হাওড়া, 14 মে: শুক্রবার প্রকাশিত হয়েছিল সিবিএসই দ্বাদশের পরীক্ষার ফল। 48 ঘন্টার মধ্যেই প্রকাশিত হল আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) শ্রেণির পরীক্ষার ফলাফল। আইএসসি'তে সারা ভারতে তৃতীয় স্থান দখল করে চমকে দিয়েছে হাওড়ার কৃতি ছাত্র সিদ্ধার্থ কুমার দুগ্গার। এমসিকেভি স্কুলের ছাত্র হাওড়ার শিবপুরের বাসিন্দা সিদ্ধার্থ কুমার দুগ্গার এই সাফল্যে খুশি পরিবারের সকল সদস্যরা।
বাণিজ্য বিভাগের ছাত্র সিদ্ধার্থের আইএসসি'তে প্রাপ্ত নম্বর 99.5 শতাংশ। বাবা সুনীল কুমার দুগ্গার পেশায় ব্যবসায়ী এবং মা প্রেম দুগ্গার গৃহবধূ। ভবিষ্যতের পরিকল্পনা জানাতে গিয়ে সিদ্ধার্থ জানিয়েছে, আগামিদিনে সে এমবিএ করতে চায়। তাঁর এই সাফল্যের কৃতিত্ব স্কুলের সমস্ত শিক্ষক এবং বাবা ও মা-কেই উৎসর্গ করতে চায়। তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানিয়েছেন সিদ্ধার্থ। তিনি বলেন, "ভালো ফল করব জানতাম, তবে এত ভালো করতে পারব আশা করিনি ৷ আমি খুব খুশি ৷"
সিদ্ধার্থের মা প্রেম দুগ্গার জানিয়েছেন, পড়াশোনার ফাঁকে ক্রিকেট খেলতে ভালোবাসেন সিদ্ধার্থ। পাশাপাশি, প্রতিদিন নিয়ম করে 2-3 ঘন্টা পড়াশোনা করতেন। এছাড়াও প্রাইভেট কোচিং নিতেন সিদ্ধার্থ। বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরের দিকে নজর দিলে দেখা যাবে সিদ্ধার্থ অর্থনীতিতে পেয়েছে 100-এর মধ্যে 100, অ্যাকাউন্টস বিষয়ে পেয়েছে 100, ইংরেজিতে 99, অঙ্কে 99 এবং হিন্দিতে পেয়েছে 98।
আরও পড়ুন: দেশে প্রথম বাংলা ! আইসিএসই-তে বর্ধমানের সম্বিত, আইএসসি-তে কলকাতার মান্য
সিদ্ধার্থর মা প্রেম দুগ্গার আরও জানিয়েছেন, ছেলে ছোট থেকেই পড়াশোনায় খুবই ভালো। বেশিক্ষণ পড়াশোনা করত না । ক্রিকেট খেলতে খুব ভালোবাসে । পরীক্ষাতে ভালো ফলের আশা করেছিলেন যদিও সর্বভারতীয় ক্ষেত্রে তৃতীয় স্থান পাবে এটা তাঁরা ভাবেননি। স্বাভাবিকভাবেই তাঁরা খুবই খুশি বলে জানিয়েছেন প্রেম দুগ্গার। পাশাপাশি, ভালো ফল করার খুশিতে সিদ্ধার্থের পছন্দের রান্নাই রেঁধে খাওয়াবেন বলে জানিয়েছেন সিদ্ধার্থর মা প্রেম। ছেলের সাফল্যে খুশি পিতা সুনীল কুমার দুগ্গারও। তিনি জানান, ছেলের স্বপ্নপূরণ হওয়াতে পরিবারের সকলেই খুশি।