ETV Bharat / state

"অনেক নেতা দলের কর্মীদের চাকরবাকর ভাবেন", ফের বেসুরো রাজীব

হাওড়ার বালিতে একটি রক্তদান শিবিরে এসে নাম না করে দলীয় নেতাদের একাংশের বিরুদ্ধে মুখ খুললেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ তাঁদের হুঁশিয়ারিও দেন তিনি ৷

author img

By

Published : Jan 3, 2021, 8:28 PM IST

Updated : Jan 3, 2021, 8:39 PM IST

নেতাদের সমালোচনা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের
নেতাদের সমালোচনা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের

হাওড়া, 3 জানুয়ারি : ফের বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ নাম না করে দলের কয়েকজন নেতার বিরুদ্ধে তোপ দাগলেন তিনি । হাওড়ার বালিতে একটি রক্তদান শিবিরে এসে তিনি বলেন, দলের কর্মীরাই আসল সম্পদ । আর এই কর্মীদের ব্যবহার করে সুবিধা নেয় দলের কয়েকজন নেতা ।

তিনি বলেন, ‘‘অনেক নেতা আছেন যাঁরা কর্মীদের নাম ভাঙিয়ে খান । কর্মীদের ব্যবহার করে সুবিধা নেন । বাজারে এরকম বেশ কিছু নেতা আছেন ।’’ সেই সব নেতাদের নাম না নিয়ে হুঁশিয়ারিও দেন । বলেন, ‘‘অনেক নেতা দলের কর্মীদের চাকরবাকর ভেবে তাঁদের আবেগ নিয়ে খেলেন । কর্মীরা জবাব দেবেন । কর্মীদের দ্বারাই ওই সব নেতারা ক্ষমতাচ্যুত হবেন । দলের কর্মীরা একটু সম্মান চায় । কিন্তু সেটুকু দেওয়া হয় না । যেসব নেতারা বেশি আদর্শের কথা বলেন তাঁরা নিজেরাই জানেন না আদর্শ কী । যেসব নেতা কর্মীদের শুধু ব্যবহার করে ঠকান তাঁরা 2021-এ আর ক্ষমতায় আসতে পারবেন না ।’’

ফের বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন :- আমি এখনও তৃণমূল কর্মী, দল ডাকলে আলোচনায় বসব: রাজীব

তিনি আরও বলেন, ‘‘যেসব নেতা কাচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছোড়েন, তাদের নিজেদের আগে আয়নায় মুখ দেখা উচিত । তাঁরা কী ছিলেন আর কী হয়েছেন । এই সব নেতাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে ৷’’

এর আগে একাধিকবার বেসুরো মন্তব্য করেছিলেন রাজীববাবু । এরপর প্রথমে তাঁর সঙ্গে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায় । পরে আরও একবার তাঁদের মধ্যে বৈঠক হয় । সেই বৈঠকে ছিলেন প্রশান্ত কিশোর । আর এই বৈঠকের পর তাঁর ক্ষোভ অনেকটাই প্রশমিত হয় বলে সূত্রের খবর । কিন্তু আজ ফের এই মন্তব্য শোনা গেল তাঁর গলায় ।

হাওড়া, 3 জানুয়ারি : ফের বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ নাম না করে দলের কয়েকজন নেতার বিরুদ্ধে তোপ দাগলেন তিনি । হাওড়ার বালিতে একটি রক্তদান শিবিরে এসে তিনি বলেন, দলের কর্মীরাই আসল সম্পদ । আর এই কর্মীদের ব্যবহার করে সুবিধা নেয় দলের কয়েকজন নেতা ।

তিনি বলেন, ‘‘অনেক নেতা আছেন যাঁরা কর্মীদের নাম ভাঙিয়ে খান । কর্মীদের ব্যবহার করে সুবিধা নেন । বাজারে এরকম বেশ কিছু নেতা আছেন ।’’ সেই সব নেতাদের নাম না নিয়ে হুঁশিয়ারিও দেন । বলেন, ‘‘অনেক নেতা দলের কর্মীদের চাকরবাকর ভেবে তাঁদের আবেগ নিয়ে খেলেন । কর্মীরা জবাব দেবেন । কর্মীদের দ্বারাই ওই সব নেতারা ক্ষমতাচ্যুত হবেন । দলের কর্মীরা একটু সম্মান চায় । কিন্তু সেটুকু দেওয়া হয় না । যেসব নেতারা বেশি আদর্শের কথা বলেন তাঁরা নিজেরাই জানেন না আদর্শ কী । যেসব নেতা কর্মীদের শুধু ব্যবহার করে ঠকান তাঁরা 2021-এ আর ক্ষমতায় আসতে পারবেন না ।’’

ফের বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন :- আমি এখনও তৃণমূল কর্মী, দল ডাকলে আলোচনায় বসব: রাজীব

তিনি আরও বলেন, ‘‘যেসব নেতা কাচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছোড়েন, তাদের নিজেদের আগে আয়নায় মুখ দেখা উচিত । তাঁরা কী ছিলেন আর কী হয়েছেন । এই সব নেতাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে ৷’’

এর আগে একাধিকবার বেসুরো মন্তব্য করেছিলেন রাজীববাবু । এরপর প্রথমে তাঁর সঙ্গে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায় । পরে আরও একবার তাঁদের মধ্যে বৈঠক হয় । সেই বৈঠকে ছিলেন প্রশান্ত কিশোর । আর এই বৈঠকের পর তাঁর ক্ষোভ অনেকটাই প্রশমিত হয় বলে সূত্রের খবর । কিন্তু আজ ফের এই মন্তব্য শোনা গেল তাঁর গলায় ।

Last Updated : Jan 3, 2021, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.