ETV Bharat / state

রাজ্য পুলিশ যেন বাংলাদেশ পুলিশ সার্ভিসের অধীনে : সায়ন্তন - সায়ন্তন বসু

হাওড়াতে ভারতমাতার পুজো করতে যদি দেওয়া হয়, তাহলে তিনি নিজে অরূপ রায়ের বাড়িতে গিয়ে ভারতমাতার পুজো করবেন ৷ বললেন সায়ন্তন বসু ৷

Sayantan Basu
সায়ন্তন বসু
author img

By

Published : Jan 26, 2020, 10:09 PM IST

হাওড়া, 26 জানুয়ারি : " ভারতের মাটিতে ভারতমাতার পুজো যদি না হয় তাহলে সেই পুজো কি বাংলাদেশ বা পাকিস্তানে হবে ? 26 জানুয়ারি ভারতমাতার পুজো করলে পুলিশ গ্রেপ্তার করবে ৷ এটা দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ বাংলাদেশ পুলিশ সার্ভিসের অধীনে হয়ে গেছে ৷ " বললেন BJP-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ৷

তিনি আরও বলেন, "যারা ট্রেন জ্বালাবে, বাস পোড়াবে, মানুষ মারবে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে ৷ পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হওয়ার পথে বলতাম ৷ তবে তা হয়ে গেছে ৷ ভারতমাতার পুজো ভারতে হবে না তো কি করাচিতে হবে না চট্টগ্রামে হবে ? পুজো করতে অনুমতি লাগে না ৷ পুলিশকে ইনফরমেশন দেওয়াটাই যথেষ্ট ৷ জাতীয় সড়কে কোনও অনুমতি না নিয়েই নমাজ় পড়া হয় ৷"


মন্ত্রী অরূপ রায়কে আক্রমণ করে তিনি বলেন, " অরূপ রায় এখন লুঙ্গি বাহিনীর নেতা হিসেবেই প্রতিফলিত হচ্ছেন ৷ তাই উনি আমাদের দেশপ্রেমকে সন্ত্রাসবাদী বলেছেন ৷ "

BJP এই নেতা পালটা অভিযোগ করে বলেন , উলুবেড়িয়াতে , সাঁকরাইলে অরূপ রায়ের দলের লোকেরাই ট্রেন পুড়িয়েছে ৷ হাওড়া জেলা জুড়ে তারাই অশান্তি ছড়াচ্ছে ৷ BJP - র কোনও সংগঠন একাজ করেনি ৷ যদি হাওড়াতে ভারতমাতার পুজো করতে দেওয়া হয় তাহলে তিনি নিজে অরূপ রায়ের বাড়িতে গিয়ে ভারতমাতার পুজো করবেন ৷

অন্যদিকে, হাওড়ার গোলাবাড়ি থানার সামনে হাওড়া BJP-র যুবমোর্চার সদস্যরা পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় । যুবমোর্চা নেতৃত্বের অভিযোগ, পুলিশ যুবমোর্চার সদস্যদের হেনস্থা করে ৷

হাওড়া, 26 জানুয়ারি : " ভারতের মাটিতে ভারতমাতার পুজো যদি না হয় তাহলে সেই পুজো কি বাংলাদেশ বা পাকিস্তানে হবে ? 26 জানুয়ারি ভারতমাতার পুজো করলে পুলিশ গ্রেপ্তার করবে ৷ এটা দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ বাংলাদেশ পুলিশ সার্ভিসের অধীনে হয়ে গেছে ৷ " বললেন BJP-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ৷

তিনি আরও বলেন, "যারা ট্রেন জ্বালাবে, বাস পোড়াবে, মানুষ মারবে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে ৷ পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হওয়ার পথে বলতাম ৷ তবে তা হয়ে গেছে ৷ ভারতমাতার পুজো ভারতে হবে না তো কি করাচিতে হবে না চট্টগ্রামে হবে ? পুজো করতে অনুমতি লাগে না ৷ পুলিশকে ইনফরমেশন দেওয়াটাই যথেষ্ট ৷ জাতীয় সড়কে কোনও অনুমতি না নিয়েই নমাজ় পড়া হয় ৷"


