কলকাতা, 14 অক্টোবর : আর পাঁচটা দিনের মতো আজও প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন মনিরা মল্লিক ৷ তখন প্রায় ভোর 5টা ৷ শান্ত সকাল ৷ রাস্তায় লোকজনের আনাগোনা তখনও শুরু হয়নি ৷ ঠিক এমনই সময়ে একটা গোঙানির আওয়াজে চমকে মনিরাদেবী ৷ যা দেখলেন তা সত্যিই চমকে ওঠার মতো ৷ একটা সাদা থলের মধ্যে কাঁদছে এক সদ্যোজাত শিশুকন্যা ৷
ঘটনাটি হাওড়ার সাঁকরাইলের হওয়াপোতা গ্রামের ৷ রাস্তার ধার থেকে আজ ভোরবেলা সদ্যোজাত ওই শিশুকন্যাকে উদ্ধার করেন মনিরা মল্লিক । প্রথমে তিনি ওই শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান । এরপর তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাজি HT মল্লিক স্বাস্থ্যকেন্দ্রে । স্বাস্থ্যকেন্দ্রের এক আধিকারিক জানান, শিশুটির অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ বয়স আনুমানিক 8 মাস ৷ ওজন স্বাভাবিকের থেকে কিছুটা কম হলেও সেটি দুশ্চিন্তার নয় ৷ ঘটনার খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসে সাঁকরাইল থানার পুলিশ ৷ প্রাথমিক চিকিৎসার পর ওই শিশুকে চাইল্ড লাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে । সে বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷
কে বা কারা রাস্তায় ওই শিশুকে ফেলে গেল তা খতিয়ে দেখছে সাঁকরাইল থানার পুলিশ । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কন্যাসন্তান বলেই তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে । অন্যদিকে ওই তাকে আশ্রয় দেওয়ার জন্য মনিরা মল্লিক সহ অনেক গ্রামবাসীই ইচ্ছা প্রকাশ করেছেন । তবে আইনি পদ্ধতিতে দত্তক নেওয়ার জন্য তাদেরকে আবেদন করতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ।