ETV Bharat / state

সরকারি নির্দেশিকা না মেনে হাওড়ায় খুলল বেসরকারি স্কুল - Private school opened in Howrah

স্কুল কর্তৃপক্ষের দাবি, অনলাইনে ছাত্র-ছাত্রীদের পড়া বুঝতে অসুবিধা হচ্ছে । তাই তাদের সুবিধার জন্য স্কুলে ক্লাসের বন্দোবস্ত করা হয় ।

Howrah
হাওড়ায় খুলল বেসরকারি স্কুল
author img

By

Published : Jan 27, 2021, 5:08 PM IST

হাওড়া, 27 জানুয়ারি : করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খুলল স্কুল । আজ মধ্য হাওড়ার কদমতলার একটি বেসরকারি প্রাইমারি স্কুলে প্রায় 50 জন ছাত্রছাত্রী নিয়ে চলে ক্লাস । পরে পুলিশ এসে ক্লাস বন্ধ করে দেয় । উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সেই মার্চ থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় ।

স্কুল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের এসএমএস করে ক্লাসের কথা জানায় । ক্লাস চলাকালীন স্থানীয় বাসিন্দাদের তা নজরে এলে তারা ব্যাঁটরা থানায় খবর দেয় । সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে আসে পুলিশ । পুলিশ এসে ক্লাস বন্ধ করে দেয়। স্কুলের প্রিন্সিপাল মলয় রায় জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের অনলাইনে ক্লাস চালু থাকলেও, তাদের অঙ্ক এবং ইংরেজি বুঝতে অসুবিধা হচ্ছে । তাই তাদের পড়াশোনার সুবিধার জন্য স্কুলে ক্লাসের বন্দোবস্ত করা হয়েছে । কোভিড প্রোটোকল মেনে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ।

আরও পড়ুন, কতটা নিরাপদ রাজধানী ? প্রশ্ন তুলে দিল কৃষক বিদ্রোহ

তিনি আরও জানান, স্কুল খোলা নেই । তবে কোচিং ক্লাসের মতো করে শিশুদের পড়ানো হচ্ছে । অভিভাবকরা জানিয়েছেন, অনলাইনে বাচ্চাদের পড়া বুঝতে অসুবিধা হচ্ছে। তবে এর থেকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা স্বীকার করে নিয়েছেন তিনি । পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

হাওড়া, 27 জানুয়ারি : করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খুলল স্কুল । আজ মধ্য হাওড়ার কদমতলার একটি বেসরকারি প্রাইমারি স্কুলে প্রায় 50 জন ছাত্রছাত্রী নিয়ে চলে ক্লাস । পরে পুলিশ এসে ক্লাস বন্ধ করে দেয় । উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সেই মার্চ থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় ।

স্কুল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের এসএমএস করে ক্লাসের কথা জানায় । ক্লাস চলাকালীন স্থানীয় বাসিন্দাদের তা নজরে এলে তারা ব্যাঁটরা থানায় খবর দেয় । সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে আসে পুলিশ । পুলিশ এসে ক্লাস বন্ধ করে দেয়। স্কুলের প্রিন্সিপাল মলয় রায় জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের অনলাইনে ক্লাস চালু থাকলেও, তাদের অঙ্ক এবং ইংরেজি বুঝতে অসুবিধা হচ্ছে । তাই তাদের পড়াশোনার সুবিধার জন্য স্কুলে ক্লাসের বন্দোবস্ত করা হয়েছে । কোভিড প্রোটোকল মেনে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ।

আরও পড়ুন, কতটা নিরাপদ রাজধানী ? প্রশ্ন তুলে দিল কৃষক বিদ্রোহ

তিনি আরও জানান, স্কুল খোলা নেই । তবে কোচিং ক্লাসের মতো করে শিশুদের পড়ানো হচ্ছে । অভিভাবকরা জানিয়েছেন, অনলাইনে বাচ্চাদের পড়া বুঝতে অসুবিধা হচ্ছে। তবে এর থেকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা স্বীকার করে নিয়েছেন তিনি । পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.