হাওড়া, 28 অগাস্ট : হাওড়া আদালতে চালু হল নতুন POCSO কোর্টরুম । আজ সকালে কোর্টরুমের ভার্চুয়ালি উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাধাকৃষ্ণন ।
শিশুদের যৌন নিগ্রহের বিচার করার জন্য 2015 সালে হাওড়া আদালতে একটি পৃথক POCSO -এর নির্মাণকাজ শুরু হয় । এই আদালত নির্মাণে 35 লাখ টাকা বরাদ্দ করা হয় । এই কোর্ট রুমের বিশেষত্ব হল, শিশুরা সরাসরি অভিযুক্তের মুখোমুখি হবে না। কোর্টরুমের ভিতরে বিচারকের বসার জায়গার সামনেই থাকবে একটি এলইডি স্ক্রিন । পাশে থাকবে অভিযুক্তের ঘর । সেইখানে নিগৃহীত শিশু ক্যামেরার ব্যবহারে সরাসরি দেখতে পাবে অভিযুক্তকে । শিশুদের জন্য থাকবে আলাদা প্লে রুম । শিশুটির মনোরঞ্জনের জন্য রাখা থাকবে বিভিন্ন ধরনের খেলনা । দেওয়ালজুড়ে আছে নানান জনপ্রিয় কার্টুন চরিত্র । যা নিগৃহীত শিশুটির কাছে আরামদায়ক হতে পারে । পাশাপাশি শিশুটির সঙ্গে তার বাবার ও মা থাকতে পারবে। কোর্টরুমের ভিতর শিশুটির সঙ্গে বিচারকের আলাদাভাবে কথা বলার জন্য ভিন্ন একটি রুম একইভাবে সাজানো থাকবে ।
হাওড়া জেলা আদালতের বিচারক শম্পা দত্ত পাল বলেন, এই আদালতকক্ষে শিশুদের মনোরঞ্জনের জন্য যাবতীয় ব্যবস্থা থাকছে । প্রতি বছরে গড়ে 100-র বেশি POCSO সংক্রান্ত মামলা হাওড়া আদালতে বিচার হয় । এরকমই এখনও প্রায় 450 মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে । মামলার শুনানির সুবিধার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।
হাওড়া ক্রিমিনাল বার লাইব্রেরির সভাপতি সমীর বসু রায়চৌধুরি বলেন, "সরাসরি অভিযুক্তকে না দেখতে পাওয়ার ফলে নিগৃহীত শিশুটি তার মনের কথা নির্ভয়ে বলতে পারবে । এতে বিচার প্রক্রিয়ার সুবিধা হবে ।" হাওড়া ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভাশিস চক্রবর্তী জানান, POCSO আইনের ক্ষেত্রে নিগৃহীত শিশু মানসিকভাবে বিপর্যস্ত থাকে । সেই কারণেই কোর্টরুমের মধ্যে ভার্চুয়াল সাক্ষ্যদানের ব্যবস্থা করা হয়েছে । এই ধরনের কোর্টরুমে শিশুরা স্বস্তি বোধ করবে ।