হাওড়া, 24 ফেব্রুয়ারি: রাজ্যের নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) গত মঙ্গলবার থেকে ঘুরছে এক 'রহস্যময়ী' নারীর নাম ৷ মিসেস গাঙ্গুলি। যদিও কে এই রহস্যময়ী, তাই নিয়ে গোটা রাজ্যজুড়ে জল্পনা তুঙ্গে । সূত্রের খবর অনুযায়ী জানা যায়, সেই মহিলার নাম হৈমন্তী গঙ্গোপাধ্য়ায় (Haimanti Ganguly)৷ তিনি গোপাল দলপতির স্ত্রী ৷ তাঁর বাপের বাড়ি হাওড়ার বাঁকসাড়া রোডে (Howrah News)।
হৈমন্তী মৃত বলে দাবি মায়ের: উত্তর বাঁকসাড়া কাটুরিয়া পাড়ায় এটাই হৈমন্তীর বাপের বাড়ি বলে স্থানীয় সূত্রে খবর । বর্তমানে এই ঠিকানাতেই থাকে হৈমন্তীর বাপের বাড়ির পরিবার । তাঁর পরিবারে রয়েছেন তাঁর বাবা, মা ও ছোট বোন । স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দিন দশেক আগেও এই বাড়িতে এসেছিলেন হৈমন্তী । যদিও হৈমন্তীর মায়ের দাবি, তাঁর মেয়ে মারা গিয়েছেন । এই বলে তিনি দরজা বন্ধ করে দেন । সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর হৈমন্তীর নাম উঠে আসে । সূত্রের খবর, তিনি গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী ।
বাড়িতে আসেন হৈমন্তী, দাবি প্রতিবেশীদের: যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, বাপের বাড়িতে হৈমন্তী মাঝেমধ্যেই আসা যাওয়া করেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা বলেন, হৈমন্তীর পরিবারের লোকেরা যথেষ্টই ভালো । তবে তাঁদের মেয়ে কোথায় কার সঙ্গে যুক্ত হয়ে আছেন তা বলা খুবই মুশকিল । তিনি আরও জানান, হৈমন্তী এই দুর্নীতিতে যুক্ত রয়েছে শুনে তারা যথেষ্টই অবাক হয়ে যান । যদিও তিনি দাবি করেন, বর্তমানে সকলেই নিজের মতো থাকেন । সেভাবে কারওর সঙ্গে যোগাযোগ থাকে না । তাই আগাম কিছুই জানা সম্ভব নয় । এখন ধরা পড়ার জন্য জানা গেল সবটা ।
আরও পড়ুন: কেন কোটি টাকার লেনদেন ? জানতে এসএসসির প্রাক্তন আধিকারিককে তলব সিবিআইয়ের
হৈমন্তী সম্পর্কে কিছু জানেন না বলে দাবি মায়ের: এ দিন একাধিকবার ডাকাডাকি করার পরে হৈমন্তীর মা দরজা খুলে বেরিয়ে আসেন । তিনি জানান, বাড়িতে তাঁর ছোট মেয়ে আছে, হৈমন্তী নেই । এছাড়াও তিনি বলেন, তাঁর বড় মেয়ে ভালোবাসা করে বিয়ে করেছিলেন । তাঁর স্বামীর কাজ ও আর্থিক বিষয়ে তাঁর কিছুই জানা নেই বলে জানান হৈমন্তীর মা । এছাড়াও তাঁর বাড়ির সামনে দামি বিলাসবহুল গাড়ি অনেক আগে থাকতো বলে দাবি করেন তিনি ।
স্থানীয়দের অনুমান বাড়িতেই আছেন হৈমন্তী: বাড়িতে শিক্ষা সদন নামে নেমপ্লেট খোলা হয়েছে কেন তার জবাবে তিনি জানান, ঠোকাঠুকি করাতে খুলে গিয়েছে । পাশাপাশি তাঁর দাবি সিবিআই চিঠি দিয়ে তাঁর মেয়েকে ডাকলে তারপরে তিনি যাবেন । যদিও স্থানীয় বসিন্দারা অনুমান করছেন হৈমন্তী এই বাড়িতেই আছেন । তাই বাড়ির গেট তালাবন্ধ করে রেখে দেওয়া হয়েছে, যাতে বাইরের কেউ বাড়ির মধ্যে আচমকা ঢুকতে না পারেন । যদিও শুক্রবার সকাল থেকে সংবাদ মাধ্যমের আনাগোনার পর থেকে গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ।