ETV Bharat / state

জলমগ্ন হাওড়া, পরিস্থিতি সামাল দিতে ছুটি বাতিল পৌরকর্মীদের - kolkata

ভারী বৃষ্টির জেরে হাওড়া পৌরসভার 25 টি ওয়ার্ডে জল জমে যায় ৷ মধ্য হাওড়ার পঞ্চাননতলা, কদমতলা, টিকিয়াপাড়া, উত্তর হাওড়ার সালকিয়া, ঘুসুড়ি, বেলগাছিয়া ও রামরাজাতলা এলাকায় জল জমে রয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে আগামীকাল পৌরসভার জরুরি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে ৷

জলমগ্ন হাওড়া, পরিস্থিতি সামাল দিতে ছুটি বাতিল পৌরকর্মীদের
author img

By

Published : Aug 17, 2019, 11:53 PM IST

হাওড়া, 17 অগাস্ট : টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বিভিন্ন এলাকা ৷ হাওড়া পৌরসভার কমপক্ষে 25 টি ওয়ার্ডে জল জমে যায় ৷ চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ৷ জল জমেছে সাঁতরাগাছি স্টেশন লাগোয়া আন্ডারপাসেও ৷ এই পরিস্থিতিতে পৌরসভার জরুরি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে ৷

কলকাতার বিভিন্ন জায়গার পাশাপাশি হাওড়া জেলাতেও ভারী বৃষ্টির জেরে ব্যাহত জনজীবন ৷ মধ্য হাওড়ার পঞ্চাননতলা, কদমতলা, টিকিয়াপাড়া, উত্তর হাওড়ার সালকিয়া, ঘুসুড়ি, বেলগাছিয়া ও রামরাজাতলা এলাকায় জল জমে রয়েছে ৷ রেলের টিকিয়াপাড়া কারসেডেও জল দাঁড়িয়ে যায় ৷ দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, 6 টি পাম্প বসিয়ে দ্রুত জল বের করে দেওয়া হয়েছে ৷ ফলে হাওড়া স্টেশনের পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচল মোটের উপর স্বাভাবিক রয়েছে ৷ তবে কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয় ৷ অন্য দিনের তুলনায় ট্রেনে যাত্রীসংখ্যা কম ছিল ৷ নিরাপত্তার জন্য কয়েকটি ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ মধ্য হাওড়ার পঞ্চাননতলায় একটি মিনিবাসের চাকা ম্যানহোলের ঢাকনা ভেঙে আটকে যায় । এই দুর্ঘটনায় হতাহতের খবর নেই ৷ দুর্ঘটনার পর ওই রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ রাখা হয় ।

হাওড়া পৌরসভার কমিশনার বিজিনকৃষ্ণ বলেন, "পাঁচটা পাম্প হাউজ় চালানো হচ্ছে যাতে জল দ্রুত নেমে যায় । এছাড়াও 44 টি পাম্প মজুত রাখা হয়েছে ৷ বৃষ্টি থামলেই তা চালানো হবে । পৌরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে । আগামীকাল জরুরী বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে । এছাড়াও পানীয় জল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে ।"

হাওড়া, 17 অগাস্ট : টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বিভিন্ন এলাকা ৷ হাওড়া পৌরসভার কমপক্ষে 25 টি ওয়ার্ডে জল জমে যায় ৷ চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ৷ জল জমেছে সাঁতরাগাছি স্টেশন লাগোয়া আন্ডারপাসেও ৷ এই পরিস্থিতিতে পৌরসভার জরুরি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে ৷

