ETV Bharat / state

বেলুড় মঠে সরস্বতী পুজো, ভক্তদের জন্য ইউটিউবে - বেলুড় মঠে সরস্বতী পুজো

ভিড়ের আশঙ্কা করে এবার সরস্বতী পুজোয় ভক্তদের জন্য বন্ধ রাখা হল বেলুড় মঠের মুখ্য দরজা । তবে বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে পুজো দেখার ব্যবস্থা করা হয় ।

saraswati puja at belur math
বেলুড় মঠে সরস্বতী পুজো
author img

By

Published : Feb 16, 2021, 3:22 PM IST

বেলুড়, 16 ফেব্রুয়ারি : প্রতি বছরের মতো এবারও বেলুড় মঠে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজো । তবে আজকের দিনে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ । কেবলমাত্র মঠের সন্ন্যাসীরাই সেখানে আছেন । যদিও পুজো দেখা যাচ্ছে বেলুড় মঠের ইউটিউব চ্যানেল ।

10 ফেব্রুয়ারি সাধারণের জন্য বেলুড় মঠ খুলে দেওয়া হয়েছিল । মঠ কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল, সব রকম করোনা বিধি মেনে খোলা হচ্ছে মঠ । সব মন্দিরে প্রবেশ করতে পারলেও মন্দিরে বসতে ও মঠ চত্বরে সময় কাটাতে পারবেন না কেউ । তবে ভিড়ের আশঙ্কা করে এবার সরস্বতী পুজোয় ভক্তদের জন্য বন্ধ রাখা হল বেলুড় মঠের মুখ্য দরজা । এর জেরে ভক্তরা মঠের পুজো থেকে পুরোপুরি বঞ্চিত থাকছেন তা নয় । বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে পুজো দেখার সুযোগ রয়েছে ভক্তদের ।

বেলুড় মঠে সরস্বতী পুজো

আরও পড়ুন : খুলল বেলুড় মঠ, প্রথম দিনেই ভিড় দর্শনার্থীদের

লকডাউনের পর আনলক প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 15 জুন মঠ খুলে দেওয়া হয়েছিল । সংক্রমণে মঠের প্রায় 80 জন সন্ন্যাসী কোরোনায় আক্রান্ত হয়ে পড়েন । ফের 2 অগাস্ট সাধারণের জন্য দরজা বন্ধ হয়ে যায় মঠের । এর মাঝে বেলুড় মঠের বিভিন্ন অনুষ্ঠান চালু থাকলেও সেখানে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছিল আজকের মতোই ।

বেলুড়, 16 ফেব্রুয়ারি : প্রতি বছরের মতো এবারও বেলুড় মঠে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজো । তবে আজকের দিনে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ । কেবলমাত্র মঠের সন্ন্যাসীরাই সেখানে আছেন । যদিও পুজো দেখা যাচ্ছে বেলুড় মঠের ইউটিউব চ্যানেল ।

10 ফেব্রুয়ারি সাধারণের জন্য বেলুড় মঠ খুলে দেওয়া হয়েছিল । মঠ কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল, সব রকম করোনা বিধি মেনে খোলা হচ্ছে মঠ । সব মন্দিরে প্রবেশ করতে পারলেও মন্দিরে বসতে ও মঠ চত্বরে সময় কাটাতে পারবেন না কেউ । তবে ভিড়ের আশঙ্কা করে এবার সরস্বতী পুজোয় ভক্তদের জন্য বন্ধ রাখা হল বেলুড় মঠের মুখ্য দরজা । এর জেরে ভক্তরা মঠের পুজো থেকে পুরোপুরি বঞ্চিত থাকছেন তা নয় । বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে পুজো দেখার সুযোগ রয়েছে ভক্তদের ।

বেলুড় মঠে সরস্বতী পুজো

আরও পড়ুন : খুলল বেলুড় মঠ, প্রথম দিনেই ভিড় দর্শনার্থীদের

লকডাউনের পর আনলক প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 15 জুন মঠ খুলে দেওয়া হয়েছিল । সংক্রমণে মঠের প্রায় 80 জন সন্ন্যাসী কোরোনায় আক্রান্ত হয়ে পড়েন । ফের 2 অগাস্ট সাধারণের জন্য দরজা বন্ধ হয়ে যায় মঠের । এর মাঝে বেলুড় মঠের বিভিন্ন অনুষ্ঠান চালু থাকলেও সেখানে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছিল আজকের মতোই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.