ETV Bharat / state

স্টাফ স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে গন্ডগোল, বিক্ষোভ হাওড়া স্টেশনে

লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালুর দাবিতে যাত্রী বিক্ষোভ হাওড়া স্টেশনে ৷ ঘটনাস্থানে রয়েছেন রেলপুলিশ ও GRP-র কর্তারা ।

ছবি
ছবি
author img

By

Published : Oct 31, 2020, 6:36 PM IST

Updated : Oct 31, 2020, 7:30 PM IST

হাওড়া, 31 অক্টোবর : ফের স্টাফ স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে যাত্রী বিক্ষোভের জেরে ধুন্ধুমার হাওড়া স্টেশন । আজ সন্ধেয় স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ক্যাব রোডে একদল যাত্রী জোর করে স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে চায় । তখনই তাদের বাধা দেয় কর্তব্যরত রেলপুলিশ । এর জেরে শুরু হয় দু'পক্ষের মধ্যে বচসা বাধে । শুরু হয় ধাক্কাধাক্কি । সেই সময়ই রেলপুলিশের তরফে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ ওঠে ।

এর পাশাপাশি বিক্ষোভরত যাত্রীদের দাবি, তারা প্রত্যেকেই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত । বিভিন্ন জেলা থেকে নিত্যদিন তাদের কলকাতার বিভিন্ন হাসপাতালে ডিউটি করার জন্য যেতে হয় । দীর্ঘদিন ধরে রেল পরিষেবা বন্ধ থাকার কারণে তাদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । আজ তারা রেলের তরফে যে স্টাফ ট্রেন চালানো হয় তাতে ওঠার দাবি জানান । সেই সময়েই তাদের ওপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ । নিরাপত্তার স্বার্থে বাড়ানো হয় RPF ও GRP-র সংখ্যা ।

লোকাল ট্রেন চালুর দাবিতে হাওড়া স্টেশনে বিক্ষোভ

অন্যদিকে, ঘটনা প্রসঙ্গে হাওড়া ডিভিশনের DRM ঈশাক খান ETV ভারতকে জানিয়েছেন, পুলিশের তরফে লাঠিচার্জ করা হয়নি । মাইকিং এর মাধ্যমে বিক্ষোভরত যাত্রীদের বোঝানোর চেষ্টা চালাচ্ছে রেল । তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই দু'বার নবান্নকে রেলের তরফে চিঠি দেওয়া হয়েছে লোকাল ট্রেন চালানোর জন্য । কিন্তু নবান্ন তরফে কোনও জবাব না মেলায় এখনও পর্যন্ত লোকাল ট্রেন চালানো সম্ভব হচ্ছে না । রাজ্য সরকারের অনুমতি ছাড়া যেহেতু লোকাল ট্রেন চালানো সম্ভব নয় তাই বাধ্য হয়েই রেল পরিষেবা বন্ধ রাখতে হয়েছে ।

এর আগেও লোকাল ট্রেন চালানো নিয়ে কম জলঘোলা হয়নি ৷ বারাসত, পান্ডুয়ায় একাধিকবার যাত্রী বিক্ষোভ হয়েছে ৷ বিক্ষোভ দেখিয়েছেন হকারও ৷ লকডাউনে তাঁদের রুজি-রুটিতে টান পড়েছিল ৷ ট্রেন চালু হলে জীবিকা রোজগারের পথ কিছুটা হলেও মসৃণ হয় ৷ তাই প্রত্যেকেই চাইছে ট্রেন পরিষেবা চালু হোক ৷

হাওড়া, 31 অক্টোবর : ফের স্টাফ স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে যাত্রী বিক্ষোভের জেরে ধুন্ধুমার হাওড়া স্টেশন । আজ সন্ধেয় স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ক্যাব রোডে একদল যাত্রী জোর করে স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে চায় । তখনই তাদের বাধা দেয় কর্তব্যরত রেলপুলিশ । এর জেরে শুরু হয় দু'পক্ষের মধ্যে বচসা বাধে । শুরু হয় ধাক্কাধাক্কি । সেই সময়ই রেলপুলিশের তরফে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ ওঠে ।

এর পাশাপাশি বিক্ষোভরত যাত্রীদের দাবি, তারা প্রত্যেকেই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত । বিভিন্ন জেলা থেকে নিত্যদিন তাদের কলকাতার বিভিন্ন হাসপাতালে ডিউটি করার জন্য যেতে হয় । দীর্ঘদিন ধরে রেল পরিষেবা বন্ধ থাকার কারণে তাদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । আজ তারা রেলের তরফে যে স্টাফ ট্রেন চালানো হয় তাতে ওঠার দাবি জানান । সেই সময়েই তাদের ওপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ । নিরাপত্তার স্বার্থে বাড়ানো হয় RPF ও GRP-র সংখ্যা ।

লোকাল ট্রেন চালুর দাবিতে হাওড়া স্টেশনে বিক্ষোভ

অন্যদিকে, ঘটনা প্রসঙ্গে হাওড়া ডিভিশনের DRM ঈশাক খান ETV ভারতকে জানিয়েছেন, পুলিশের তরফে লাঠিচার্জ করা হয়নি । মাইকিং এর মাধ্যমে বিক্ষোভরত যাত্রীদের বোঝানোর চেষ্টা চালাচ্ছে রেল । তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই দু'বার নবান্নকে রেলের তরফে চিঠি দেওয়া হয়েছে লোকাল ট্রেন চালানোর জন্য । কিন্তু নবান্ন তরফে কোনও জবাব না মেলায় এখনও পর্যন্ত লোকাল ট্রেন চালানো সম্ভব হচ্ছে না । রাজ্য সরকারের অনুমতি ছাড়া যেহেতু লোকাল ট্রেন চালানো সম্ভব নয় তাই বাধ্য হয়েই রেল পরিষেবা বন্ধ রাখতে হয়েছে ।

এর আগেও লোকাল ট্রেন চালানো নিয়ে কম জলঘোলা হয়নি ৷ বারাসত, পান্ডুয়ায় একাধিকবার যাত্রী বিক্ষোভ হয়েছে ৷ বিক্ষোভ দেখিয়েছেন হকারও ৷ লকডাউনে তাঁদের রুজি-রুটিতে টান পড়েছিল ৷ ট্রেন চালু হলে জীবিকা রোজগারের পথ কিছুটা হলেও মসৃণ হয় ৷ তাই প্রত্যেকেই চাইছে ট্রেন পরিষেবা চালু হোক ৷

Last Updated : Oct 31, 2020, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.