বাগনান, 29 অক্টোবর : 12 ঘণ্টার বাগনান বনধে এখনও পর্যন্ত মিশ্র সাড়া মিলেছে । অনেকেই দোকানপাট বন্ধ রেখেছেন । তবে খোলাও রয়েছে বহু দোকান । দলীয় নেতা কিংকর মাঝির খুনের প্রতিবাদে আজ হাওড়ার বাগনানে 12 ঘণ্টার বনধ ডেকেছে BJP । সকাল 6টা থেকে শুরু হয়েছে বনধ ।
এদিকে বনধে অশান্তির আশঙ্কায় বাগনানের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে নামানো হয়েছে RAF । রয়েছে জলকামানও । বাগনানের রাস্তায় রাস্তায় কড়া পুলিশি প্রহরা বসিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে চাইছে প্রশাসন । পাশাপাশি 12 ঘণ্টার এই বনধ ব্যর্থ করতে পথে নেমেছে তৃণমূল ।
গতকাল বাগনানের গুলিবিদ্ধ BJP নেতার মৃত্যু হয় কলকাতার NRS হাসপাতালে । অষ্টমীর রাতে বাগনানের চন্দনাপাড়া গ্রামে কিংকর মাঝি নামে ওই BJP নেতাকে খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা । বাগনানের 5 নম্বর মণ্ডলের সহ-সভাপতি কিংকরবাবুর পেটে গুলি লাগে । স্থানীয়দের সহযোগিতায় তাঁকে প্রথমে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে NRS হাসপাতালে রেফার করা হয় । অস্ত্রোপচার করে গুলি বের করার পর বুধবার বিকেলে হাসপাতালেই তাঁর মৃত্যু হয় । এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গতকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । BJP কর্মীরা টায়ার জ্বালিয়ে নুনটিয়ার রাস্তা অবরোধ করেন ।
BJP কর্মীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে হাওড়া তৃণমূল(গ্রামীণ) । জমি সংক্রান্ত বিবাদে এই খুন বলে দাবি করেছে তারা । এর প্রতিবাদে আজ 12 ঘণ্টার বাগনান বনধের ডাক দেওয়া হয় হাওড়া গ্রামীণ BJP-র তরফে ।
এদিকে মৃত BJP নেতা কোরোনায় আক্রান্ত হওয়ায় তাঁর দেহ সৎকার করবে প্রশাসন । NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, প্রোটোকল অনুযায়ী কিংকর মাঝির মৃতদেহের সৎকার করবে প্রশাসন ৷ তার আগে NRS-এ দেহের ময়নাতদন্ত করা হবে ।