ETV Bharat / state

আমতায় পথ অবরোধ বিক্ষোভকারীদের - টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভকারীদের

হাওড়ার আমতা 10 নম্বর পোলের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভকারীদের ৷

road blocked at Amta in Howrah in protest against CAA and NRC
আমতায় পথ অবরোধ
author img

By

Published : Dec 15, 2019, 2:12 PM IST

Updated : Dec 15, 2019, 2:41 PM IST

আমতা, 15 ডিসেম্বর : শান্তির বার্তা ফের দেওয়ার পাশাপাশি হিংসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণ ভাবে আন্দোলনের অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ মমতার আবেদনকে গুরুত্ব দিলেন না অবরোধকারীরা ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এর বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ অব্যাহত রইল আজ ৷ হাওড়ার আমতা 10 নম্বর পোলের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভকারীদের ৷

সকাল 11টা নাগাদ পথ অবরোধ করে বিক্ষোভকারীরা ৷ অবরোধের জেরে আমতা-রানিহাটি ও আমতা-উলুবেড়িয়া রুটে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে ৷ সমস্যায় পড়ে সাধারণ মানুষ ৷ পরে ঘটনাস্থানে পৌঁছায় আমতা থানার পুলিশ ৷ অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

দেখুন ভিডিয়ো...

এছাড়া আজ সকালে মুর্শিদাবাদের শেখদিঘিতে 34 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয় বিক্ষোভকারীরা ৷ বীরভূমের মুরারই থানার হিয়াতনগরেও একইভাবে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা ৷ উত্তর 24 পরগনার আমডাঙায় 34 নম্বর জাতীয় সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভকারীরা ৷

আমতা, 15 ডিসেম্বর : শান্তির বার্তা ফের দেওয়ার পাশাপাশি হিংসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণ ভাবে আন্দোলনের অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ মমতার আবেদনকে গুরুত্ব দিলেন না অবরোধকারীরা ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এর বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ অব্যাহত রইল আজ ৷ হাওড়ার আমতা 10 নম্বর পোলের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভকারীদের ৷

সকাল 11টা নাগাদ পথ অবরোধ করে বিক্ষোভকারীরা ৷ অবরোধের জেরে আমতা-রানিহাটি ও আমতা-উলুবেড়িয়া রুটে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে ৷ সমস্যায় পড়ে সাধারণ মানুষ ৷ পরে ঘটনাস্থানে পৌঁছায় আমতা থানার পুলিশ ৷ অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

দেখুন ভিডিয়ো...

এছাড়া আজ সকালে মুর্শিদাবাদের শেখদিঘিতে 34 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয় বিক্ষোভকারীরা ৷ বীরভূমের মুরারই থানার হিয়াতনগরেও একইভাবে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা ৷ উত্তর 24 পরগনার আমডাঙায় 34 নম্বর জাতীয় সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভকারীরা ৷

Intro:মুখ্যমন্ত্রীর আবেদন অগ্রাহ্য করে আজও চলছে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ। রবিবার বেলা 11 টা থেকে আমতা 10 নম্বর পোলের কাছে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে সিএবি বিরুদ্ধে বিক্ষোভকারীরা। ফলত বন্ধ হয়ে যায় আমতা রানিহাটি ও আমতা উলুবেড়িয়া রাস্তায় যান চলাচল। যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। চরম সমস্যার মধ্যে পড়েন সাধারণ মানুষ। একঘন্টা পরে অবরোধ তুলে দেয় আমতা থানার পুলিশ। এই অবরোধের একেবারে শেষ দিকে সেখানে উপস্থিত হয়েছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী।Body:DConclusion:
Last Updated : Dec 15, 2019, 2:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.