ETV Bharat / state

Singapore Vessel Loses Control: হাওড়ার গড়চুমুকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজের - নদীর পাড়ে ধাক্কা

Singapore's goods vessel Loses Control at Hooghly river: হাওড়ার গড়চুমুকে হুগলি নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পাড়ে ধাক্কা মারল সিঙ্গাপুরের পণ্যবাহী একটি জাহাজ ৷

Hooghly river
সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ
author img

By

Published : Aug 2, 2023, 6:36 PM IST

Updated : Aug 2, 2023, 11:03 PM IST

নদীর পাড়ে ধাক্কা সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজের

হাওড়া, 2 অগস্ট: হাওড়ার শ্যামপুর ব্লক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা মারল পণ্যবাহী একটি বিদেশি জাহাজ । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । বুধবার ঘটনাটি ঘটে শ্যামপুরের বাসুদেবপুরের 58 গেট এলাকাতে । কলকাতা বন্দরের আধিকারিকরা জানিয়েছেন, 140 মিটার দীর্ঘ পণ্যবাহী জাহাজ এমটিটি সিঙ্গাপুর বুধবার হাওড়া জেলার গড়চুমুকের কাছে পুকুরিয়া পয়েন্টে দুর্ঘটনার কবলে পড়ে ৷

দুর্ঘটনার কবলে সিঙ্গাপুরের জাহাজ: স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সিঙ্গাপুরের একটি পণ্যবাহী জাহাজ হুগলি নদী ধরে কলকাতা বন্দরের উদ্দেশে যাচ্ছিল । ঠিক একই সময়ে ওই পথেই আরেকটি জাহাজ উলটোদিকে আসছিল । সেই জাহাজটিকে পথ করে দিতে গিয়েই কলকাতাগামী জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । এরপরই কলকাতাগামী জাহাজটি পূর্ব বাসুদেবপুরের নদীর পাড়ে ধাক্কা মারে । ধাক্কা মারার তীব্র আওয়াজে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । যান পোর্ট ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা ।

কেউ আহত হননি: এই ঘটনার জেরে জাহাজের ও নদী বাঁধের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও, অনুমান করা হচ্ছে বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে । স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে, বেলা 11টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে । নদীর পাড়ে আটকে থাকা পণ্যবাহী জাহাজটিকে দেখতে এলাকার মানুষের ভিড় জমে যায় । অনেকেই মোবাইল ফোনে ওই দৃশ্য ভিডিয়ো করেন । নদীর তীরের বাঁধ-সহ একাধিক গাছের ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর । যদিও এই ঘটনায় কেউ আহত হননি বলেই স্থানীয় প্রশাসন সূত্রে খবর ।

আরও পড়ুন: বিলাসবহুল জাহাজ থেকে সিঙ্গাপুর প্রণালীতে পড়ে মৃত্যু ভারতীয় মহিলার

জাহাজের ক্যাপ্টেন ফিলিপিন্সের নাগরিক: কলকাতা ও হলদিয়া থেকে দড়ি পাঠানো হয়েছে । দড়ি দিয়ে টেনে জাহাজটিকে গভীর জলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে । জাহাজ থেকে তেল লিক করে নদীর জলে মেশার কোনও ঘটনা এখনও চোখে পড়েনি । কন্টেনারগুলি যাতে নদীর জলে ভেসে না যায়, সেজন্য সেগুলিকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে রাখতে জাহাজের ক্যাপ্টেনকে পরামর্শ দেওয়া হয়েছে । কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, জাহাজটি 338টি কন্টেনার নিয়ে ক্লাং বন্দর থেকে কলকাতার নেতাজি সুভাষ ডকে আসছিল । জাহাজের ক্যাপ্টেন এডুইন ডিন রামাস ফিলিপিন্সের নাগরিক । তাঁর সঙ্গে আরও 20 জন নাবিক রয়েছেন । তাঁরা ফিলিপিন্স ও মালয়েশিয়ার নাগরিক । সকলেই নিরাপদে রয়েছেন ।

নদীর পাড়ে ধাক্কা সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজের

হাওড়া, 2 অগস্ট: হাওড়ার শ্যামপুর ব্লক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা মারল পণ্যবাহী একটি বিদেশি জাহাজ । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । বুধবার ঘটনাটি ঘটে শ্যামপুরের বাসুদেবপুরের 58 গেট এলাকাতে । কলকাতা বন্দরের আধিকারিকরা জানিয়েছেন, 140 মিটার দীর্ঘ পণ্যবাহী জাহাজ এমটিটি সিঙ্গাপুর বুধবার হাওড়া জেলার গড়চুমুকের কাছে পুকুরিয়া পয়েন্টে দুর্ঘটনার কবলে পড়ে ৷

দুর্ঘটনার কবলে সিঙ্গাপুরের জাহাজ: স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সিঙ্গাপুরের একটি পণ্যবাহী জাহাজ হুগলি নদী ধরে কলকাতা বন্দরের উদ্দেশে যাচ্ছিল । ঠিক একই সময়ে ওই পথেই আরেকটি জাহাজ উলটোদিকে আসছিল । সেই জাহাজটিকে পথ করে দিতে গিয়েই কলকাতাগামী জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । এরপরই কলকাতাগামী জাহাজটি পূর্ব বাসুদেবপুরের নদীর পাড়ে ধাক্কা মারে । ধাক্কা মারার তীব্র আওয়াজে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । যান পোর্ট ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা ।

কেউ আহত হননি: এই ঘটনার জেরে জাহাজের ও নদী বাঁধের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও, অনুমান করা হচ্ছে বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে । স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে, বেলা 11টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে । নদীর পাড়ে আটকে থাকা পণ্যবাহী জাহাজটিকে দেখতে এলাকার মানুষের ভিড় জমে যায় । অনেকেই মোবাইল ফোনে ওই দৃশ্য ভিডিয়ো করেন । নদীর তীরের বাঁধ-সহ একাধিক গাছের ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর । যদিও এই ঘটনায় কেউ আহত হননি বলেই স্থানীয় প্রশাসন সূত্রে খবর ।

আরও পড়ুন: বিলাসবহুল জাহাজ থেকে সিঙ্গাপুর প্রণালীতে পড়ে মৃত্যু ভারতীয় মহিলার

জাহাজের ক্যাপ্টেন ফিলিপিন্সের নাগরিক: কলকাতা ও হলদিয়া থেকে দড়ি পাঠানো হয়েছে । দড়ি দিয়ে টেনে জাহাজটিকে গভীর জলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে । জাহাজ থেকে তেল লিক করে নদীর জলে মেশার কোনও ঘটনা এখনও চোখে পড়েনি । কন্টেনারগুলি যাতে নদীর জলে ভেসে না যায়, সেজন্য সেগুলিকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে রাখতে জাহাজের ক্যাপ্টেনকে পরামর্শ দেওয়া হয়েছে । কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, জাহাজটি 338টি কন্টেনার নিয়ে ক্লাং বন্দর থেকে কলকাতার নেতাজি সুভাষ ডকে আসছিল । জাহাজের ক্যাপ্টেন এডুইন ডিন রামাস ফিলিপিন্সের নাগরিক । তাঁর সঙ্গে আরও 20 জন নাবিক রয়েছেন । তাঁরা ফিলিপিন্স ও মালয়েশিয়ার নাগরিক । সকলেই নিরাপদে রয়েছেন ।

Last Updated : Aug 2, 2023, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.