ETV Bharat / state

Nawsad Siddique: দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকী, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিধায়ক - দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকী

দুর্ঘটনার কবলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি । অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন বিধায়ক।

Etv Bharat
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নওশাদ সিদ্দিকীর গাড়ি
author img

By

Published : Apr 10, 2023, 2:38 PM IST

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিধায়ক

হাওড়া, 10 এপ্রিল: দুর্ঘটনার কবলে বিধায়ক নওশাদ সিদ্দিকী । দুমড়ে মুচড়ে গেল গাড়ির বনেট । তবে, রক্ষা পেয়েছেন আইএসএফ বিধায়ক । সোমবার হাওড়ার সাঁতরাগাছি এলাকার গড়পা হাই রোডে দুর্ঘটনাটি ঘটেছে ৷ শারীরিক আঘাত লাগলেও তা গুরুতর নয় ৷ সুস্থ আছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী ও তাঁর গাড়ির চালক ।

এদিন কোনা এক্সপ্রেস হয়ে বিধানসভায় আসছিলেন ভাঙড়ের বিধায়ক । কিন্তু, তাঁর গাড়িটি সাঁতরাগাছি পঞ্চবটি এলাকায় আসতেই বিপাকে পড়েন । দাঁড়িয়ে থাকা বেসরকারি খাবার সরবরাহকারী গাড়ির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বিধায়কের গাড়ি । গাড়ির চালক ও বিধায়ক নওশাদ সিদ্দিকী কেউই গুরুতর জখম হননি । অভিযোগ, সিগন্যাল না-থাকা সত্ত্বেও ওই বেসরকারি কেক সরবরাহকারী গাড়িটি আচমকাই থেকে যায় । যার জেরে পিছনে থাকা বিধায়কের গাড়ি ওই খাবার সরবরাহকারী গাড়ির পিছনে ধাক্কা মারে । তবে, নওশাদ সিদ্দিকীর গাড়ির চালক সচেতন থাকায় রক্ষা পেয়েছেন তাঁরা । তবে তাঁর গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ গাড়ির সামনের বনেট দুমড়ে মুচড়ে গিয়েছে ।

আরও পড়ুন: শওকতের বদলে মুখ্যমন্ত্রীকে ভাঙড়ের দায়িত্ব নেওয়ার পরামর্শ নওশাদের

ব্যস্ত সময়ে কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটায় যানজটের সৃষ্টি হয়েছে । দুর্ঘটনার খবর পেয়ে মিনিট কুড়ির মধ্যে ঘটনাস্থলে পৌঁছন হাওড়া পুলিশের আধিকারিকরা । দু’টি গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গিয়েছে । ঘটনার পর অন্য গাড়িতে চেপে বিধানসভায় পৌঁছন নওশাদ ।
ইটিভি ভারতের তরফে নওশাদকে ফোন করা হলে তাঁর সহকারী ফোন ধরে জানান, নওশাদ বিধানসভার ভিতরে আছেন । সুস্থ আছেন । কেউই মারাত্মক আঘাত পাননি । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । একই সঙ্গে তাঁর অভিযোগ, ওই খাবার সরবরাহকারী গাড়িটি আচমকাই দাঁড়িয়ে পড়েছিল । যে কারণে নওশাদের গাড়িটির ধাক্কা লাগে । এর পিছনে কোনও ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না ৷ পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন তিনি ।

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিধায়ক

হাওড়া, 10 এপ্রিল: দুর্ঘটনার কবলে বিধায়ক নওশাদ সিদ্দিকী । দুমড়ে মুচড়ে গেল গাড়ির বনেট । তবে, রক্ষা পেয়েছেন আইএসএফ বিধায়ক । সোমবার হাওড়ার সাঁতরাগাছি এলাকার গড়পা হাই রোডে দুর্ঘটনাটি ঘটেছে ৷ শারীরিক আঘাত লাগলেও তা গুরুতর নয় ৷ সুস্থ আছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী ও তাঁর গাড়ির চালক ।

এদিন কোনা এক্সপ্রেস হয়ে বিধানসভায় আসছিলেন ভাঙড়ের বিধায়ক । কিন্তু, তাঁর গাড়িটি সাঁতরাগাছি পঞ্চবটি এলাকায় আসতেই বিপাকে পড়েন । দাঁড়িয়ে থাকা বেসরকারি খাবার সরবরাহকারী গাড়ির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বিধায়কের গাড়ি । গাড়ির চালক ও বিধায়ক নওশাদ সিদ্দিকী কেউই গুরুতর জখম হননি । অভিযোগ, সিগন্যাল না-থাকা সত্ত্বেও ওই বেসরকারি কেক সরবরাহকারী গাড়িটি আচমকাই থেকে যায় । যার জেরে পিছনে থাকা বিধায়কের গাড়ি ওই খাবার সরবরাহকারী গাড়ির পিছনে ধাক্কা মারে । তবে, নওশাদ সিদ্দিকীর গাড়ির চালক সচেতন থাকায় রক্ষা পেয়েছেন তাঁরা । তবে তাঁর গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ গাড়ির সামনের বনেট দুমড়ে মুচড়ে গিয়েছে ।

আরও পড়ুন: শওকতের বদলে মুখ্যমন্ত্রীকে ভাঙড়ের দায়িত্ব নেওয়ার পরামর্শ নওশাদের

ব্যস্ত সময়ে কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটায় যানজটের সৃষ্টি হয়েছে । দুর্ঘটনার খবর পেয়ে মিনিট কুড়ির মধ্যে ঘটনাস্থলে পৌঁছন হাওড়া পুলিশের আধিকারিকরা । দু’টি গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গিয়েছে । ঘটনার পর অন্য গাড়িতে চেপে বিধানসভায় পৌঁছন নওশাদ ।
ইটিভি ভারতের তরফে নওশাদকে ফোন করা হলে তাঁর সহকারী ফোন ধরে জানান, নওশাদ বিধানসভার ভিতরে আছেন । সুস্থ আছেন । কেউই মারাত্মক আঘাত পাননি । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । একই সঙ্গে তাঁর অভিযোগ, ওই খাবার সরবরাহকারী গাড়িটি আচমকাই দাঁড়িয়ে পড়েছিল । যে কারণে নওশাদের গাড়িটির ধাক্কা লাগে । এর পিছনে কোনও ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না ৷ পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.