ETV Bharat / state

হাওড়ায় উদ্ধার সদ্যোজাত, তদন্তে পুলিশ - newborn rescue

হাওড়ার সাঁকরাইলে রাস্তার ধার থেকে উদ্ধার হল সদ্যোজাত এক শিশুকন্যা ৷ কে বা কারা ওই স্থানে ওই শিশুকে ফেলে গেল তা খতিয়ে দেখছে সাঁকরাইল থানার পুলিশ ৷

উদ্ধার হওয়া সদ্যোজাত
author img

By

Published : Oct 14, 2019, 10:22 PM IST

কলকাতা, 14 অক্টোবর : আর পাঁচটা দিনের মতো আজও প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন মনিরা মল্লিক ৷ তখন প্রায় ভোর 5টা ৷ শান্ত সকাল ৷ রাস্তায় লোকজনের আনাগোনা তখনও শুরু হয়নি ৷ ঠিক এমনই সময়ে একটা গোঙানির আওয়াজে চমকে মনিরাদেবী ৷ যা দেখলেন তা সত্যিই চমকে ওঠার মতো ৷ একটা সাদা থলের মধ্যে কাঁদছে এক সদ্যোজাত শিশুকন্যা ৷

ঘটনাটি হাওড়ার সাঁকরাইলের হওয়াপোতা গ্রামের ৷ রাস্তার ধার থেকে আজ ভোরবেলা সদ্যোজাত ওই শিশুকন্যাকে উদ্ধার করেন মনিরা মল্লিক । প্রথমে তিনি ওই শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান । এরপর তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাজি HT মল্লিক স্বাস্থ্যকেন্দ্রে । স্বাস্থ্যকেন্দ্রের এক আধিকারিক জানান, শিশুটির অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ বয়স আনুমানিক 8 মাস ৷ ওজন স্বাভাবিকের থেকে কিছুটা কম হলেও সেটি দুশ্চিন্তার নয় ৷ ঘটনার খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসে সাঁকরাইল থানার পুলিশ ৷ প্রাথমিক চিকিৎসার পর ওই শিশুকে চাইল্ড লাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে । সে বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷

কে বা কারা রাস্তায় ওই শিশুকে ফেলে গেল তা খতিয়ে দেখছে সাঁকরাইল থানার পুলিশ । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কন্যাসন্তান বলেই তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে । অন্যদিকে ওই তাকে আশ্রয় দেওয়ার জন্য মনিরা মল্লিক সহ অনেক গ্রামবাসীই ইচ্ছা প্রকাশ করেছেন । তবে আইনি পদ্ধতিতে দত্তক নেওয়ার জন্য তাদেরকে আবেদন করতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ।

কলকাতা, 14 অক্টোবর : আর পাঁচটা দিনের মতো আজও প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন মনিরা মল্লিক ৷ তখন প্রায় ভোর 5টা ৷ শান্ত সকাল ৷ রাস্তায় লোকজনের আনাগোনা তখনও শুরু হয়নি ৷ ঠিক এমনই সময়ে একটা গোঙানির আওয়াজে চমকে মনিরাদেবী ৷ যা দেখলেন তা সত্যিই চমকে ওঠার মতো ৷ একটা সাদা থলের মধ্যে কাঁদছে এক সদ্যোজাত শিশুকন্যা ৷

ঘটনাটি হাওড়ার সাঁকরাইলের হওয়াপোতা গ্রামের ৷ রাস্তার ধার থেকে আজ ভোরবেলা সদ্যোজাত ওই শিশুকন্যাকে উদ্ধার করেন মনিরা মল্লিক । প্রথমে তিনি ওই শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান । এরপর তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাজি HT মল্লিক স্বাস্থ্যকেন্দ্রে । স্বাস্থ্যকেন্দ্রের এক আধিকারিক জানান, শিশুটির অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ বয়স আনুমানিক 8 মাস ৷ ওজন স্বাভাবিকের থেকে কিছুটা কম হলেও সেটি দুশ্চিন্তার নয় ৷ ঘটনার খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসে সাঁকরাইল থানার পুলিশ ৷ প্রাথমিক চিকিৎসার পর ওই শিশুকে চাইল্ড লাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে । সে বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷

কে বা কারা রাস্তায় ওই শিশুকে ফেলে গেল তা খতিয়ে দেখছে সাঁকরাইল থানার পুলিশ । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কন্যাসন্তান বলেই তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে । অন্যদিকে ওই তাকে আশ্রয় দেওয়ার জন্য মনিরা মল্লিক সহ অনেক গ্রামবাসীই ইচ্ছা প্রকাশ করেছেন । তবে আইনি পদ্ধতিতে দত্তক নেওয়ার জন্য তাদেরকে আবেদন করতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ।

Intro:রাস্তার ধার থেকে উদ্ধার হল সদ্যোজাত শিশুকন্যা। আজ সকালে ঘটনাটি ঘটে সাকরাইলের হওয়াপোতা গ্রামে। কে বা কারা ওই স্থানের ওই কন্যা শিশুটিকে ফেলে গেল তা খতিয়ে দেখছে সাঁকরাইল থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর বেলায় স্থানীয় বাসিন্দা মনিরা মল্লিক যখন ভোর বেলায় প্রাতঃভ্রমনে বেরোন সেই সময় তিনি লক্ষ করেন রাস্তায় দেওয়ালের ধারে সাদা থলেতে মোড়া এক শিশু পড়ে রয়েছে। তার কান্নার আওয়াজ শুনে তিনি ওই শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এরপর তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাজী এইচ টি মল্লিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসা চলাকালীন খবর পেয়ে ছুটে আসে সাকরাইল থানার পুলিশ। এরপর পুলিশের উপস্থিতিতে ওই শিশুটিকে চিকিৎসার পর তাকে চাইল্ড লাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। শিশুটি এখন হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কন্যা সন্তান হওয়ার জন্য মা তার শিশুটিকে রাস্তায় ফেলে যায়। যদিও ওই শিশুটিকে আশ্রয় দেওয়ার জন্য মনিরা মল্লিক সহ অনেক গ্রামবাসী ইচ্ছা প্রকাশ করেন। তবে আইনি পদ্ধতিতে দত্তক নেওয়ার জন্য তাদেরকে আবেদন করতে বলেন হাসপাতাল কর্তৃপক্ষ।Body:উল্লেখ্য, গতকালই রাজ্যের একাধিক জায়গায় নিজের মেয়েকে লক্ষীর আসনে বসিয়ে পুজো করার ঘটনা সামনে এসেছে। যার মধ্যে নদিয়ার মাজদিয়ার শিবনিবাস এর ঝুমাশ্রী খাঁ বিশ্বাস তার নিজের বড় সন্তানকে লক্ষীর আসনে বসিয়ে পূজা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, আর সকলের মত মাটির প্রতিমা নয় কোন ছবি ও নয় বাড়ির নিজের কন্যাকেই লক্ষীর আসনে বসিয়ে পুজো করে সমাজের নতুন বার্তা পৌঁছে দিতে চান তারা। যদিও হাওড়ার এই ঘটনা ফের তুলে ধরল সমাজের কঙ্কালসার অবস্থা। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.