ETV Bharat / state

কোভিড হাসপাতালে যত্রতত্র নোংরা আবর্জনা, প্রতিবাদ বিক্ষোভ 100 জন নার্সের - bhabani das

করোনা পরিস্থিতিতে জেরবার রাজ্যবাসী ৷ কোনও হাসপাতালে বেড নেই কোথাও আবার বেডের অভাব ৷ এই পরিস্থিতিতে বালটিকুরি ইএসআই কোভিড হাসপাতালে যত্রতত্র নোংরা আবর্জনা পড়ে ৷ সে কারণে সংশ্লিষ্ট হাসপাতালের 100 জন নার্স মিলে প্রতিবাদ বিক্ষোভ করলেন হাসপাতালের সামনে ৷

প্রতিবাদ বিক্ষোভ 100 জন নার্সের
প্রতিবাদ বিক্ষোভ 100 জন নার্সের
author img

By

Published : May 7, 2021, 2:21 PM IST

বালটিকুরি, 7 মে : যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পিপিই কিট, মাস্ক, গ্লাভস এবং অন্যান্য সরঞ্জাম। কিন্তু কোনও হুঁশ নেই হাসপাতাল কতৃপক্ষের ৷ করোনাকালে যখন পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হচ্ছে , তখন একটি কোভিড হাসপাতালের এই অবস্থা অত্যন্ত হতাশাজনক ৷ এর প্রতিপ্রেক্ষিতে হাসপাতালের 100 জন নার্স মিলে প্রতিবাদ বিক্ষোভ করলেন ৷

বালটিকুরি ইএসআই কোভিড হাসপাতালের ঘটনা ৷ শ'য়ে শ'য়ে করোনা রোগী ভর্তি হাসপাতালটিতে ৷ সেই হাসপাতালটিরই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন কোভিড সংক্রান্ত সরঞ্জাম ৷ ফলে রোগীরা যেমন একদিকে অসুস্থ হয়ে পড়ছেন তেমনই হাসপাতাল চত্বর নোংরা আবর্জনায় ভরে থাকায় উষ্মা প্রকাশ করছেন রোগীর আত্মীয়রা ৷ শুধু তাই নয় , হাসপাতালটির টয়লেটিও অপরিষ্কার ৷ এমনকি জলও নেই সেখানে ৷ সব মিলিয়ে রোগীদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নার্সরা ৷

বারবার হাসপাতাল কতৃপক্ষ ও জেলা প্রশাসনকে জানিয়েও কোনও সাড়া মেলেনি ৷ অন্যদিকে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস জানিয়েছেন , "আমাকে কেউ এ ব্যাপারে কিছু জানায়নি। আমি নিজে থেকে খবর নিয়ে ব্যবস্থা করব ৷ "

আরও পড়ুন : কোভিড-আক্রান্ত কেউই অচ্ছুৎ নন : গৌতম

বালটিকুরি, 7 মে : যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পিপিই কিট, মাস্ক, গ্লাভস এবং অন্যান্য সরঞ্জাম। কিন্তু কোনও হুঁশ নেই হাসপাতাল কতৃপক্ষের ৷ করোনাকালে যখন পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হচ্ছে , তখন একটি কোভিড হাসপাতালের এই অবস্থা অত্যন্ত হতাশাজনক ৷ এর প্রতিপ্রেক্ষিতে হাসপাতালের 100 জন নার্স মিলে প্রতিবাদ বিক্ষোভ করলেন ৷

বালটিকুরি ইএসআই কোভিড হাসপাতালের ঘটনা ৷ শ'য়ে শ'য়ে করোনা রোগী ভর্তি হাসপাতালটিতে ৷ সেই হাসপাতালটিরই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন কোভিড সংক্রান্ত সরঞ্জাম ৷ ফলে রোগীরা যেমন একদিকে অসুস্থ হয়ে পড়ছেন তেমনই হাসপাতাল চত্বর নোংরা আবর্জনায় ভরে থাকায় উষ্মা প্রকাশ করছেন রোগীর আত্মীয়রা ৷ শুধু তাই নয় , হাসপাতালটির টয়লেটিও অপরিষ্কার ৷ এমনকি জলও নেই সেখানে ৷ সব মিলিয়ে রোগীদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নার্সরা ৷

বারবার হাসপাতাল কতৃপক্ষ ও জেলা প্রশাসনকে জানিয়েও কোনও সাড়া মেলেনি ৷ অন্যদিকে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস জানিয়েছেন , "আমাকে কেউ এ ব্যাপারে কিছু জানায়নি। আমি নিজে থেকে খবর নিয়ে ব্যবস্থা করব ৷ "

আরও পড়ুন : কোভিড-আক্রান্ত কেউই অচ্ছুৎ নন : গৌতম

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.