ETV Bharat / state

হাওড়ায় CAA, NRC-র সমর্থনে মিছিল, আটকাল পুলিশ - NRC

পুলিশের বক্তব্য, মিছিলের অনুমতি ছিল না । তাই মিছিল আটকানো হয় । অপরদিকে সংগঠকদের দাবি, তারা মিছিলের জন্য পুলিশের থেকে অনুমতি চেয়েছিল । কিন্তু তাদের অনুমতি দেয়নি হাওড়া সিটি পুলিশ । তাই তারা বাধ্য হয়ে বিনা অনুমতিতে মিছিলের উদ্যোগ নেয় ।

howrah
হাওড়া
author img

By

Published : Jan 5, 2020, 7:02 PM IST

হাওড়া, 5 জানুয়ারি : CAA, NRC, NPR- এর সমর্থনে হাওড়ায় কয়েকটি অরাজনৈতিক সংগঠন আজ মিছিল করে । হাওড়ার বেতাইতলা মোড়, শান্তা সিং মোড় থেকে মিছিলের আয়োজন করা হয় । কিন্তু প্রতি জায়গাতেই মিছিল শুরু হওয়ার আগেই বাধা দেয় হাওড়া সিটি পুলিশ । মিছিল থেকে 100 জনকে আটক করা হয় ।

পুলিশের বক্তব্য, মিছিলের অনুমতি ছিল না । তাই মিছিল আটকানো হয় । অপরদিকে সংগঠকদের দাবি, তারা মিছিলের জন্য পুলিশের থেকে অনুমতি চেয়েছিল । কিন্তু তাদের অনুমতি দেয়নি হাওড়া সিটি পুলিশ । তাই তারা বাধ্য হয়ে বিনা অনুমতিতে মিছিলের উদ্যোগ নেয় ।

হাওড়া সিটি পুলিশের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠছে । অভিযোগ, ভারতের জাতীয় পতাকা নিয়ে মিছিল শুরু করার আগেই পুলিশ মিছিল আটকে দেয় । মিছিলে অংশগ্রহণকারীদের আটক করে । প্রতিটি এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় । মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বেতাইতলা ও শান্তা সিং এলাকায় ।

হাওড়া, 5 জানুয়ারি : CAA, NRC, NPR- এর সমর্থনে হাওড়ায় কয়েকটি অরাজনৈতিক সংগঠন আজ মিছিল করে । হাওড়ার বেতাইতলা মোড়, শান্তা সিং মোড় থেকে মিছিলের আয়োজন করা হয় । কিন্তু প্রতি জায়গাতেই মিছিল শুরু হওয়ার আগেই বাধা দেয় হাওড়া সিটি পুলিশ । মিছিল থেকে 100 জনকে আটক করা হয় ।

পুলিশের বক্তব্য, মিছিলের অনুমতি ছিল না । তাই মিছিল আটকানো হয় । অপরদিকে সংগঠকদের দাবি, তারা মিছিলের জন্য পুলিশের থেকে অনুমতি চেয়েছিল । কিন্তু তাদের অনুমতি দেয়নি হাওড়া সিটি পুলিশ । তাই তারা বাধ্য হয়ে বিনা অনুমতিতে মিছিলের উদ্যোগ নেয় ।

হাওড়া সিটি পুলিশের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠছে । অভিযোগ, ভারতের জাতীয় পতাকা নিয়ে মিছিল শুরু করার আগেই পুলিশ মিছিল আটকে দেয় । মিছিলে অংশগ্রহণকারীদের আটক করে । প্রতিটি এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় । মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বেতাইতলা ও শান্তা সিং এলাকায় ।

Intro:সি এ এ , এন আর সি ও এন পি আরের সমর্থনে হাওড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সংগঠিত করে কয়েকটি অরাজনৈতিক সংগঠন। হাওড়া শহরের বেতাইতলা মোড়, শান্তা সিং মোড় থেকেও মিছিল সংগঠিত হয়। প্রতিটা জায়গাতেই মিছিল শুরু হওয়ার আগেই সেই মিছিলকে বাধা দেয় হাওড়া সিটি পুলিশ। সব মিলিয়ে ১০০ জনকে আটক করেছে পুলিশ। মিছিলের জন্য বৈধ অনুমতি না থাকার জন্যই মিছিল আটকে পুলিশ বলে পুলিশ সূত্রের খবর। অপরদিকে সংগঠকদের দাবি তারা গত সপ্তাহের রবিবার মিছিলের জন্য পুলিশের থেকে অনুমতি চাইলেও তাদের অনুমতি দেয় নি হাওড়া সিটি পুলিশ। তাই তারা বাধ্য হয়ে বিনা অনুমতিতে মিছিল বের করে। হাওড়া সিটি পুলিশের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিজ্ঞ উঠছে। ভারতের জাতীয় পতাকা নিয়ে মিছিল শুরু করার পূর্বেই পুলিশ মিছিল আটকে দেয় ও মিছিলে অংশগ্রহণকারীদের কে আটক করে। প্রতিটি এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। মিছিলকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ছড়িয়েছে বেতাইতলা ও শান্তা সিং এলাকায়।Body:BConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.