ETV Bharat / state

Anish Khan Death Case : ভোররাতে আনিশের দেহ তুলতে গ্রামে সিট, আধিকারিকদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীর

সোমবারের বদলে শনিবার ভোররাতে আনিশের দেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলতে গ্রামে সিটের আধিকারিকরা ৷ সঙ্গে আমতা 2 নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল আনিশের গ্রাম ৷ অভিযোগ কবর থেকে দেহ তোলার জন্য কোনও বৈধ নথিও সিট দেখাতে পারেনি (SIT Trying to Exhume Anish Khan Body from Grave Without Valid Documents) ৷

Student Leader Anish Khan Death
sit-trying-to-exhume-anish-khan-body-from-grave-without-valid-documents
author img

By

Published : Feb 26, 2022, 2:03 PM IST

Updated : Feb 26, 2022, 2:31 PM IST

আমতা, 26 ফেব্রুয়ারি : ফের উত্তপ্ত আমতার খাঁ পাড়া ৷ অর্থাৎ, ছাত্রনেতা আনিশ খানের পাড়া ৷ সিটের আধিকারিক এবং অন্যান্য পুলিশকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাল আনিশের পরিবার এবং গ্রামবাসীরা (Villagers protest against SIT in Amta) ৷ তাঁদের অভিযোগ, কোনওরকম বৈধ কাগজপত্র না নিয়েই দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিশের দেহ কবর থেকে তুলে সেখানে গিয়েছিল সিট (SIT Trying to Exhume Anish Khan Body from Grave Without Valid Documents) ৷ সঙ্গে ছিলেন, আমতা 2 নম্বর ব্লক ডেভলপমেন্ট আধিকারিক মাসুদুর রহমান ৷ আদালতের নির্দেশ অনুযায়ী, আনিশের দেহ সোমবার সকালে কবর থেকে তোলার কথা ৷ কিন্তু, সিট এবং পুলিশের ভোররাতে কবর থেকে দেহ তুলতে যাওয়া নিয়ে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে আনিশের পরিবার ৷

গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে বিশাল পুলিশবাহিনী নিয়ে সিটের আধিকারিকরা গ্রামে ঢুকেছিলেন ৷ তাঁরা আনিশের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে বের করতে সেখানে গিয়েছিলেন ৷ কিন্তু, সঙ্গে বিশাল পুলিশবাহিনী ছিল ৷ পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছিল ৷ হাওড়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার, আমতা 2-এর বিডিও মাসুদুর রহমান এবং হাওড়া গ্রামীণের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন সেখানে ৷ তাঁদের কাছে দেহ কবর থেকে তোলার জন্য প্রয়োজনীয় নথি দেখতে চান গ্রামবাসীরা ৷ কিন্তু, তদন্তকারীরা সেই নথি দেখাতে পারেননি ৷ এরপরই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা ৷

ভোররাতে আনিশের দেহ তুলতে গ্রামে সিট, আধিকারকদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

আরও পড়ুন : Anish Khan Death Case : রাতে ফোনে হুমকি আসছে, সিটকে জানালেন আনিশের বাবা

গ্রামবাসীদের দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, সোমবার সকাল 10টার সময় কবর থেকে আনিশের দেহ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷ তা হলে পুলিশ এবং সিট আদালতের নির্দেশিকার কপি ছাড়া এবং রাতের অন্ধকারে লুকিয়ে কেন গ্রামে ঢুকল ? আর এর পিছনে পুলিশের কোনও অভিপ্রায় রয়েছে বলে সন্দেহ আনিশের পরিবার এবং প্রতিবেশীদের ৷ গ্রামবাসী এবং পরিবারের বিক্ষোভের মুখে পড়ে সকাল 6টার সময় সেখান থেকে ফিরে যায় সিট এবং অন্যান্য আধিকারিকরা ৷ কিন্তু, সোমবার সকালে আদালত দেহ তোলার নির্দেশ দেওয়া সত্ত্বেও, কেন সিট আজ ভোররাতে আনিশের দেহ কবর থেকে তুলতে গেল ? এনিয়ে কোনও কথা তদন্তকারীদের তরফে বলা হয়নি ৷

আমতা, 26 ফেব্রুয়ারি : ফের উত্তপ্ত আমতার খাঁ পাড়া ৷ অর্থাৎ, ছাত্রনেতা আনিশ খানের পাড়া ৷ সিটের আধিকারিক এবং অন্যান্য পুলিশকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাল আনিশের পরিবার এবং গ্রামবাসীরা (Villagers protest against SIT in Amta) ৷ তাঁদের অভিযোগ, কোনওরকম বৈধ কাগজপত্র না নিয়েই দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিশের দেহ কবর থেকে তুলে সেখানে গিয়েছিল সিট (SIT Trying to Exhume Anish Khan Body from Grave Without Valid Documents) ৷ সঙ্গে ছিলেন, আমতা 2 নম্বর ব্লক ডেভলপমেন্ট আধিকারিক মাসুদুর রহমান ৷ আদালতের নির্দেশ অনুযায়ী, আনিশের দেহ সোমবার সকালে কবর থেকে তোলার কথা ৷ কিন্তু, সিট এবং পুলিশের ভোররাতে কবর থেকে দেহ তুলতে যাওয়া নিয়ে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে আনিশের পরিবার ৷

গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে বিশাল পুলিশবাহিনী নিয়ে সিটের আধিকারিকরা গ্রামে ঢুকেছিলেন ৷ তাঁরা আনিশের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে বের করতে সেখানে গিয়েছিলেন ৷ কিন্তু, সঙ্গে বিশাল পুলিশবাহিনী ছিল ৷ পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছিল ৷ হাওড়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার, আমতা 2-এর বিডিও মাসুদুর রহমান এবং হাওড়া গ্রামীণের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন সেখানে ৷ তাঁদের কাছে দেহ কবর থেকে তোলার জন্য প্রয়োজনীয় নথি দেখতে চান গ্রামবাসীরা ৷ কিন্তু, তদন্তকারীরা সেই নথি দেখাতে পারেননি ৷ এরপরই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা ৷

ভোররাতে আনিশের দেহ তুলতে গ্রামে সিট, আধিকারকদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

আরও পড়ুন : Anish Khan Death Case : রাতে ফোনে হুমকি আসছে, সিটকে জানালেন আনিশের বাবা

গ্রামবাসীদের দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, সোমবার সকাল 10টার সময় কবর থেকে আনিশের দেহ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷ তা হলে পুলিশ এবং সিট আদালতের নির্দেশিকার কপি ছাড়া এবং রাতের অন্ধকারে লুকিয়ে কেন গ্রামে ঢুকল ? আর এর পিছনে পুলিশের কোনও অভিপ্রায় রয়েছে বলে সন্দেহ আনিশের পরিবার এবং প্রতিবেশীদের ৷ গ্রামবাসী এবং পরিবারের বিক্ষোভের মুখে পড়ে সকাল 6টার সময় সেখান থেকে ফিরে যায় সিট এবং অন্যান্য আধিকারিকরা ৷ কিন্তু, সোমবার সকালে আদালত দেহ তোলার নির্দেশ দেওয়া সত্ত্বেও, কেন সিট আজ ভোররাতে আনিশের দেহ কবর থেকে তুলতে গেল ? এনিয়ে কোনও কথা তদন্তকারীদের তরফে বলা হয়নি ৷

Last Updated : Feb 26, 2022, 2:31 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.