ETV Bharat / state

Train Cancel: দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল - দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল

উন্নয়নমূলক কাজের জন্য দক্ষিণ পূর্ব রেল বাতিল করল বেশ কয়েকটি ট্রেন (Train Cancel)।

Train Cancel News
দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল
author img

By

Published : Aug 7, 2022, 1:48 PM IST

হাওড়া, 7 জুলাই: উন্নয়নমূলক কাজের জন্য দক্ষিণ পূর্ব রেল বাতিল করল বেশ কয়েকটি ট্রেন (Train Cancel)। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলের নাগপুর ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্যই এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত দক্ষিণ পূর্ব রেলের বলেই জানা যাচ্ছে । জেনে নিন কোন দিন কোন ট্রেন বাতিল হয়েছে ।

কোন ট্রেন কোনদিন বাতিল ...

জানা গিয়েছে, এলটিটি - শালিমার এক্সপ্রেস 8 থেকে13 তারিখ বাতিল থাকবে । টাটানগর -ইঁটাওয়ারি এক্সপ্রেস 6-12 তারিখ বাতিল ৷ ইঁটাওয়ারি-টাটানগর এক্সপ্রেস 7 থেকে 14 তারিখের মধ্যে চলাচল করবে না ৷ নান্ডেড থেকে সাঁতরাগাছি পর্যন্ত এক্সপ্রেস ট্রেন বাতিল 8 তারিখ পর্যন্ত ৷ সাঁতরাগাছি - নান্ডেড এক্সপ্রেস 10 তারিখ ৷ হাওড়া - শ্রীনগর শিরডি এক্সপ্রেস 11 তারিখ ৷ শ্রীনগর শিরডি - হাওড়া এক্সপ্রেস 13 তারিখ ৷ ওখা - সাঁতরাগাছি এক্সপ্রেস 7 তারিখ ৷ সাঁতরাগাছি - ওখা এক্সপ্রেস 9 তারিখ পর্যন্ত চলবে না ৷ পোরবন্দর - শালিমার এক্সপ্রেস 10 ও 11 তারিখ বাতিল থাকছে ৷ শালিমার - পোরবন্দর এক্সপ্রেস বন্ধ থাকছে 12 ও 13 তারিখ ৷ হাওড়া - মুম্বাই সিএমএসটি - মুম্বাই মেল 8 ও 13 তারিখ চলাচল করবে না ৷ হাওড়া - আমেদাবাদ - হাওড়া এক্সপ্রেস বন্ধ থাকবে 8 ও 13 তারিখ ৷ হাওড়া - পুনে - হাওড়া এক্সপ্রেস 8 ও 13 তারিখ বাতিল রাখার সিদ্ধান্ত হেয়েছে ৷ এলটিটি- শালিমার এক্সপ্রেসও 8 ও 9 তারিখ বাতিলই থাকছে ৷ এছাড়া শালিমার - এলটিটি এক্সপ্রেস 10 ও 11 তারিখ বাতিল থাকছে ৷ ট্রেন বাতিলের এই সিদ্ধান্তে যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ পূর্ব রেল ৷

আরও পড়ুন: ব্যান্ডেলে ফের মাসখানেক ধরে বিঘ্নিত হবে ট্রেন চলাচল

হাওড়া, 7 জুলাই: উন্নয়নমূলক কাজের জন্য দক্ষিণ পূর্ব রেল বাতিল করল বেশ কয়েকটি ট্রেন (Train Cancel)। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলের নাগপুর ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্যই এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত দক্ষিণ পূর্ব রেলের বলেই জানা যাচ্ছে । জেনে নিন কোন দিন কোন ট্রেন বাতিল হয়েছে ।

কোন ট্রেন কোনদিন বাতিল ...

জানা গিয়েছে, এলটিটি - শালিমার এক্সপ্রেস 8 থেকে13 তারিখ বাতিল থাকবে । টাটানগর -ইঁটাওয়ারি এক্সপ্রেস 6-12 তারিখ বাতিল ৷ ইঁটাওয়ারি-টাটানগর এক্সপ্রেস 7 থেকে 14 তারিখের মধ্যে চলাচল করবে না ৷ নান্ডেড থেকে সাঁতরাগাছি পর্যন্ত এক্সপ্রেস ট্রেন বাতিল 8 তারিখ পর্যন্ত ৷ সাঁতরাগাছি - নান্ডেড এক্সপ্রেস 10 তারিখ ৷ হাওড়া - শ্রীনগর শিরডি এক্সপ্রেস 11 তারিখ ৷ শ্রীনগর শিরডি - হাওড়া এক্সপ্রেস 13 তারিখ ৷ ওখা - সাঁতরাগাছি এক্সপ্রেস 7 তারিখ ৷ সাঁতরাগাছি - ওখা এক্সপ্রেস 9 তারিখ পর্যন্ত চলবে না ৷ পোরবন্দর - শালিমার এক্সপ্রেস 10 ও 11 তারিখ বাতিল থাকছে ৷ শালিমার - পোরবন্দর এক্সপ্রেস বন্ধ থাকছে 12 ও 13 তারিখ ৷ হাওড়া - মুম্বাই সিএমএসটি - মুম্বাই মেল 8 ও 13 তারিখ চলাচল করবে না ৷ হাওড়া - আমেদাবাদ - হাওড়া এক্সপ্রেস বন্ধ থাকবে 8 ও 13 তারিখ ৷ হাওড়া - পুনে - হাওড়া এক্সপ্রেস 8 ও 13 তারিখ বাতিল রাখার সিদ্ধান্ত হেয়েছে ৷ এলটিটি- শালিমার এক্সপ্রেসও 8 ও 9 তারিখ বাতিলই থাকছে ৷ এছাড়া শালিমার - এলটিটি এক্সপ্রেস 10 ও 11 তারিখ বাতিল থাকছে ৷ ট্রেন বাতিলের এই সিদ্ধান্তে যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ পূর্ব রেল ৷

আরও পড়ুন: ব্যান্ডেলে ফের মাসখানেক ধরে বিঘ্নিত হবে ট্রেন চলাচল

For All Latest Updates

TAGGED:

Train Cancel
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.