হাওড়া, 26 জানুয়ারি : " ভারতের মাটিতে ভারতমাতার পুজো যদি না হয় তাহলে সেই পুজো কি বাংলাদেশ বা পাকিস্তানে হবে ? 26 জানুয়ারি ভারতমাতার পুজো করলে পুলিশ গ্রেপ্তার করবে ৷ এটা দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ বাংলাদেশ পুলিশ সার্ভিসের অধীনে হয়ে গেছে ৷ " বললেন BJP-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ৷
তিনি আরও বলেন, "যারা ট্রেন জ্বালাবে, বাস পোড়াবে, মানুষ মারবে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে ৷ পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হওয়ার পথে বলতাম ৷ তবে তা হয়ে গেছে ৷ ভারতমাতার পুজো ভারতে হবে না তো কি করাচিতে হবে না চট্টগ্রামে হবে ? পুজো করতে অনুমতি লাগে না ৷ পুলিশকে ইনফরমেশন দেওয়াটাই যথেষ্ট ৷ জাতীয় সড়কে কোনও অনুমতি না নিয়েই নমাজ় পড়া হয় ৷"
মন্ত্রী অরূপ রায়কে আক্রমণ করে তিনি বলেন, " অরূপ রায় এখন লুঙ্গি বাহিনীর নেতা হিসেবেই প্রতিফলিত হচ্ছেন ৷ তাই উনি আমাদের দেশপ্রেমকে সন্ত্রাসবাদী বলেছেন ৷ "
BJP এই নেতা পালটা অভিযোগ করে বলেন , উলুবেড়িয়াতে , সাঁকরাইলে অরূপ রায়ের দলের লোকেরাই ট্রেন পুড়িয়েছে ৷ হাওড়া জেলা জুড়ে তারাই অশান্তি ছড়াচ্ছে ৷ BJP - র কোনও সংগঠন একাজ করেনি ৷ যদি হাওড়াতে ভারতমাতার পুজো করতে দেওয়া হয় তাহলে তিনি নিজে অরূপ রায়ের বাড়িতে গিয়ে ভারতমাতার পুজো করবেন ৷
অন্যদিকে, হাওড়ার গোলাবাড়ি থানার সামনে হাওড়া BJP-র যুবমোর্চার সদস্যরা পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় । যুবমোর্চা নেতৃত্বের অভিযোগ, পুলিশ যুবমোর্চার সদস্যদের হেনস্থা করে ৷