ETV Bharat / state

অর্থাভাবে পথেই দাঁড়িয়ে 22 পরিযায়ী শ্রমিক, ত্রাতা পুলিশ - ঘরে ফেরাল পুলিশ

গত 20 মে তাঁরা মোটা টাকায় টিকিট কিনে তামিলনাড়ু থেকে কলকাতাগামী একটি বাসে ওঠেন । কিন্তু সেই বাস আজ সকালে ডোমজুড়ের অঙ্কুরহাটি মোড়ের কাছে 6 নম্বর জাতীয় সড়কে তাঁদের নামিয়ে দিয়ে চলে যায় । সেখান থেকে তীব্র রোদের মধ্যে ওই শ্রমিকরা চার কিলোমিটার হেঁটে ডোমজুড়ের সলপ মোড়ের কাছে পৌঁছান ।

police-arranged-for-22-migrant-workers-to-return-home-at-domjur
police-arranged-for-22-migrant-workers-to-return-home-at-domjur
author img

By

Published : May 22, 2021, 4:43 PM IST

ডোমজুড়, 22 মে : লকডাউনে ঘরে ফেরার পথে ফের পরিযায়ী শ্রমিকদের দুর্ভোগ চরমে । শনিবার সকালে ডোমজুড়ের সলপে 22 জন পরিযায়ী শ্রমিককে অসহায় ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । তারপর স্থানীয়দের ও পুলিশের উদ্যোগে একটি গাড়িতে তাঁদের মুর্শিদাবাদের মোরগ্রামের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হয় ।

গতবছর লকডাউন শিথিল হতেই রুটি-রুজির তাগিদে মুর্শিদাবাদের 22 জন রাজমিস্ত্রি তামিলনাড়ুতে পাড়ি দিয়েছিলেন । সেখানেই কাজ করছিলেন । কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সে রাজ্যেও লকডাউন হয় ৷ এতেই অস্বস্তিতে পড়েন এই পরিযায়ী শ্রমিকরা । একদিকে রোজগার বন্ধ, অন্যদিকে খাওয়ার খরচ যোগাতে নাজেহাল শ্রমিকরা শেষমেষ ঘরে ফেরার সিদ্ধান্ত নেন । গত 20 মে তাঁরা মোটা টাকায় টিকিট কিনে তামিলনাড়ু থেকে কলকাতাগামী একটি বাসে ওঠেন । কিন্তু সেই বাস আজ সকালে ডোমজুড়ের অঙ্কুরহাটি মোড়ের কাছে 6 নম্বর জাতীয় সড়কে তাঁদের নামিয়ে দিয়ে চলে যায় । সেখান থেকে তীব্র রোদের মধ্যে ওই শ্রমিকরা চার কিলোমিটার হেঁটে ডোমজুড়ের সলপ মোড়ের কাছে পৌঁছান । ততক্ষণে তাঁরা বিধ্বস্ত ৷ টাকা পয়সাও শেষ ৷ ফলে গাড়ি ভাড়া করা মুর্শিদাবাদের মোরগ্রামের ফেরার সামর্থও ছিল না ৷ নিরুপায় হয়ে দাঁড়িয়ে ছিলেন শ্রমিকরা ৷ স্থানীয় বাসিন্দারা তাঁদের জিজ্ঞাসা করে জানতে পারেন, শ্রমিকদের পকেটে বাড়ি ফেরার টাকা নেই । তাঁরা কীভাবে বাড়ি ফিরবেন বুঝে উঠতে পারছেন না ।

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাল পুলিশ ৷

এর পর স্থানীয়রাই তাঁদের জন্য খাবার ও পানীয় জলের বন্দোবস্ত করেন । খবর যায় কোনা ট্রাফিক গার্ডের অফিসে । শেষ অবধি পুলিশের সহযোগিতায় বাড়ি ফেরার ব্যবস্থা হয় শ্রমিকদের ৷

ডোমজুড়, 22 মে : লকডাউনে ঘরে ফেরার পথে ফের পরিযায়ী শ্রমিকদের দুর্ভোগ চরমে । শনিবার সকালে ডোমজুড়ের সলপে 22 জন পরিযায়ী শ্রমিককে অসহায় ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । তারপর স্থানীয়দের ও পুলিশের উদ্যোগে একটি গাড়িতে তাঁদের মুর্শিদাবাদের মোরগ্রামের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হয় ।

গতবছর লকডাউন শিথিল হতেই রুটি-রুজির তাগিদে মুর্শিদাবাদের 22 জন রাজমিস্ত্রি তামিলনাড়ুতে পাড়ি দিয়েছিলেন । সেখানেই কাজ করছিলেন । কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সে রাজ্যেও লকডাউন হয় ৷ এতেই অস্বস্তিতে পড়েন এই পরিযায়ী শ্রমিকরা । একদিকে রোজগার বন্ধ, অন্যদিকে খাওয়ার খরচ যোগাতে নাজেহাল শ্রমিকরা শেষমেষ ঘরে ফেরার সিদ্ধান্ত নেন । গত 20 মে তাঁরা মোটা টাকায় টিকিট কিনে তামিলনাড়ু থেকে কলকাতাগামী একটি বাসে ওঠেন । কিন্তু সেই বাস আজ সকালে ডোমজুড়ের অঙ্কুরহাটি মোড়ের কাছে 6 নম্বর জাতীয় সড়কে তাঁদের নামিয়ে দিয়ে চলে যায় । সেখান থেকে তীব্র রোদের মধ্যে ওই শ্রমিকরা চার কিলোমিটার হেঁটে ডোমজুড়ের সলপ মোড়ের কাছে পৌঁছান । ততক্ষণে তাঁরা বিধ্বস্ত ৷ টাকা পয়সাও শেষ ৷ ফলে গাড়ি ভাড়া করা মুর্শিদাবাদের মোরগ্রামের ফেরার সামর্থও ছিল না ৷ নিরুপায় হয়ে দাঁড়িয়ে ছিলেন শ্রমিকরা ৷ স্থানীয় বাসিন্দারা তাঁদের জিজ্ঞাসা করে জানতে পারেন, শ্রমিকদের পকেটে বাড়ি ফেরার টাকা নেই । তাঁরা কীভাবে বাড়ি ফিরবেন বুঝে উঠতে পারছেন না ।

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাল পুলিশ ৷

এর পর স্থানীয়রাই তাঁদের জন্য খাবার ও পানীয় জলের বন্দোবস্ত করেন । খবর যায় কোনা ট্রাফিক গার্ডের অফিসে । শেষ অবধি পুলিশের সহযোগিতায় বাড়ি ফেরার ব্যবস্থা হয় শ্রমিকদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.