উলুবেড়িয়া, (হাওড়া) 27 অক্টোবর : বেশি বিরক্ত করলে রোগীকে ভুল ইনজেকশন দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ কর্তব্যরত নার্সের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ৷ যে ঘটনাকে কেন্দ্র করে ওয়ার্ডের মধ্যেই দু’তরফের মধ্যে ব্যাপক বচসা হয় ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ঘটনাস্থলে যেতে হয় ৷ জানা গিয়েছে, গতকাল দুপুরে রাজাপুর থানার খলিসানি এলাকার বাসিন্দা এক নাবালিকা অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ৷ পরিবারের সদস্যরা তাকে উলুবেড়িয়া মহকুমা হাসাপাতালে নিয়ে গেলে, আশঙ্কাজনক থাকায় চিকিৎসা শুরু করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷
রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসা চলাকালীন অক্সিজেন শেষ হয়ে যায় ৷ এই অবস্থায় রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ অভিযোগ বিষয়টি নার্স এবং চিকিৎসকদের জানালে, তাঁরা কর্ণপাত করেননি ৷ এর পরেই পরিবারের লোকজন চিৎকার করতে শুরু করে ৷ অভিযোগ তখনই, সেখানে কর্তব্যরত নার্স রোগীকে ভুল ইনজেকশন দেওয়ার হুমকি দেন ৷ আর তার পরেই দু’তরফে তুমুল বচসা শুরু হয় ওয়ার্ডের মধ্যেই ৷
আরও পড়ুন : Gariahat double Murder : গড়িয়াহাট জোড়া খুনে ভিকি’র সঙ্গী বড় কোনও অপরাধী ! সন্দেহ গোয়েন্দাদের
যদিও, একটি ভিডিয়োতে নার্সকে বলতে শোনা গিয়েছে, তিনি এমন কথা বলেননি ৷ তাঁর দাবি, চিৎকার করলে কাজের সমস্যা হবে ৷ এতে রোগীকে ভুল ইনজেকশন দেওয়া হতে পারে ৷ আর রোগীর পরিবার সেই কথার অন্য মানে করেছেন ৷ পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয় ৷ পুলিশ হাসপাতদালে গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷ যদিও, হাসপাতালের সুপার সুদীপ্ত রঞ্জন কাড়ার জানিয়েছেন, একজন নার্স এমন কথা বলতে পারেন, তিনি তা বিশ্বাস করেন না ৷ তবুও, রোগীর পরিবার অভিযোগ করলে, বিষয়টির তদন্ত করা হবে ৷