ETV Bharat / state

হাওড়ায় বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা

author img

By

Published : Jul 13, 2020, 9:25 PM IST

হাওড়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়ছে । ইতিমধ্যে প্রশাসনের তরফে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বাড়ানো হয়েছে । 86টি এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

Containment zones in howrah
Containment zones in howrah

হাওড়া, 13 জুলাই : হাওড়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়ছে । পরিযায়ীরা শ্রমিক ফেরার পর হাওড়া গ্রামীণেও বাড়ছে আক্রান্তের সংখ্যা । এদিকে লকডাউনের বিধিনিষেধ না মানার প্রবণতা বেড়েই চলেছে শহরজুড়ে । ফলে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়েছে সেখানে ।

হাওড়া পৌরনিগমের ডেপুটি কমিশনার(2) সহ 12 জন কর্মী কোরোনা আক্রান্ত । এরপরই পৌরনিগম বন্ধ করে দেওয়া হয় । শুধু স্বাস্থ্য ও জঞ্জাল বিভাগ ছাড়া বাকি সবটাই বন্ধ রাখা হয়েছে । হাওড়া পৌরনিগমের সামনের রাস্তা, DM বাংলো সহ এখন কনটেনমেন্ট জ়োনের আওতায় আনা হয়েছে ।

এই অবস্থায় সচেতনতা বাড়াতে কনটেনমেন্ট জ়োনে প্রচারই একমাত্র হাতিয়ার প্রশাসনের কাছে । তাই আক্রান্তের সংখ্যা ও জায়গার বিচারে এক লাফে অনেকটাই বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা । কয়েকদিন আগেও এই সংখ্যাটা ছিল 56টি । 86টি জায়গাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে ।

লকডাউনের মাঝে হাওড়ায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা প্রায় 70টি ছিল । পরিযায়ী শ্রমিক রাজ্যে ফেরার পর থেকেই ক্রমে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । ব্যতিক্রম নয় হাওড়াও ।

শেষ 24 ঘণ্টা থেকে হাওড়ায় আক্রান্ত হয়েছে 127 জন । সবমিলিয়ে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা 3952 । মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 129 ।

হাওড়া, 13 জুলাই : হাওড়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়ছে । পরিযায়ীরা শ্রমিক ফেরার পর হাওড়া গ্রামীণেও বাড়ছে আক্রান্তের সংখ্যা । এদিকে লকডাউনের বিধিনিষেধ না মানার প্রবণতা বেড়েই চলেছে শহরজুড়ে । ফলে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়েছে সেখানে ।

হাওড়া পৌরনিগমের ডেপুটি কমিশনার(2) সহ 12 জন কর্মী কোরোনা আক্রান্ত । এরপরই পৌরনিগম বন্ধ করে দেওয়া হয় । শুধু স্বাস্থ্য ও জঞ্জাল বিভাগ ছাড়া বাকি সবটাই বন্ধ রাখা হয়েছে । হাওড়া পৌরনিগমের সামনের রাস্তা, DM বাংলো সহ এখন কনটেনমেন্ট জ়োনের আওতায় আনা হয়েছে ।

এই অবস্থায় সচেতনতা বাড়াতে কনটেনমেন্ট জ়োনে প্রচারই একমাত্র হাতিয়ার প্রশাসনের কাছে । তাই আক্রান্তের সংখ্যা ও জায়গার বিচারে এক লাফে অনেকটাই বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা । কয়েকদিন আগেও এই সংখ্যাটা ছিল 56টি । 86টি জায়গাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে ।

লকডাউনের মাঝে হাওড়ায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা প্রায় 70টি ছিল । পরিযায়ী শ্রমিক রাজ্যে ফেরার পর থেকেই ক্রমে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । ব্যতিক্রম নয় হাওড়াও ।

শেষ 24 ঘণ্টা থেকে হাওড়ায় আক্রান্ত হয়েছে 127 জন । সবমিলিয়ে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা 3952 । মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 129 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.