হাওড়া, 5 জানুয়ারি : CAA, NRC, NPR- এর সমর্থনে হাওড়ায় কয়েকটি অরাজনৈতিক সংগঠন আজ মিছিল করে । হাওড়ার বেতাইতলা মোড়, শান্তা সিং মোড় থেকে মিছিলের আয়োজন করা হয় । কিন্তু প্রতি জায়গাতেই মিছিল শুরু হওয়ার আগেই বাধা দেয় হাওড়া সিটি পুলিশ । মিছিল থেকে 100 জনকে আটক করা হয় ।
পুলিশের বক্তব্য, মিছিলের অনুমতি ছিল না । তাই মিছিল আটকানো হয় । অপরদিকে সংগঠকদের দাবি, তারা মিছিলের জন্য পুলিশের থেকে অনুমতি চেয়েছিল । কিন্তু তাদের অনুমতি দেয়নি হাওড়া সিটি পুলিশ । তাই তারা বাধ্য হয়ে বিনা অনুমতিতে মিছিলের উদ্যোগ নেয় ।
হাওড়া সিটি পুলিশের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠছে । অভিযোগ, ভারতের জাতীয় পতাকা নিয়ে মিছিল শুরু করার আগেই পুলিশ মিছিল আটকে দেয় । মিছিলে অংশগ্রহণকারীদের আটক করে । প্রতিটি এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় । মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বেতাইতলা ও শান্তা সিং এলাকায় ।