সালকিয়া, 30 মে : সালকিয়ার বামুনগাছি 'সি' রোডে পরিত্যক্ত রেল কোয়ার্টারের একাংশ ভেঙে পড়ে বিপত্তি তৈরি হল । ঘটনায় অবশ্য জখম বা হতাহতের কোনও খবর নেই । তবে এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন ৷ শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ কোয়ার্টারটির ছাদে থাকা জলের ট্যাঙ্কি সমেত একাংশ ভেঙে পড়ে ৷ রাস্তার বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ৷ ছেঁড়া তার পড়ে থাকে রাস্তার উপরই ৷ পূর্ব রেলে তরফ থেকে জানানো হয়েছে কোয়ার্টারটি শীঘ্রই ভেঙে ফেলা হবে ।
গতকাল রাত এগারোটা নাগাদ বামুনগাছি রেল কোয়ার্টারে চারতলার উপরে থাকা একটি জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । বিদ্যুতের ওভারহেড তার-সহ একটি বিদ্যুতের খুঁটি ভেঙে নিয়ে মাটিতে আছড়ে পড়ে চাঙড় । স্থানীয় বাসিন্দারা লিলুয়া থানায় খবর দেন । ঘটনাস্থলে আসে পুলিশ । পরে ঘটনাস্থলে আসে পশ্চিমবঙ্গ স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কর্মী ও রেলের আধিকারিকরা । বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় । বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় ৷
ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে । তাঁদের অভিযোগ, গত 10 বছরের বেশি সময় ধরে ওই কোয়ার্টারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে । বিপজ্জনক ওই বাড়ি থেকে যেকোন মুহূর্তে ফের বিপদ ঘটতে পারে । রেল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও বাড়িটি ভাঙার কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, সব পরিত্যক্ত বাড়িগুলোকেই ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে । কোভিডের কারণে নির্মাণ শিল্পের ওপর বিধি-নিষেধ থাকায় এখনও ভাঙা হয়নি । খুব শীঘ্রই ওই বাড়িটি ভেঙে ফেলা হবে ৷
আরও পড়ুন : অপহরণের তদন্তে নেমে খুনের কিনারা পুলিশের, গ্রেফতার অপহরণকারী ও অপহৃত