আমতা, 15 ডিসেম্বর : শান্তির বার্তা ফের দেওয়ার পাশাপাশি হিংসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণ ভাবে আন্দোলনের অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ মমতার আবেদনকে গুরুত্ব দিলেন না অবরোধকারীরা ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এর বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ অব্যাহত রইল আজ ৷ হাওড়ার আমতা 10 নম্বর পোলের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভকারীদের ৷
সকাল 11টা নাগাদ পথ অবরোধ করে বিক্ষোভকারীরা ৷ অবরোধের জেরে আমতা-রানিহাটি ও আমতা-উলুবেড়িয়া রুটে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে ৷ সমস্যায় পড়ে সাধারণ মানুষ ৷ পরে ঘটনাস্থানে পৌঁছায় আমতা থানার পুলিশ ৷ অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
এছাড়া আজ সকালে মুর্শিদাবাদের শেখদিঘিতে 34 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয় বিক্ষোভকারীরা ৷ বীরভূমের মুরারই থানার হিয়াতনগরেও একইভাবে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা ৷ উত্তর 24 পরগনার আমডাঙায় 34 নম্বর জাতীয় সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভকারীরা ৷