ETV Bharat / state

ডোমজুড়ে যুবতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশকে ঘিরে বিক্ষোভ

author img

By

Published : Mar 9, 2020, 10:27 PM IST

যুবতির অস্বাভাবিক মৃত্যু । খুনের অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ যুবতির বাড়ির লোকজনের । যোগ দেয় স্থানীয়রাও । পরিস্থিতি সামলাতে নামাতে হয় RAF ।

police
ডোমজুড়ে যুবতির অস্বাভাবিক মৃত্যু

ডোমজুড়, 9 মার্চ : হাওড়ার জোমজুড়ে যুবতির অস্বাভাবিক মৃত্যু । যা ঘিরে রীতিমতো সংঘর্ষ বাধে দুই শিবিরে । পরে RAF নামিয়ে পরিস্থিতি সামলায় পুলিশ । ঘটনাটি হাওড়ার ডোমজুড়ের নিবড়া লস্কর পাড়ার । রেশমা বেগম (22) নামে ওই যুবতি আত্মহত্যা করেছেন বলে তাঁর শওহরের পরিবার দাবি ৷ তবে খুনের অভিযোগ তুলেছে যুবতির পরিবার ।

বছর দেড়েক আগে লস্কর পাড়ার ইমরান মল্লিকের সঙ্গে নিকাহ হয় রেশমার । তারপর থেকেই বিভিন্ন সময়ে সমস্যা হত তাঁদের মধ্যে । আজ সকালে হঠাৎই রেশমার শওহরের বাড়ির তরফে তাঁর মায়ের বাড়িতে ফোন করে জানানো হয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সে । এরপর তার বাড়ির লোকজন লস্কর পাড়ায় আসে এবং পুলিশে খবর দেয় । ঘটনাস্থানে আসে ডোমজুড় থানার পুলিশ । পুলিশকে দেখে ক্ষোভে ফেটে পড়ে জনতা । ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে তারা । পরিস্থিতি মোকাবিলায় নামাতে হয় RAF । পরে পুলিশ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য ।

মৃতার পরিবারের লোকজনের অভিযোগ, খুন করা হয়েছে রেশমাকে । শওহরের বাড়ির লোকজনই তাঁকে খুন করেছে বলে অভিযোগ তোলে । তাদের দাবি, তারা এসে রেশমার দেহটি গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখেনি । যদিও, ঘটনায় ডোমজুড় থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । আটক করা হয়েছে রেশমার শাশুড়ি ও ননদকে । তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে করা হবে তদন্ত ।

ডোমজুড়, 9 মার্চ : হাওড়ার জোমজুড়ে যুবতির অস্বাভাবিক মৃত্যু । যা ঘিরে রীতিমতো সংঘর্ষ বাধে দুই শিবিরে । পরে RAF নামিয়ে পরিস্থিতি সামলায় পুলিশ । ঘটনাটি হাওড়ার ডোমজুড়ের নিবড়া লস্কর পাড়ার । রেশমা বেগম (22) নামে ওই যুবতি আত্মহত্যা করেছেন বলে তাঁর শওহরের পরিবার দাবি ৷ তবে খুনের অভিযোগ তুলেছে যুবতির পরিবার ।

বছর দেড়েক আগে লস্কর পাড়ার ইমরান মল্লিকের সঙ্গে নিকাহ হয় রেশমার । তারপর থেকেই বিভিন্ন সময়ে সমস্যা হত তাঁদের মধ্যে । আজ সকালে হঠাৎই রেশমার শওহরের বাড়ির তরফে তাঁর মায়ের বাড়িতে ফোন করে জানানো হয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সে । এরপর তার বাড়ির লোকজন লস্কর পাড়ায় আসে এবং পুলিশে খবর দেয় । ঘটনাস্থানে আসে ডোমজুড় থানার পুলিশ । পুলিশকে দেখে ক্ষোভে ফেটে পড়ে জনতা । ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে তারা । পরিস্থিতি মোকাবিলায় নামাতে হয় RAF । পরে পুলিশ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য ।

মৃতার পরিবারের লোকজনের অভিযোগ, খুন করা হয়েছে রেশমাকে । শওহরের বাড়ির লোকজনই তাঁকে খুন করেছে বলে অভিযোগ তোলে । তাদের দাবি, তারা এসে রেশমার দেহটি গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখেনি । যদিও, ঘটনায় ডোমজুড় থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । আটক করা হয়েছে রেশমার শাশুড়ি ও ননদকে । তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে করা হবে তদন্ত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.