হাওড়া, 25 মে : ওড়িশায় বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্য়ু হল 6 জনের ৷ আহত হয়েছেন 45 জন (Odisha Bus Accident) ৷ তাঁরা হাওড়ার পর্যটক ছিলেন ৷ দুর্ঘটনাটি ঘটে ওড়িশার গঞ্জাম জেলার ফুলবনির কলিঙ্গ উপত্যকায় দুর্গাপ্রসাদ সীমান্তে ৷ নিহত 6 জনের মধ্যে চারজন মহিলা ও 2 জন পুরুষ । এই ঘটনায় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় শোকপ্রকাশ করেছেন ৷
জানা গিয়েছে, হাওড়ার উদয়নারায়ণপুর সুলতানপুরের বাসিন্দারা বেড়াতে গিয়েছিলেন দক্ষিণ ভারত । যাত্রাপথে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন ৷ ওড়িশার কলিঙ্গ উপত্যকা দিয়ে যাওয়ার সময় পর্যটকবোঝাই বাসটি উল্টে যায় ৷ এই দুর্ঘটনায় মোট 6 জন মারা গিয়েছেন ৷ 45 জন যাত্রী আহত হন ৷ মৃতদের নাম সুপ্রিয়া দেঁড়ে (33), সঞ্জিত পাত্র (36), রিমা দেঁড়ে (22), মনসুন দেঁড়ে (40), বর্ণালি মানা (36) এবং রোশিয়া ।
আরও পড়ুন : Santipur Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস
হাওড়ার সুলতানপুর থেকে যাত্রা করে ওড়িশার গঞ্জাম জেলার ফুলবনির কলিঙ্গ উপত্যকায় দুর্গাপ্রসাদ সীমান্তে দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণে ৪৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। সূত্রের খবর, বাসটি 11 দিনের জন্য যাত্রা শুরু করে ৷ পর্যটকরা দারিংবাড়ি ঘুরে বাসটি বিশাখাপত্তনমের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। কলিঙ্গঘাটির কাছে চালক ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় ৷
দুর্ঘটনার খবর পেয়ে দুর্গাপ্রসাদ এলাকার স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান । পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের যৌথ চেষ্টায় উদ্ধার করা হয় আহত যাত্রীদের । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বেরহামপুরের এমকেসিজি মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । দুর্ঘটনার সময় বাসে 65 জন যাত্রী ছিলেন বলে পুলিশ সূত্রে খবর । ওড়িশা পুলিশের পক্ষ থেকে আহত ও মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় । দুর্ঘটনার খবর আসার পর থেকেই শোকের ছায়া নামে উদয়নারায়ণপুর সুলতানপুর এলাকায় । এদিকে ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷
-
Sad to know that six of our fellow citizens from WB have succumbed to their injuries, while some others are still struggling with the trauma of a grave road accident today early hours when they were moving in a hired bus in the Ganjam district of Odisha on their way to Vizag(1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) May 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sad to know that six of our fellow citizens from WB have succumbed to their injuries, while some others are still struggling with the trauma of a grave road accident today early hours when they were moving in a hired bus in the Ganjam district of Odisha on their way to Vizag(1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) May 25, 2022Sad to know that six of our fellow citizens from WB have succumbed to their injuries, while some others are still struggling with the trauma of a grave road accident today early hours when they were moving in a hired bus in the Ganjam district of Odisha on their way to Vizag(1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) May 25, 2022