হাওড়া, 28 মার্চ: মঙ্গলবার সকালে বেলুড় মঠ পরিদর্শনে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) । মঠের ভিতরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মূল মন্দির, মা সারদা দেবীর মন্দির-সহ স্বামীজি ও ব্রহ্মান্দজির মন্দির পরিদর্শন করেন তিনি (President Visits Belur Math) । ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দর্শনেই বেলুড় মঠে আসা তাঁর বলেই জানা গিয়েছে । বেলুড় মঠে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ (Swami Suvirandaji Maharaj) । এছাড়াও তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মঠের সহ-সাধারণ সম্পাদক স্বামী বোধসরানন্দ ।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বেলুড় মঠ সফর: এই সফরে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C V Ananda Bose) ও রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা ও অরূপ রায় । এছাড়াও বেলুড় মঠে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য ও হাওড়া কমিশনারেটের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি ।
রাষ্ট্রপতির সফর সূচি অনুযায়ী, বেলুড় মঠ দর্শন করে বেরিয়ে কলকাতায় ইউকো (UCO) ব্যাংকের 80 বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে সেখানে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বেলা 12টা নাগাদ বীরভূমের শান্তিনিকেতনে পাড়ি দেবেন রাষ্ট্রপতি । সেখানে মধ্যাহ্নভোজের পর আম্রকুঞ্জে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ।
আরও পড়ুন: জোড়াসাঁকো ঠাকুরবাড়ি মন ছুঁলো রাষ্ট্রপতির, ঘুরে দেখলেন নেতাজি ভবনও
রাষ্ট্রপতির সফর ঘিরে বেলুড় মঠে কড়া নিরাপত্তা: দু'দিনের সফর শেষে মঙ্গলবারই দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । রাষ্ট্রপতির পরিদর্শনের জন্য বেলুড় মঠে এদিন ছিল আটসাঁটো নিরাপত্তা ব্যবস্থা । মঙ্গলবার সকাল থেকেই হাওড়া সিটি পুলিশের নগরপাল-সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা সরেজমিনে নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন । রাষ্ট্রপতির নিরাপত্তার কথা মাথায় রেখে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত অন্যান্য দর্শনার্থীদের জন্য মঠ বন্ধ রাখা হয়েছে ।
দুদিনের বঙ্গ সফরে রাষ্ট্রপতি: শপথ নেওয়ার পর প্রথম বঙ্গ সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । সোমবার রাজ্যে আসেন তিনি । বঙ্গ সফরের প্রথমদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যান রাষ্ট্রপতি ৷ ঘুরে দেখেন নেতাজি ভবনও ৷ সেখানও তাঁর সঙ্গী ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এরপর ওই দিন সন্ধ্যেতে তাঁকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