ETV Bharat / state

Panchla Accident পাঁচলার ঘটনায় তদন্তের নির্দেশ পরিবহণ মন্ত্রীর

author img

By

Published : Aug 25, 2022, 11:02 PM IST

পাঁচলার ধূলোর বাঁধে বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর । তিনি জানান, ঘটনার তদন্তে যদি বিপজ্জনক গতিতে গাড়ি চালাবার কারণ উঠে আসে সেই বিষয়ে কড়া পদক্ষেপ নেবে পরিবহণ দফতর (Reaction of Transport Minister on Panchla Accident)।

Panchla Accident
পাঁচলার দুর্ঘটনায় শোকপ্রকাশ পরিবহণ মন্ত্রীর

হাওড়া, 25 অগস্ট: পাঁচলার ধূলোর বাঁধ এলাকায় বুধবার বাসের সঙ্গে লরির ধাক্কা লেগে যে পথ দুর্ঘটনা ঘটে তাতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Reaction of Transport Minister on Panchla Accident) ।

ইতিমধ্যেই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী । বৃহস্পতিবার তিনি জানান, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে । এমনকী সংশ্লিষ্ট বাস ও লরির সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখা হবে । ঘটনার তদন্তে যদি রাশ ড্রাইভিং বা বিপজ্জনক গতিতে গাড়ি চালাবার কারণ সামনে উঠে আসে সেই বিষয়ে প্রয়োজনীয় কড়া পদক্ষেপ নেবে পরিবহণ দফতর ।

আরও পড়ুন: পাঁচলায় বাস দুর্ঘটনায় মৃত 4, আহত 6

এদিন মন্ত্রী বলেন, "হাওড়ার জেলাশাসক ও পুলিশ সুপার থেকে শুরু করে আহতদের পরিবারের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রেখেছি আমি এবং আমার দফতর । এছাড়াও পরিবহণ দফতরের পক্ষ থেকে আহতদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।"

তিনি আরও জানান, যে পুলিশ প্রশাসনের পদক্ষেপ করার পাশাপাশি সাধারণ মানুষকেও যথেষ্ট সচেতন হতে হবে । এই বিষয় পরিবহণ দফতরের কিছু ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে ।

বুধবার বিকেল পাঁচটা নাগাদ পাঁচলা থানার ধূলোর বাঁধে মুচিঘাটা-করুণাময়ী রুটের একটি বাস দ্রুতগতিতে মুচিঘাটা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে উলটো দিক থেকে আসা একটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে । ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের । দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । মৃত ও জখম যাত্রীদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ । এদিনের দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 30 জন । এদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক ও বিডিও এষা ঘোষ । এদিনের দুর্ঘটনায় পুলিশ ও প্রশাসনের কাজে সন্তুষ্ট বলেই জানিয়েছিলেন বিধায়ক গুলশান মল্লিক ।

হাওড়া, 25 অগস্ট: পাঁচলার ধূলোর বাঁধ এলাকায় বুধবার বাসের সঙ্গে লরির ধাক্কা লেগে যে পথ দুর্ঘটনা ঘটে তাতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Reaction of Transport Minister on Panchla Accident) ।

ইতিমধ্যেই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী । বৃহস্পতিবার তিনি জানান, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে । এমনকী সংশ্লিষ্ট বাস ও লরির সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখা হবে । ঘটনার তদন্তে যদি রাশ ড্রাইভিং বা বিপজ্জনক গতিতে গাড়ি চালাবার কারণ সামনে উঠে আসে সেই বিষয়ে প্রয়োজনীয় কড়া পদক্ষেপ নেবে পরিবহণ দফতর ।

আরও পড়ুন: পাঁচলায় বাস দুর্ঘটনায় মৃত 4, আহত 6

এদিন মন্ত্রী বলেন, "হাওড়ার জেলাশাসক ও পুলিশ সুপার থেকে শুরু করে আহতদের পরিবারের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রেখেছি আমি এবং আমার দফতর । এছাড়াও পরিবহণ দফতরের পক্ষ থেকে আহতদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।"

তিনি আরও জানান, যে পুলিশ প্রশাসনের পদক্ষেপ করার পাশাপাশি সাধারণ মানুষকেও যথেষ্ট সচেতন হতে হবে । এই বিষয় পরিবহণ দফতরের কিছু ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে ।

বুধবার বিকেল পাঁচটা নাগাদ পাঁচলা থানার ধূলোর বাঁধে মুচিঘাটা-করুণাময়ী রুটের একটি বাস দ্রুতগতিতে মুচিঘাটা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে উলটো দিক থেকে আসা একটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে । ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের । দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । মৃত ও জখম যাত্রীদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ । এদিনের দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 30 জন । এদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক ও বিডিও এষা ঘোষ । এদিনের দুর্ঘটনায় পুলিশ ও প্রশাসনের কাজে সন্তুষ্ট বলেই জানিয়েছিলেন বিধায়ক গুলশান মল্লিক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.