ETV Bharat / state

Corona Scare among Howrah Health Workers : হাওড়া জেলা স্বাস্থ্য দফতরের চিকিৎসক-সহ 46 জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত - করোনার তৃতীয় ঢেউয়ের জেরে হু হু করে বাড়ছে কোভিড সংক্রমণ

করোনার তৃতীয় ঢেউয়ের জেরে হু হু করে বাড়ছে কোভিড সংক্রমণ ৷ উদ্বেগ বাড়িয়ে এবার সংক্রমণ ছড়াচ্ছে স্বাস্থ্যকর্মীদের মধ্যেও ৷ করোনার দাপটে ভেঙে পড়তে বসেছে হাওড়া জেলার স্বাস্থ্য পরিষেবা (Corona Spread in Howrah District Health Department) ।

Corona Scare among Health Workers
হাওড়া জেলা স্বাস্থ্য দফতরের 46 জন করোনায় আক্রান্ত
author img

By

Published : Jan 4, 2022, 5:49 PM IST

হাওড়া, 4 জানুয়ারি : করোনার দাপটে ভেঙে পড়তে বসেছে হাওড়া জেলার স্বাস্থ্য পরিষেবা । এই মুহূর্তে জেলা স্বাস্থ্য দফতরের চিকিৎসক-সহ 46 জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত । এদের মধ্যে রয়েছেন দু'জন ডেপুটি সিএমওএইচ, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা । আক্রান্তদের মধ্যে বেশিরভাগই আপাতত রয়েছেন হোম আইসোলেশনে (Corona Spread in Howrah District Health Department) ।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, ‘‘দুজন ডেপুটি সিএমওএইচ ছাড়াও চিকিৎসক এবং নার্সরা কোভিডে আক্রান্ত । তবে পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে ।’’

আরও পড়ুন : বাড়ছে কোভিড, ডাক্তারদের শীতকালীন ছুটি বাতিল করল এইমস

বিভিন্ন সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও করোনা সংক্রমণ বাড়ছে । নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল এবং নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটালে মোট 15 জন চিকিৎসক, 20 জন নার্স এবং 10 জন স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ । যদিও এই আক্রান্তের মধ্যে কতজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন সেই তথ্য এখনও জেলা স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশ করা হয়নি । করোনা থাবা বসিয়েছে হাওড়া ও গোলাবাড়ি থানায় ৷ দুই থানায় সস্ত্রীক কোভিডে আক্রান্ত হয়েছে দুই পুলিশ কর্মী ৷

অন্যদিকে উলুবেরিয়া হাসপাতালের সুপার-সহ 12 জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসার জন্য নারায়ণা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ করোনা ছড়িয়েছে হাওড়া জেলের বন্দিদের মধ্যেও ৷ তবে, এই মুহূর্তে ঠিক কতজন করোনায় আক্রান্ত তা জেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়নি ৷

হাওড়া, 4 জানুয়ারি : করোনার দাপটে ভেঙে পড়তে বসেছে হাওড়া জেলার স্বাস্থ্য পরিষেবা । এই মুহূর্তে জেলা স্বাস্থ্য দফতরের চিকিৎসক-সহ 46 জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত । এদের মধ্যে রয়েছেন দু'জন ডেপুটি সিএমওএইচ, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা । আক্রান্তদের মধ্যে বেশিরভাগই আপাতত রয়েছেন হোম আইসোলেশনে (Corona Spread in Howrah District Health Department) ।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, ‘‘দুজন ডেপুটি সিএমওএইচ ছাড়াও চিকিৎসক এবং নার্সরা কোভিডে আক্রান্ত । তবে পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে ।’’

আরও পড়ুন : বাড়ছে কোভিড, ডাক্তারদের শীতকালীন ছুটি বাতিল করল এইমস

বিভিন্ন সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও করোনা সংক্রমণ বাড়ছে । নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল এবং নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটালে মোট 15 জন চিকিৎসক, 20 জন নার্স এবং 10 জন স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ । যদিও এই আক্রান্তের মধ্যে কতজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন সেই তথ্য এখনও জেলা স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশ করা হয়নি । করোনা থাবা বসিয়েছে হাওড়া ও গোলাবাড়ি থানায় ৷ দুই থানায় সস্ত্রীক কোভিডে আক্রান্ত হয়েছে দুই পুলিশ কর্মী ৷

অন্যদিকে উলুবেরিয়া হাসপাতালের সুপার-সহ 12 জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসার জন্য নারায়ণা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ করোনা ছড়িয়েছে হাওড়া জেলের বন্দিদের মধ্যেও ৷ তবে, এই মুহূর্তে ঠিক কতজন করোনায় আক্রান্ত তা জেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়নি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.