ETV Bharat / state

Special Rail Tour Package on Holi : হোলিতে রেলের বিশেষ ট্যুর প্যাকেজ দার্জিলিং-গ্যাংটকে - Special Rail Tour Package on Holi in Darjeeling Gangtok

হোলিতে বিশেষ ট্যুর প্যাকেজ ঘোষণা পূর্ব রেলের । নাম 'হোলি ট্যুর প্যাকেজ' ৷ হোলির আগে কোথাও বেড়াতে যেতে মন নেচে ওঠে । ভ্রমণপিপাসুদের জন্যই ভারতীয় রেল নিয়ে এল বিশেষ সুবিধা । ঘুরে আসতে পারেন দার্জিলিং অথবা গ্যাংটক (Special Rail Tour Package on Holi) ।

tour package from rail
হোলিতে রেলের বিশেষ ট্যুর প্যাকেজ দার্জিলিং-গ্যাংটকে
author img

By

Published : Mar 16, 2022, 10:21 PM IST

হাওড়া, 16 মার্চ : হোলির আগে ফের নতুন চমক ভারতীয় রেলের (Special Rail Tour Package on Holi in Darjeeling Gangtok) । একের পর এক অভিনব উদ্যোগে রেলযাত্রীদের জন্য । রেলের টিকিট পরিষেবা থেকে দূরপাল্লার ট্রেনে অসংরক্ষিত কামরা ফিরিয়ে আনা সহ যাত্রী পরিষেবায় সম্প্রতি বিভিন্ন রদবদল এনেছে ভারতীয় রেল ।

সেই সঙ্গে ভারতীয় রেলের আইআরসিটিসির নতুন পরিকল্পনা হোলি স্পেশাল ট্যুর প্যাকেজ । ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য ভারতীয় রেলের বিশেষ সুবিধার মধ্যে রয়েছে এই ট্যুর প্যাকেজ । গ্রাহকদের জন্যেই এই বড় ঘোষণাটি করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি । রেলের এই সংস্থার তরফে যে বিশেষ ট্যুর প্যাকেজ নিয়ে আসা হয়েছে তার নাম হোলি ট্যুর প্যাকেজ। আগামী 20 মে এই ট্যুর প্যাকেজের সুবিধা পাবে গ্রাহকরা ।

আরও পড়ুন : Police Patrolling on Holi : বেপরোয়া বাইক রুখতে দোলের দিন শহরে নজরদারি লালবাজারের

ভারতীয় রেল সূত্রের খবর, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি-র তরফে দার্জিলিং ও গ্যাংটকের বিশেষ কয়েকটি স্থানকে চিহ্নিত করে সেই জায়গাগুলোতে বিশেষ ট্যুর ঘোষণা করা হয়েছে । ট্রেনে করেই হোলি ট্যুর প্যাকেজের আওতায় গোটা দেশের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পাবে নাগরিকরা । এই ধরনের নয়া উদ্যোগ গ্রহণের ফলে উত্তরবঙ্গ ভ্রমণপ্রিয় নাগরিকরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবে । সেই সঙ্গে দেশ ঘোরার বাসনাও পূরণ হবে ।

আরও পড়ুন : Murder over Property Dispute : সম্পত্তি বিবাদের জেরে শ্বাসরোধ করে খুন, অভিযুক্ত দাদা-ভাইপো

দার্জিলিং ও গ্যাংটক এই ট্যুরের মধ্যে রাখা হয়েছে । ভারতীয় রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে এই ট্যুর প্যাকেজে 'দার্জিলিং ডায়েরিস' নামের ট্যুরে 5 রাত্রি ও 6 দিন ধার্য করা হয়েছে । এই কয়েকদিনে দার্জিলিং-মঙ্গপু-মিরিক লেক ঘুরতে পারবেন ভ্রমণকারীরা । দার্জিলিং ঘোরার যাত্রা শুরু হবে সামনের মাসের 20 মে তারিখ থেকে । এতে যাত্রীদের জনপ্রতি 20,760/- খরচ হবে । এছাড়াও 20 তারিখেই গ্যাংটক যাত্রাতে জনপ্রতি 20,750/- খরচ হবে যাত্রীদের । 5 রাত্রি ও 6 দিনের এই ভ্রমণে কেরালার গ্যাংটক-তসমগ লেক-নামচি-বাবাধাম ঘুরতে পারবেন যাত্রীরা ।

রেলের এই যাবতীয় ট্যুর সংক্রান্ত বিস্তারিত বিবরণ জানতে রেলের বিশেষ নম্বর 9002040020/ 9002040126 । এছাড়াও www.irctctourism.com থেকে বিস্তারিত জানতে পারবেন যাত্রীরা । রেলের কয়লাঘাটার অফিস থেকেও এর তথ্য মিলবে বলেও জানাচ্ছে রেল ।

আরও পড়ুন : Holi Celebration in Bengali serials : দোলের দিনে পিলু, মিঠাইদের গল্পে আসছে নতুন চমক