কলকাতার বিভিন্ন জায়গার পাশাপাশি হাওড়া জেলাতেও ভারী বৃষ্টির জেরে ব্যাহত জনজীবন ৷ মধ্য হাওড়ার পঞ্চাননতলা, কদমতলা, টিকিয়াপাড়া, উত্তর হাওড়ার সালকিয়া, ঘুসুড়ি, বেলগাছিয়া ও রামরাজাতলা এলাকায় জল জমে রয়েছে ৷ রেলের টিকিয়াপাড়া কারসেডেও জল দাঁড়িয়ে যায় ৷ দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, 6 টি পাম্প বসিয়ে দ্রুত জল বের করে দেওয়া হয়েছে ৷ ফলে হাওড়া স্টেশনের পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচল মোটের উপর স্বাভাবিক রয়েছে ৷ তবে কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয় ৷ অন্য দিনের তুলনায় ট্রেনে যাত্রীসংখ্যা কম ছিল ৷ নিরাপত্তার জন্য কয়েকটি ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ মধ্য হাওড়ার পঞ্চাননতলায় একটি মিনিবাসের চাকা ম্যানহোলের ঢাকনা ভেঙে আটকে যায় । এই দুর্ঘটনায় হতাহতের খবর নেই ৷ দুর্ঘটনার পর ওই রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ রাখা হয় ।

হাওড়া পৌরসভার কমিশনার বিজিনকৃষ্ণ বলেন, "পাঁচটা পাম্প হাউজ় চালানো হচ্ছে যাতে জল দ্রুত নেমে যায় । এছাড়াও 44 টি পাম্প মজুত রাখা হয়েছে ৷ বৃষ্টি থামলেই তা চালানো হবে । পৌরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে । আগামীকাল জরুরী বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে । এছাড়াও পানীয় জল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে ।"

Intro:মধ্যরাত থেকে টানা বর্ষণের জেরে জলমগ্ন হাওড়া শহরের বিভিন্ন এলাকা। হাওড়া পুরসভার কমপক্ষে 25 টা ওয়ার্ডে জল দাঁড়িয়ে গেছে। কোথাও হাঁটু সমান আবার কোথাও গোড়ালি সমান জল। এতে চরম দুর্ভোগে পড়ে নিত্যযাত্রীরা। জল জমেছে সাঁতরাগাছি স্টেশন লাগোয়া আন্ডারপাসে। এছাড়া মধ্য হাওড়ার পঞ্চাননতলা, কদমতলা, টিকিয়াপাড়া, উত্তর হাওড়ার সালকিয়া, ঘুসুড়ি এবং বেলগাছিয়া ও রামরাজাতলা এলাকায় জল জমে। । অতিরিক্ত বর্ষণের ফলে জল জমে রেলের টিকিয়াপাড়া কার সেডে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর রেল কর্তৃপক্ষ ছটি পাম্প বসিয়ে দ্রুত জমা জল বের করে দেয়। ফলে হাওড়া স্টেশনের পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল মোটের উপর স্বাভাবিক ছিল। তবে অন্যদিনের তুলনায় যাত্রী সংখ্যা অনেক কম ছিল। ট্রেনে নিরাপত্তার কারণে বেশকিছু ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হয়। পূর্ব এবং দক্ষিণ-পূর্ব দুটি শাখাতেই বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়। মধ্য হাওড়ার পঞ্চানন তলায় দেশপ্রাণ শাসমল রোডে একটি যাত্রীবোঝাই মিনিবাসএর চাকা ম্যানহোলের ঢাকনা ভেঙে আটকে যায়। এই ঘটনায় বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা থাকলেও কেউ আহত হয়নি গাড়ির গতি কম থাকায়। ওই রাস্তায় দীর্ঘক্ষন যান চলাচল বন্ধ রাখা হয়। হাওড়া পুরসভার কমিশনার বিজিন কৃষ্ণ জানিয়েছেন পাঁচটা পাম্প হাউস চালানো হচ্ছে যাতে জল দ্রুত নেমে যায়। এছাড়াও 44 টা পাম্প মজুত রাখা হয়েছে বৃষ্টি থামলেই চালানো হবে। পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরী বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে আগামীকালের জন্য। এছাড়াও পানীয় জল এবং শুকনো খাবারের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।Body: HConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.