ETV Bharat / state

আজ ডুমুরজলায় বিজেপির স্মৃতি ফেরানোর দায়িত্বে ইরানি - কলকাতায় স্মৃতি ইরানি

জেপি নাড্ডা ও রাজনাথ সিং আসবেন বলে প্রাথমিকভাবে শোনা গেলেও তাঁরা কেউ আসতে পারছেন না । তাঁদের বদলে আসছেন স্মৃতি ইরানি ।

ডুমুরজোলায় স্মৃতি ইরানি
ফাইল ছবি
author img

By

Published : Jan 30, 2021, 12:19 PM IST

Updated : Jan 31, 2021, 8:40 AM IST

হাওড়া, 30 জানুয়ারি : আজ ডুমুরজলার সভায় আসছেন স্মৃতি ইরানি । জেপি নাড্ডা ও রাজনাথ সিং আসবেন বলে প্রাথমিকভাবে শোনা গেলেও তাঁরা কেউ আসতে পারছেন না । তাঁদের বদলে আসছেন স্মৃতি ইরানি ।

আজ ডুমুরজলায় সভা করার কথা ছিল অমিত শাহর । কিন্তু ইজ়রায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের কারণে তাঁর সফর শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে । শোনা যাচ্ছিল, ডুমুরজলার সভা থেকেই অমিত শাহর হাত ধরে পদ্মশিবিরে যোগ দিতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায় । কিন্তু তাঁর সফর বাতিল হওয়ায় দিল্লি গিয়েই যোগদান করেন তাঁরা ।

আরও পড়ুন : রাজীবের সঙ্গে "মাদার ফিগার" মমতা, "নাটক" বললেন সৌগত

উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি বক্তব্য রাখবেন অমিত শাহ । এছাড়া আজকের সভায় উপস্থিত থাকবেন বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালি ডালমিয়া, রুদ্রনীল ঘোষরা ।

এই সভায় তৃণমূল ছেড়ে অনেকেই বিজেপিতে যোগ দেবেন বলে সূত্রের খবর ।

হাওড়া, 30 জানুয়ারি : আজ ডুমুরজলার সভায় আসছেন স্মৃতি ইরানি । জেপি নাড্ডা ও রাজনাথ সিং আসবেন বলে প্রাথমিকভাবে শোনা গেলেও তাঁরা কেউ আসতে পারছেন না । তাঁদের বদলে আসছেন স্মৃতি ইরানি ।

আজ ডুমুরজলায় সভা করার কথা ছিল অমিত শাহর । কিন্তু ইজ়রায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের কারণে তাঁর সফর শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে । শোনা যাচ্ছিল, ডুমুরজলার সভা থেকেই অমিত শাহর হাত ধরে পদ্মশিবিরে যোগ দিতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায় । কিন্তু তাঁর সফর বাতিল হওয়ায় দিল্লি গিয়েই যোগদান করেন তাঁরা ।

আরও পড়ুন : রাজীবের সঙ্গে "মাদার ফিগার" মমতা, "নাটক" বললেন সৌগত

উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি বক্তব্য রাখবেন অমিত শাহ । এছাড়া আজকের সভায় উপস্থিত থাকবেন বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালি ডালমিয়া, রুদ্রনীল ঘোষরা ।

এই সভায় তৃণমূল ছেড়ে অনেকেই বিজেপিতে যোগ দেবেন বলে সূত্রের খবর ।

Last Updated : Jan 31, 2021, 8:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.