সব ট্যুর প্যাকেজের মধ্যে ফেরার বিমান খরচ, খাওয়া, ভালো হোটেলে থাকার ব্যবস্থা, বিভিন্ন স্থানের যাতায়াত ও দর্শনীয় স্থান ভ্রমণের ব্যবস্থা রয়েছে । তবে সমস্ত প্যাকেজেই জিএসটি বসবে অতিরিক্ত বলেই জানান হয়েছে রেলের তরফ থেকে ।

হাওড়া, 16 মার্চ : হোলির আগে ফের নতুন চমক ভারতীয় রেলের (Special Rail Tour Package on Holi in Darjeeling Gangtok) । একের পর এক অভিনব উদ্যোগে রেলযাত্রীদের জন্য । রেলের টিকিট পরিষেবা থেকে দূরপাল্লার ট্রেনে অসংরক্ষিত কামরা ফিরিয়ে আনা সহ যাত্রী পরিষেবায় সম্প্রতি বিভিন্ন রদবদল এনেছে ভারতীয় রেল ।

সেই সঙ্গে ভারতীয় রেলের আইআরসিটিসির নতুন পরিকল্পনা হোলি স্পেশাল ট্যুর প্যাকেজ । ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য ভারতীয় রেলের বিশেষ সুবিধার মধ্যে রয়েছে এই ট্যুর প্যাকেজ । গ্রাহকদের জন্যেই এই বড় ঘোষণাটি করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি । রেলের এই সংস্থার তরফে যে বিশেষ ট্যুর প্যাকেজ নিয়ে আসা হয়েছে তার নাম হোলি ট্যুর প্যাকেজ। আগামী 20 মে এই ট্যুর প্যাকেজের সুবিধা পাবে গ্রাহকরা ।

আরও পড়ুন : Police Patrolling on Holi : বেপরোয়া বাইক রুখতে দোলের দিন শহরে নজরদারি লালবাজারের

ভারতীয় রেল সূত্রের খবর, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি-র তরফে দার্জিলিং ও গ্যাংটকের বিশেষ কয়েকটি স্থানকে চিহ্নিত করে সেই জায়গাগুলোতে বিশেষ ট্যুর ঘোষণা করা হয়েছে । ট্রেনে করেই হোলি ট্যুর প্যাকেজের আওতায় গোটা দেশের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পাবে নাগরিকরা । এই ধরনের নয়া উদ্যোগ গ্রহণের ফলে উত্তরবঙ্গ ভ্রমণপ্রিয় নাগরিকরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবে । সেই সঙ্গে দেশ ঘোরার বাসনাও পূরণ হবে ।

আরও পড়ুন : Murder over Property Dispute : সম্পত্তি বিবাদের জেরে শ্বাসরোধ করে খুন, অভিযুক্ত দাদা-ভাইপো

দার্জিলিং ও গ্যাংটক এই ট্যুরের মধ্যে রাখা হয়েছে । ভারতীয় রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে এই ট্যুর প্যাকেজে 'দার্জিলিং ডায়েরিস' নামের ট্যুরে 5 রাত্রি ও 6 দিন ধার্য করা হয়েছে । এই কয়েকদিনে দার্জিলিং-মঙ্গপু-মিরিক লেক ঘুরতে পারবেন ভ্রমণকারীরা । দার্জিলিং ঘোরার যাত্রা শুরু হবে সামনের মাসের 20 মে তারিখ থেকে । এতে যাত্রীদের জনপ্রতি 20,760/- খরচ হবে । এছাড়াও 20 তারিখেই গ্যাংটক যাত্রাতে জনপ্রতি 20,750/- খরচ হবে যাত্রীদের । 5 রাত্রি ও 6 দিনের এই ভ্রমণে কেরালার গ্যাংটক-তসমগ লেক-নামচি-বাবাধাম ঘুরতে পারবেন যাত্রীরা ।

রেলের এই যাবতীয় ট্যুর সংক্রান্ত বিস্তারিত বিবরণ জানতে রেলের বিশেষ নম্বর 9002040020/ 9002040126 । এছাড়াও www.irctctourism.com থেকে বিস্তারিত জানতে পারবেন যাত্রীরা । রেলের কয়লাঘাটার অফিস থেকেও এর তথ্য মিলবে বলেও জানাচ্ছে রেল ।

আরও পড়ুন : Holi Celebration in Bengali serials : দোলের দিনে পিলু, মিঠাইদের গল্পে আসছে নতুন চমক

সব ট্যুর প্যাকেজের মধ্যে ফেরার বিমান খরচ, খাওয়া, ভালো হোটেলে থাকার ব্যবস্থা, বিভিন্ন স্থানের যাতায়াত ও দর্শনীয় স্থান ভ্রমণের ব্যবস্থা রয়েছে । তবে সমস্ত প্যাকেজেই জিএসটি বসবে অতিরিক্ত বলেই জানান হয়েছে রেলের তরফ থেকে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.