ETV Bharat / state

শ্মশানযাত্রীদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ লিলুয়া থানার এসআই - Sub-inspector of lilua ps got injured by gun

হাওড়ার অন্যতম ব্যস্ত রাস্তার উপর কর্তব্যরত ওই পুলিশ অফিসারকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী ।

shootout at salma badhaghat
shootout at salma badhaghat
author img

By

Published : Jun 8, 2021, 7:48 AM IST

বালি, 8 জুন : মৃতদেহ দাহ করতে গিয়ে দুটি দলের মধ্যে ঝামেলার জেরে গুলিবিদ্ধ এক পুলিশ কর্মী ৷ হাওড়ার বালির বাঁধাঘাট শ্মশানে দুটি দলের মধ্যে ঝামেলা বেঁধে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যান লিলুয়া থানার সাব ইন্সপেক্টর সুমন ঘোষ ৷ পরিস্থিতি সামাল দিতে গেলে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হন তিনি ৷ রাতের অন্ধকারে প্রকাশ্যে পুলিশ অফিসার গুলিবিদ্ধ হওয়ায় এলাকায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে ৷

সোমবার সন্ধ্যার সময় এই ঘটনা ঘটে । লিলুয়া থানা অন্তর্গত সি রোডের বাসিন্দা সন্তোষ খাটুয়া (45) হৃদরোগে মারা যান । তাঁকে দাহ করতে নিয়ে যাওয়া হয় হাওড়া বাঁধাঘাটে । সেখানে কোনও একটি কারণে অন্য এক শব যাত্রীদের সঙ্গে বচসা বেঁধে যায় লিলুয়া সি রোডের ছেলেদের । একটি ছেলেকে বেধড়ক মারধর করে সি রোডের ছেলেরা । এই ঘটনার পর দুপক্ষের মারামারি শুরু হয় ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে লিলুয়ার সি রোড এলাকা ৷

আরও পড়ুন : খড়দহে দুষ্কৃতী তাণ্ডবে বোমাবাজি, আহত ৩

খবর পেয়ে সি রোডে যান লিলুয়া থানার এসআই সুমন ঘোষ ৷ দুপক্ষকে শান্ত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি ৷ কিন্তু তাতে কাজ হয়নি ৷ উল্টে হাওড়ার অন্যতম ব্যস্ত রাস্তার উপর কর্তব্যরত ওই পুলিশ অফিসারকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী । ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি ৷ গুরুতর জখম অবস্থায় সুমন ঘোষ নামে ওই পুলিশ অফিসারকে ভর্তি করা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ।

বালি, 8 জুন : মৃতদেহ দাহ করতে গিয়ে দুটি দলের মধ্যে ঝামেলার জেরে গুলিবিদ্ধ এক পুলিশ কর্মী ৷ হাওড়ার বালির বাঁধাঘাট শ্মশানে দুটি দলের মধ্যে ঝামেলা বেঁধে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যান লিলুয়া থানার সাব ইন্সপেক্টর সুমন ঘোষ ৷ পরিস্থিতি সামাল দিতে গেলে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হন তিনি ৷ রাতের অন্ধকারে প্রকাশ্যে পুলিশ অফিসার গুলিবিদ্ধ হওয়ায় এলাকায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে ৷

সোমবার সন্ধ্যার সময় এই ঘটনা ঘটে । লিলুয়া থানা অন্তর্গত সি রোডের বাসিন্দা সন্তোষ খাটুয়া (45) হৃদরোগে মারা যান । তাঁকে দাহ করতে নিয়ে যাওয়া হয় হাওড়া বাঁধাঘাটে । সেখানে কোনও একটি কারণে অন্য এক শব যাত্রীদের সঙ্গে বচসা বেঁধে যায় লিলুয়া সি রোডের ছেলেদের । একটি ছেলেকে বেধড়ক মারধর করে সি রোডের ছেলেরা । এই ঘটনার পর দুপক্ষের মারামারি শুরু হয় ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে লিলুয়ার সি রোড এলাকা ৷

আরও পড়ুন : খড়দহে দুষ্কৃতী তাণ্ডবে বোমাবাজি, আহত ৩

খবর পেয়ে সি রোডে যান লিলুয়া থানার এসআই সুমন ঘোষ ৷ দুপক্ষকে শান্ত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি ৷ কিন্তু তাতে কাজ হয়নি ৷ উল্টে হাওড়ার অন্যতম ব্যস্ত রাস্তার উপর কর্তব্যরত ওই পুলিশ অফিসারকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী । ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি ৷ গুরুতর জখম অবস্থায় সুমন ঘোষ নামে ওই পুলিশ অফিসারকে ভর্তি করা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.