ETV Bharat / state

Howrah School Property Stealing : দশ বছর ধরে স্কুলে চুরি যাচ্ছে একাধিক জিনিসপত্র, নাজেহাল প্রধান শিক্ষিকা - Howrah School Property Stealing

চুরির হাওয়া থেকে স্কুলের সম্পত্তি রক্ষা করতে নাজেহাল স্কুলের প্রধান শিক্ষিকা ৷ পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিডিও সকল স্তরে জানিয়েও কোনও সুরাহা মেলেনি ৷ প্রতিদিন চুরি যাচ্ছে মিড ডে মিলের চাল, কখনও বা রান্নার সরঞ্জাম আবার কখনও পাখা ৷ প্রায় দীর্ঘ 10 বছর ধরে একই ঘটনা ( Howrah School Utensils Steal) ৷

Howrah School Utensils Steal
12 বছর ধরে স্কুলে চুরি যাচ্ছে একাধিক জিনিসপত্র
author img

By

Published : May 23, 2022, 4:06 PM IST

হাওড়া, 23 মে : চুরির হাত থেকে স্কুলের সম্পত্তি বাঁচাতে নাজেহাল অবস্থা স্কুল কর্তৃপক্ষের । উত্তর মৌরি কেশবচন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে পরিস্থিতি এমনই ৷ চুরির হাত থেকে বাঁচাতে মিড ডে মিলের চাল থেকে শুরু করে রান্নার সরঞ্জাম সবই রাখতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে । এই ঘটনা ঘটেছে বিগত 10 বছর ধরে ৷ প্রধান শিক্ষিকিকা একাধিকবার প্রশাসনের দারস্থ হলেও কোনও সুরাহা হয়নি ৷ এভাবে চলতে থাকলে চোর ধরতে স্কুলের পড়াশোনা উঠে যাওয়ার জোগাড় আশঙ্কা করছেন স্কুলের শিক্ষক থেকে ছাত্রদের অভিভাবকেরা ( Howrah School Utensils Steal) ৷ প্রায় 200 জন পড়ুয়া আছে এই স্কুলে ৷

স্কুলের প্রধান শিক্ষিকা মালতি রায় অভিযোগ, নিত্যদিন চুরির ঘটনায় পড়াশোনা উঠে যাওয়ার উপক্রম হয়েছে তাদের । চুরি বন্ধ করার জন্য এখন তারা মিড ডে মিলের রান্নার সরঞ্জাম স্থানীয় বাসিন্দাদের বাড়িতে রাখছেন । প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসটুকু রোজ নিয়ে আসেন । স্কুলের মধ্যে তাঁরা খাদ্য সামগ্রী মজুত রাখেন না । শুধু মিড ডে মিলের চাল-ডাল নয়, চুরি যাচ্ছে পডুয়াদের বই-খাতাও ৷ তারা চান অবিলম্বে চোর ধরার ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন । আর পাশাপাশি স্কুলে গার্ড দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন ।

Howrah School Utensils Steal
থানায় জমা দেওয়া হয়েছে অভিযোগপত্র

আরও পড়ুন: Adarsh Middle School Katihar : বিহারে স্কুলে একই ব্ল্যাকবোর্ডে হিন্দি ও উর্দু ক্লাস

মহিয়ারি গ্রাম পঞ্চায়েতের সদস্য সুব্রত বাগের দাবি, স্কুলের এলাকাটি ডোমজুড় ও জগাছা থানার মিলন স্থলে পড়ে । তাই বিষয়টি দু’টি থানাকে আগেও জানান হয়েছে, সেইসঙ্গে ব্লকের বিডিওকেও জানান হয়েছে বলে দাবি করেন তিনি । যদিও থানার পক্ষ থেকে কয়েকদিনের জন্য প্রহরার ব্যবস্থা করলেও পড়ে তা তুলে নেওয়া হয় । তিনি ক্ষোভের সুরেই জানান, মানুষকে সচেতন হওয়ার কথা । পাশাপাশি প্রশাসন যদি তৎপরতা না দেখায় তাহলে চোর গুন্ডা ঠেকানোর কাজ যদি সাধারণ মানুষকেই করতে হয় তাহলে সেটাই তারা এবার করবেন ৷

12 বছর ধরে স্কুলে চুরি যাচ্ছে একাধিক জিনিসপত্র

হাওড়া, 23 মে : চুরির হাত থেকে স্কুলের সম্পত্তি বাঁচাতে নাজেহাল অবস্থা স্কুল কর্তৃপক্ষের । উত্তর মৌরি কেশবচন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে পরিস্থিতি এমনই ৷ চুরির হাত থেকে বাঁচাতে মিড ডে মিলের চাল থেকে শুরু করে রান্নার সরঞ্জাম সবই রাখতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে । এই ঘটনা ঘটেছে বিগত 10 বছর ধরে ৷ প্রধান শিক্ষিকিকা একাধিকবার প্রশাসনের দারস্থ হলেও কোনও সুরাহা হয়নি ৷ এভাবে চলতে থাকলে চোর ধরতে স্কুলের পড়াশোনা উঠে যাওয়ার জোগাড় আশঙ্কা করছেন স্কুলের শিক্ষক থেকে ছাত্রদের অভিভাবকেরা ( Howrah School Utensils Steal) ৷ প্রায় 200 জন পড়ুয়া আছে এই স্কুলে ৷

স্কুলের প্রধান শিক্ষিকা মালতি রায় অভিযোগ, নিত্যদিন চুরির ঘটনায় পড়াশোনা উঠে যাওয়ার উপক্রম হয়েছে তাদের । চুরি বন্ধ করার জন্য এখন তারা মিড ডে মিলের রান্নার সরঞ্জাম স্থানীয় বাসিন্দাদের বাড়িতে রাখছেন । প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসটুকু রোজ নিয়ে আসেন । স্কুলের মধ্যে তাঁরা খাদ্য সামগ্রী মজুত রাখেন না । শুধু মিড ডে মিলের চাল-ডাল নয়, চুরি যাচ্ছে পডুয়াদের বই-খাতাও ৷ তারা চান অবিলম্বে চোর ধরার ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন । আর পাশাপাশি স্কুলে গার্ড দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন ।

Howrah School Utensils Steal
থানায় জমা দেওয়া হয়েছে অভিযোগপত্র

আরও পড়ুন: Adarsh Middle School Katihar : বিহারে স্কুলে একই ব্ল্যাকবোর্ডে হিন্দি ও উর্দু ক্লাস

মহিয়ারি গ্রাম পঞ্চায়েতের সদস্য সুব্রত বাগের দাবি, স্কুলের এলাকাটি ডোমজুড় ও জগাছা থানার মিলন স্থলে পড়ে । তাই বিষয়টি দু’টি থানাকে আগেও জানান হয়েছে, সেইসঙ্গে ব্লকের বিডিওকেও জানান হয়েছে বলে দাবি করেন তিনি । যদিও থানার পক্ষ থেকে কয়েকদিনের জন্য প্রহরার ব্যবস্থা করলেও পড়ে তা তুলে নেওয়া হয় । তিনি ক্ষোভের সুরেই জানান, মানুষকে সচেতন হওয়ার কথা । পাশাপাশি প্রশাসন যদি তৎপরতা না দেখায় তাহলে চোর গুন্ডা ঠেকানোর কাজ যদি সাধারণ মানুষকেই করতে হয় তাহলে সেটাই তারা এবার করবেন ৷

12 বছর ধরে স্কুলে চুরি যাচ্ছে একাধিক জিনিসপত্র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.