ETV Bharat / state

ফের অঙ্গদান শহরে, হৃদযন্ত্র বসবে কিশোরের শরীরে - ব্রেন ডেথ

বছর 21’র যুবকের ব্রেন ডেথের পর, তাঁর হৃদয় বসানো হবে বছর 13’র এক কিশোরের শরীরে ৷ বিরল এই অস্ত্রোপচারটি হবে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ৷ আজ গ্রিন করিডর করে কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে ওই হৃদযন্ত্রটি হাওড়ার হাসপাতালে পাঠানো হয়েছে ৷

Heart transplant of a teenager at a private hospital in Howrah
হাওড়ার বেসরকারি হাসাপাতালে কিশোরের শরীরে হৃদযন্ত্র প্রতিস্থাপন
author img

By

Published : Mar 2, 2021, 7:56 PM IST

হাওড়া, 2 মার্চ : আরও একটি অঙ্গ প্রতিস্থাপনের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা ৷ আর এবার আরও জটিল অঙ্গ প্রতিস্থাপন ৷ কারণ 13 বছরের এক কিশোরের শরীরে প্রতিস্থাপন করা হবে হৃদযন্ত্র ৷ গতকাল বছর 21-র এক যুবকের কলকাতার বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ হয় ৷ তাঁর মৃত্যুর পর পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেন ৷ এর পরেই তড়িঘড়ি 18 কিলোমিটারের গ্রিন করিডর তৈরি করে কলকাতা থেকে হাওড়ার এক বেসরকারি হাসাপাতালে সেই হৃদযন্ত্র নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন : ব্রেন ডেথে অঙ্গদানের সিদ্ধান্ত, কলকাতা থেকে ফুসফুস যাচ্ছে হায়দরাবাদে

পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ওই যুবকের গতকাল রাতে ব্রেন ডেথ হয় ৷ তাঁর পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নিলে, তড়িঘড়ি সরকারি তালিকা অনুযায়ী হাওড়ার ওই বেসরকারি হাসপাতালে নথিভুক্ত করা ওড়িশার এক কিশোরের শরীরে হৃদযন্ত্র প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ রাতেই ওড়িশায় ওই কিশোরের পরিবারকে ফোন করে খবর দেওয়া হয়েছে ৷ তারা দ্রুত ওই কিশোরকে নিয়ে আজ সকালে হাওড়া চলে এসেছেন ৷

অন্যদিকে, আজ বিকেল 4টে 16 মিনিটে কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে হাওড়ার বেসরকারি হাসপাতালে গ্রিন করিডর করে হৃদযন্ত্র পৌঁছে দেওয়া হয়েছে ৷

হাওড়া, 2 মার্চ : আরও একটি অঙ্গ প্রতিস্থাপনের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা ৷ আর এবার আরও জটিল অঙ্গ প্রতিস্থাপন ৷ কারণ 13 বছরের এক কিশোরের শরীরে প্রতিস্থাপন করা হবে হৃদযন্ত্র ৷ গতকাল বছর 21-র এক যুবকের কলকাতার বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ হয় ৷ তাঁর মৃত্যুর পর পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেন ৷ এর পরেই তড়িঘড়ি 18 কিলোমিটারের গ্রিন করিডর তৈরি করে কলকাতা থেকে হাওড়ার এক বেসরকারি হাসাপাতালে সেই হৃদযন্ত্র নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন : ব্রেন ডেথে অঙ্গদানের সিদ্ধান্ত, কলকাতা থেকে ফুসফুস যাচ্ছে হায়দরাবাদে

পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ওই যুবকের গতকাল রাতে ব্রেন ডেথ হয় ৷ তাঁর পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নিলে, তড়িঘড়ি সরকারি তালিকা অনুযায়ী হাওড়ার ওই বেসরকারি হাসপাতালে নথিভুক্ত করা ওড়িশার এক কিশোরের শরীরে হৃদযন্ত্র প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ রাতেই ওড়িশায় ওই কিশোরের পরিবারকে ফোন করে খবর দেওয়া হয়েছে ৷ তারা দ্রুত ওই কিশোরকে নিয়ে আজ সকালে হাওড়া চলে এসেছেন ৷

অন্যদিকে, আজ বিকেল 4টে 16 মিনিটে কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে হাওড়ার বেসরকারি হাসপাতালে গ্রিন করিডর করে হৃদযন্ত্র পৌঁছে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.