হাওড়া, 23 ফেব্রুয়ারি : রাতের সফরে মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল ৷ হাওড়া-খড়্গপুর ডিভিশনে মহিলা যাত্রীদের সুরক্ষায় 'কনভয় নাইট ফ্যালকন' (Convoy Night Falcon for Women Safety) নামে পাইলট প্রকল্প খুব শিগগিরই চালু করতে চলেছে দক্ষিণ-পূর্ব রেল (South-Eastern railways pilot project) ।
আপাতত এই বিশেষ মহিলা সুরক্ষা প্রকল্প হাওড়া, খড়্গপুর ও মেদিনীপুর রুটে রাত 8টা থেকে 12টা পর্যন্ত চালু থাকবে । দক্ষিণ পূর্ব রেলের তরফে এই প্রকল্পের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে ।
আরও পড়ুন: Train Incident in Bhopal: রেল লাইনে ঝাঁপিয়ে একটি মেয়ের প্রাণ বাঁচালেন ছুতোর মিস্ত্রি
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, এটি একটি ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা যার দ্বারা রাতে সফরের সময় মেয়েরা যে কোনও পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন । এটি একটি ভিডিয়ো ও অডিয়ো ব্যবস্থা ৷ কোনও আপদকালীন পরিস্থিতিতে যে কোনও মহিলা যাত্রী 9002081727 নম্বরে ফোন করতে পারবেন । এটি একটি ভিডিয়ো কল হবে, যার মাধ্যমে ওই মহিলা যাত্রীর মোবাইলে একটি গুগলের লিংক আসবে । সেই লিঙ্কে ক্লিক করে তিনি একটি প্ল্যাটফর্মে সংযুক্ত হবেন । যেখানে 'কনভয় নাইট ফ্যালকন'-এর মহিলা রেল পুলিশের সঙ্গে সরাসরি যুক্ত হবেন ও তাঁর সঙ্গে কথা বলতে পারবেন সেই মহিলা । তিনি ভিডিয়ো কলের মাধ্যমে সরাসরি মহিলা রেল পুলিশকে দেখতে ও তাঁর সঙ্গে কথা বলতে পারবেন ।
আরও পড়ুন: Baharu Train Accident : ফের রেল লাইনে বসে মোবাইল গেমে বুঁদ, ট্রেনে ছিন্নভিন্ন দুই বন্ধু
এই প্রক্রিয়াটি চলতে থাকবে যতক্ষণ না ওই মহিলা যাত্রী নিজেকে সুরক্ষিত বোধ করছেন । দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আপাতত লোকাল ট্রেনে হাওড়া, খড়্গপুর ও মেদিনীপুর লাইনে এই পরিষেবা শুরু হলেও পরবর্তীতে দক্ষিণ-পূর্ব রেলের সব ডিভিশনে এই সুরক্ষা ব্যবস্থা চালু হবে ।