কলকাতা, 20 মে: করোনা অতিমারিতে সাধারণ মানুষকে পরিষেবা দিতে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মধ্য হাওড়ার বিজয় নন্দ পার্কে খোলা হল অক্সিজেন পার্লার । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় ।
এই অক্সিজেন পার্লারে শয্যার ব্যবস্থা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে । জেলা স্বাস্থ্য দফতরে আধিকারিকদের সাহায্যে এখানে থাকবেন ডাক্তার ও নার্স । কোনও কারণে সাধারণ মানুষের অক্সিজেনের সমস্যা হলে হাসপাতালে যাওয়ার আগে তাঁরা এখানে এসে প্রাথমিক চিকিৎসা করাতে পারেন । এলাকায় এ ধরনের পার্লার হওয়াতে খুশি স্থানীয়রা ।
এই প্রসঙ্গে মন্ত্রী জানান, হাওড়া স্বাস্থ্য আধিকারিকের অনুমতি নিয়ে এই পার্লার চালু করা হল । এখানে দশটি বেড থাকবে । যার মধ্যে আটটিতে ইতিমধ্যেই অক্সিজেন চালু করে দেওয়া হয়েছে । পাশাপাশি তিনি জানান, হাওড়া শহরে দুটি সেফ হোম ইতিমধ্যেই চালু হয়েছে । অনেক আবেদন স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা পড়েছে । সেগুলি পরীক্ষা করে অনুমতি দেওয়া হবে ।
আরও পড়ুন: সংক্রমণ কমলেই হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা : ব্রাত্য বসু
হাওড়া শহরে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে কোভিডের বিরুদ্ধে লড়াইতে । বিশেষ করে যুব সমাজ যেভাবে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছে তাকে কুর্নিশ জানিয়েছেন এলাকার মানুষজন ।