মন্ত্রী অরূপ রায়কে আক্রমণ করে তিনি বলেন, " অরূপ রায় এখন লুঙ্গি বাহিনীর নেতা হিসেবেই প্রতিফলিত হচ্ছেন ৷ তাই উনি আমাদের দেশপ্রেমকে সন্ত্রাসবাদী বলেছেন ৷ "

BJP এই নেতা পালটা অভিযোগ করে বলেন , উলুবেড়িয়াতে , সাঁকরাইলে অরূপ রায়ের দলের লোকেরাই ট্রেন পুড়িয়েছে ৷ হাওড়া জেলা জুড়ে তারাই অশান্তি ছড়াচ্ছে ৷ BJP - র কোনও সংগঠন একাজ করেনি ৷ যদি হাওড়াতে ভারতমাতার পুজো করতে দেওয়া হয় তাহলে তিনি নিজে অরূপ রায়ের বাড়িতে গিয়ে ভারতমাতার পুজো করবেন ৷

অন্যদিকে, হাওড়ার গোলাবাড়ি থানার সামনে হাওড়া BJP-র যুবমোর্চার সদস্যরা পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় । যুবমোর্চা নেতৃত্বের অভিযোগ, পুলিশ যুবমোর্চার সদস্যদের হেনস্থা করে ৷

Intro:
ভারতবর্ষের মাটিতে ভারত মাতার পুজো যদি না হয় তাহলে সেই পুজো কি বাংলাদেশ বা পাকিস্থানে হবে বলে বিস্ময় প্রকাশ করেন তিনি। তিনি আরো বলেন ২৬ শে জানুয়ারিতে ভারত মাতার পুজো করলে পলাশ গ্রেফতার করবে এটা দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ পুলিশের সার্ভিসের অধীনে হয়ে গেছে আর রাজ্যটা বাংলাদেশ।
পাশাপাশি তিনি বলেন যারা ট্রেন জ্বালাবে বাস পোড়াবে তারা ছাতি চওড়া করে ঘুরে বেড়াবে।
পুজো করতে অনুমতি লাগে না পুলিশকে ইনফরমেশন দেওয়াটাই যথেষ্ট। জাতীয় সড়কের রাস্তায় কোনো অনুমতি না নিয়েই নামাজ পড়া হয়।
তিনি বলেন হাওড়ার মন্ত্রী অরূপ রায় এখন লুঙ্গি বাহিনীর নেতা হিসাবেই প্রতিফলিত হচ্ছেন। তাই উনি বলছেন আমাদের দেশপ্রেমকে সন্ত্রাসবাদী। তিনি পাল্টা অভিযোগ করেন উলুবেরিয়াতে, সাঁকরাইলে অরূপ রায়ের দলের লোকেরা ট্রেন পুড়িয়েছেন। হাওড়া জেলা জুড়ে অশান্তি তারাই করেছে। বিজেপি বা বিজেপির কোনো সংগঠন করে নি। তিনি অরূপ রায়ের প্রতি পাল্টা চ্যালেঞ্জ করে বলেন যদি হাওড়াতে ভারত মাতার পুজো না করতে দেওয়া হয় তাহলে তিনি নিজে অরূপ রায়ের বাড়িতে গিয়ে ভারত মাতার পুজো করবেন।
অপরদিকে হাওড়ার গোলাবাড়ি থানার সামনে হাওড়া বিজেপির যুবমোর্চার সদস্যরা পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বিরুদ্ধে তাদের সদস্যদেরকে হেনস্থা করার অভিযোগ করে যুবমোর্চা নেতৃত্ব।Body:BConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.