ETV Bharat / state

"আমি জিতলে সাংসদ ঘুষ নিচ্ছে দেখে লজ্জিত হতে হবে না" - tmc

আজ নির্বাচনী প্রচার করতে হাওড়া আদালতে যান রন্তিবাবু। সেখানে দারুন সারা পেয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি বলেন, "আমি জিতলে ফের হাওড়ার গৌরব ফেরাতে চেষ্টা করব।"

রন্তিদেব সেনগুপ্ত
author img

By

Published : Apr 2, 2019, 11:45 PM IST

হাওড়া, ২ এপ্রিল : "হাওড়ার মানুষরা আমাকে নির্বাচিত করলে TV-তে তাদের সাংসদ ঘুষ নিচ্ছে দেখে লজ্জিত হতে হবে না।" নাম না করে হাওড়ায় তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন BJP প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। আজ নির্বাচনী প্রচার করতে হাওড়া আদালতে যান রন্তিবাবু। সেখানে দারুন সাড়া পেয়েছেন বলে জানান তিনি। বলেন, "আইনজীবীরা যেভাবে আমার সঙ্গে হাত মিলিয়ে বলেছেন এইবার তারা আমাকে সমর্থন করবেন, তা অভূতপূর্ব।

শুনুন রন্তিদেব সেনগুপ্তের বক্তব্য

প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়ার উন্নয়নের জন্য কিছু করেননি অভিযোগ করেন রন্তিবাবু। তিনি বলেন, "শেফিল্ড বলা হত হাওড়াকে। হাওড়া শিল্পনগরী ছিল। কিন্তু তা ধ্বংস হয়েছে। সার্বিক উন্নয়ন বলতে কিন্তু একটা ফ্লাইওভার বা সুইমিংপুল না। উন্নয়ন মানে মানুষের সার্বিক উন্নয়ন। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেটাকে উন্নয়ন বলে না। আমি জিতলে বিষয়টি সংসদে অবশ্যই তুলব। হাওড়ার গৌরব ফেরানোর চেষ্টা করব।"

তিনি আরও বলেন, "হাওড়ায় শিল্পের পুনরুত্থানের কোনও কি দিশা দেখাতে পেরেছেন বর্তমান সাংসদ? দশ বছরেও তা দেখাতে পারেননি। কিছুই তো করেননি তিনি। সেই জায়গায় বেড়েছে প্রমোটারি ও তোলাবাজির মত কার্যকলাপ। খেলাধুলো দিয়ে তো হাওড়ার মানুষের পেট ভরবে না।"

হাওড়া, ২ এপ্রিল : "হাওড়ার মানুষরা আমাকে নির্বাচিত করলে TV-তে তাদের সাংসদ ঘুষ নিচ্ছে দেখে লজ্জিত হতে হবে না।" নাম না করে হাওড়ায় তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন BJP প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। আজ নির্বাচনী প্রচার করতে হাওড়া আদালতে যান রন্তিবাবু। সেখানে দারুন সাড়া পেয়েছেন বলে জানান তিনি। বলেন, "আইনজীবীরা যেভাবে আমার সঙ্গে হাত মিলিয়ে বলেছেন এইবার তারা আমাকে সমর্থন করবেন, তা অভূতপূর্ব।

শুনুন রন্তিদেব সেনগুপ্তের বক্তব্য

প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়ার উন্নয়নের জন্য কিছু করেননি অভিযোগ করেন রন্তিবাবু। তিনি বলেন, "শেফিল্ড বলা হত হাওড়াকে। হাওড়া শিল্পনগরী ছিল। কিন্তু তা ধ্বংস হয়েছে। সার্বিক উন্নয়ন বলতে কিন্তু একটা ফ্লাইওভার বা সুইমিংপুল না। উন্নয়ন মানে মানুষের সার্বিক উন্নয়ন। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেটাকে উন্নয়ন বলে না। আমি জিতলে বিষয়টি সংসদে অবশ্যই তুলব। হাওড়ার গৌরব ফেরানোর চেষ্টা করব।"

তিনি আরও বলেন, "হাওড়ায় শিল্পের পুনরুত্থানের কোনও কি দিশা দেখাতে পেরেছেন বর্তমান সাংসদ? দশ বছরেও তা দেখাতে পারেননি। কিছুই তো করেননি তিনি। সেই জায়গায় বেড়েছে প্রমোটারি ও তোলাবাজির মত কার্যকলাপ। খেলাধুলো দিয়ে তো হাওড়ার মানুষের পেট ভরবে না।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.