হাওড়া, 27 ডিসেম্বর: নববর্ষ আসতে আর কয়েকটা দিন ৷ আবারও হাওড়া সদর জেলা তৃণমূল সভাপতি তথা ডোমজুড় বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষের নামে তোলাবাজির পোস্টার পড়ল তাঁরই বিধানসভা এলাকাতে। গত বছরও তাঁর নামে পোস্টার পড়েছিল ৷ বুধবার সকালে এলাকাবাসীর নজরে আসে এই পোস্টার ৷ হাওড়ার বাঁকড়া এলাকায় একাধিক জায়গায় লাগানো এই পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
পোস্টারে ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষকে চোর, তোলাবাজ, জমি মাফিয়া ও ধান্দাবাজ বলে সম্বোধন করা হয়েছে । ওই এলাকার বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল জেলা সভাপতি কল্যাণ ঘোষের নামে লেখা এই পোস্টারের নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ । স্থানীয় বাসিন্দা নাসির খান বলেন, "বুধবার ভোর 5টা নাগাদ আমি এসে এই পোস্টার দেখতে পাই । গতকালও ছিল না । যারা এই কাজ করেছে তারা ঠিক কাজ করেনি ।"
বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, "আমি বিধায়ক ও জেলা সভাপতি হওয়ার আগে দশ বছর ধরে এখানে জমি মাফিয়া, তোলাবাজি চলত । আমি আসার পর অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে ৷ যারা আগে এই কাজ করত তারা করতে পারছে না ৷ অভিযোগ, তাঁরাই এই ধরণের কাজ করেছে। এটা বিরোধীদের কাজ কি না তাও খতিয়ে দেখতে পুলিশকে লিখিত অভিযোগ জানিয়েছেন বিধায়ক ৷ আমার নামে জমি দখল কেন সামান্য ধূলিকণাও দখল করে রেখেছি এই অভিযোগ সত্যতা প্রমাণ হলে রাজনীতি করা ছেড়ে দেব ।"
যদিও এই বিষয়ে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন, "এই বিধায়ক তথা জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজির বিভিন্ন অভিযোগ আগেও উঠেছে । এই বিধায়ক তার আগের বিধায়ককে চোর বলতেন, এখন তাঁর দলের কর্মীরা তাঁকেই চোর বলছে। তৃণমূলকে এটা বুঝতে হবে, তৃণমূলে সবাই চোর ।"
আরও পড়ুন: