ETV Bharat / state

new version of Narayan Debnath creations: অভিভাবকহীন বাঁটুল, হাঁদা-ভোঁদারা; নতুন সংখ্যা পাওয়া নিয়ে অনিশ্চয়তা - হাঁদা ভোঁদার নতুন সংস্করণ

অভিভাবকহীন হয়ে পড়ল বাংলা কমিক্সের কালজয়ী চরিত্র বাঁটুল, হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টেরা । প্রয়াত হলেন নারায়ণ দেবনাথ (Narayan Debnath passes away)৷ তাঁর কমিক্সের নতুন সংখ্যা প্রকাশ পাওয়াও অনিশ্চিত হয়ে পড়ল ।

Narayan Debnath passes away, question arises over new version of his creations
অভিভাবকহীন বাঁটুল, হাঁদা-ভোঁদারা; নতুন সংখ্যা পাওয়া নিয়েও অনিশ্চয়তা
author img

By

Published : Jan 18, 2022, 2:52 PM IST

হাওড়া, 18 জানুয়ারি: অভিভাবকহীন হল বাংলা কমিক্সের কালজয়ী চরিত্র বাঁটুল, হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে । নারায়ণ দেবনাথের (Narayan Debnath passes away) প্রয়াণের পর এই কমিক্সগুলির নতুন সংখ্যা প্রকাশ হওয়াও অনিশ্চিত হয়ে পড়ল ।

বাঙালির ছেলেবেলা ঘিরে রয়েছে নারায়ণ দেবনাথের (new version of Narayan Debnath creations) সৃষ্টিতে ৷ বাঁটুল দি গ্রেট, হাঁদা-ভোদা, নন্টে-ফন্টে-সহ নানা চরিত্র উপহার দিয়েছেন তিনি । নিজের লেখার স্বত্ব নিয়ে দীর্ঘদিন ধরে চলেছে টানাপোড়েন । এর পর কোর্টের নির্দেশে সেই স্বত্ব এসেছে শিল্পীর হাতে । বাবার হয়ে মামলা লড়েছেন পুত্র তাপস দেবনাথ । পাশে পেয়েছিলেন কলেজ স্ট্রিট পাড়ার অন্য এক প্রকাশনী সংস্থা দীপ প্রকাশনকে ।

Narayan Debnath passes away, question arises over new version of his creations
অভিভাবকহীন বাঁটুল, হাঁদা-ভোঁদারা; নতুন সংখ্যা পাওয়া নিয়েও অনিশ্চয়তা

এরপরই দিল্লিতে তদ্বির করে বাবার তৈরি শিল্পের স্বত্ব চেয়ে আবেদন জানান কেন্দ্রীয় সংস্থা ডিপার্টমেন্ট ফর প্রোমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড-এ । সেখান থেকে মঞ্জুর হয় শিল্পীর আবেদন । এই মুহূর্তে শিল্পীর তৈরি সমস্ত শিল্পকর্মের স্বত্ব একমাত্র তাঁর পরিবারের হাতেই রয়েছে । এই প্রসঙ্গে তাঁর ছেলে তাপস দেবনাথ বলেন, ‘‘বাবার তৈরি শিল্পকর্মের সব স্বত্ব পরিবারের হাতে আছে । তাঁরা কেন্দ্রীয় সংস্থা থেকে কপিরাইট করিয়েছেন । বাবার শেষ ইচ্ছা ছিল যদি তাঁর নাতি বা নাতনি পুনঃমুদ্রিত করে, তবেই ফের হাঁদা-ভোদা, বাঁটুল, নন্টে-ফন্টে পুনঃপ্রকাশিত হবে । নতুবা আর পাঠকের হাতে আসবে না এই সমস্ত কালজয়ী কমিক্স।

নারায়ণ দেবনাথের বাড়িতে কাছের মানুষেরা

আরও পড়ুন: Narayan Debnath : প্রয়াত নন্টে ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ

নারায়ণ দেবনাথ (Narayan Debnath latest news) আজ সকাল সওয়া দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে । তাঁর প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অগণিত ভক্ত ও অনুরাগীরা । শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে হাওড়ার শিবপুর মহা শ্মশানে । সম্প্রতি হাসপাতালেই শিল্পীর হাতে তুলে দেওয়া হয় পদ্মশ্রী পুরস্কার ৷ বিধায়ক অরূপ রায় ও অতিরিক্ত মুখ্যসচিব বি পি গোপালিকা হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করে ওই সম্মান প্রদান করেন । সে সময় ভেন্টিবাইপ্যাপ সাপোর্টে ছিলেন শিল্পী । গত 24 ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন নারায়ণ দেবনাথ । তার আগে তাঁকে দেখতে তাঁর বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজভবন থেকে শিল্পী নারায়ণ দেবনাথের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার ব্যবস্থা করা হয় । শিল্পীর প্রয়াণে শোকে ভেঙে পড়েছে তাঁর পরিবার ৷

আরও পড়ুন: Remembering Narayan Debnath : তাঁর হাত ধরেই শৈশবের উদযাপন, বাঙালির হৃদয়ে অমর নারায়ণ দেবনাথ

হাওড়া, 18 জানুয়ারি: অভিভাবকহীন হল বাংলা কমিক্সের কালজয়ী চরিত্র বাঁটুল, হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে । নারায়ণ দেবনাথের (Narayan Debnath passes away) প্রয়াণের পর এই কমিক্সগুলির নতুন সংখ্যা প্রকাশ হওয়াও অনিশ্চিত হয়ে পড়ল ।

বাঙালির ছেলেবেলা ঘিরে রয়েছে নারায়ণ দেবনাথের (new version of Narayan Debnath creations) সৃষ্টিতে ৷ বাঁটুল দি গ্রেট, হাঁদা-ভোদা, নন্টে-ফন্টে-সহ নানা চরিত্র উপহার দিয়েছেন তিনি । নিজের লেখার স্বত্ব নিয়ে দীর্ঘদিন ধরে চলেছে টানাপোড়েন । এর পর কোর্টের নির্দেশে সেই স্বত্ব এসেছে শিল্পীর হাতে । বাবার হয়ে মামলা লড়েছেন পুত্র তাপস দেবনাথ । পাশে পেয়েছিলেন কলেজ স্ট্রিট পাড়ার অন্য এক প্রকাশনী সংস্থা দীপ প্রকাশনকে ।

Narayan Debnath passes away, question arises over new version of his creations
অভিভাবকহীন বাঁটুল, হাঁদা-ভোঁদারা; নতুন সংখ্যা পাওয়া নিয়েও অনিশ্চয়তা

এরপরই দিল্লিতে তদ্বির করে বাবার তৈরি শিল্পের স্বত্ব চেয়ে আবেদন জানান কেন্দ্রীয় সংস্থা ডিপার্টমেন্ট ফর প্রোমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড-এ । সেখান থেকে মঞ্জুর হয় শিল্পীর আবেদন । এই মুহূর্তে শিল্পীর তৈরি সমস্ত শিল্পকর্মের স্বত্ব একমাত্র তাঁর পরিবারের হাতেই রয়েছে । এই প্রসঙ্গে তাঁর ছেলে তাপস দেবনাথ বলেন, ‘‘বাবার তৈরি শিল্পকর্মের সব স্বত্ব পরিবারের হাতে আছে । তাঁরা কেন্দ্রীয় সংস্থা থেকে কপিরাইট করিয়েছেন । বাবার শেষ ইচ্ছা ছিল যদি তাঁর নাতি বা নাতনি পুনঃমুদ্রিত করে, তবেই ফের হাঁদা-ভোদা, বাঁটুল, নন্টে-ফন্টে পুনঃপ্রকাশিত হবে । নতুবা আর পাঠকের হাতে আসবে না এই সমস্ত কালজয়ী কমিক্স।

নারায়ণ দেবনাথের বাড়িতে কাছের মানুষেরা

আরও পড়ুন: Narayan Debnath : প্রয়াত নন্টে ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ

নারায়ণ দেবনাথ (Narayan Debnath latest news) আজ সকাল সওয়া দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে । তাঁর প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অগণিত ভক্ত ও অনুরাগীরা । শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে হাওড়ার শিবপুর মহা শ্মশানে । সম্প্রতি হাসপাতালেই শিল্পীর হাতে তুলে দেওয়া হয় পদ্মশ্রী পুরস্কার ৷ বিধায়ক অরূপ রায় ও অতিরিক্ত মুখ্যসচিব বি পি গোপালিকা হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করে ওই সম্মান প্রদান করেন । সে সময় ভেন্টিবাইপ্যাপ সাপোর্টে ছিলেন শিল্পী । গত 24 ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন নারায়ণ দেবনাথ । তার আগে তাঁকে দেখতে তাঁর বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজভবন থেকে শিল্পী নারায়ণ দেবনাথের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার ব্যবস্থা করা হয় । শিল্পীর প্রয়াণে শোকে ভেঙে পড়েছে তাঁর পরিবার ৷

আরও পড়ুন: Remembering Narayan Debnath : তাঁর হাত ধরেই শৈশবের উদযাপন, বাঙালির হৃদয়ে অমর নারায়ণ দেবনাথ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.