড়ি থেকে বেশ কিছু নথিপত্রও উদ্ধার করা হয়েছে তার। তিনি আদৌ কোনও জঙ্গী কার্যকলাপের সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হতে পারে বাড়ির মালিককেও ৷ এদিন প্রাথমিকভাবে মামলাটি নিতে অস্বীকার করলেও পরে তা গৃহীত হয় হাওড়া আদালতে ৷ গ্রেফতার হওয়া সন্দেহভাজনকে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় সেখানে ৷

Last Updated : Mar 16, 2022, 8:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.