ETV Bharat / state

Train Cancel : 'অগ্নিপথ' নিয়ে উত্তপ্ত দেশ, হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেস-সহ বাতিল দূরপাল্লার একাধিক ট্রেন

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করল পূর্ব রেল (Train Cancel)৷ এর ফলে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা ৷

howrah
ট্রেন বাতিলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা
author img

By

Published : Jun 17, 2022, 3:16 PM IST

Updated : Jun 17, 2022, 3:52 PM IST

হাওড়া, 17 জুন : কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশজুড়ে চলছে বিক্ষোভ ৷ দিকে দিকে জনতার ক্ষোভে জ্বলছে একাধিক ট্রেন (Many Long Route Trains Cancelled by Eastern Railway Including Duranto Express)৷ এই পরিস্থিতিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে পূর্ব রেলের তরফে বাতিল করা হল একাধিক দূরপাল্লার ট্রেন । এর জেরে যাত্রী দুর্ভোগের আশঙ্কা রেল কর্তৃপক্ষের ।

দেশজুড়ে এহেন পরিস্থিতির শুরু হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-য়ের 'অগ্নিপথ' প্রকল্পের ঘোষণার পর থেকেই ৷ এই প্রকল্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে বহু ট্রেন ৷ বিক্ষোভে ফেটে পড়ছেন বিভিন্ন রাজ্যের বাসিন্দারা ৷ যার বেশিরভাগ ক্ষোভের আঁচ পড়ছে রেলের উপর ৷ স্টেশনে স্টেশনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হচ্ছে একাধিক ট্রেন ৷ এই পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : Agnipath Scheme : সেনায় নিয়োগে 'অগ্নিপথ' স্কিমের ঘোষণা কেন্দ্রের, সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন

শুক্রবার সকালে নতুন করে বিক্ষোভ দেখানো শুরু হলে দ্রুত ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেন পূর্ব রেলের আধিকারিকরা ৷ বৃহস্পতিবার থেকে বিহার, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর বিস্তীর্ণ স্থানে বিক্ষোভের জেরে একাধিক ট্রেনের কামরায় বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় ।

পরিস্থিতি নিয়ে পূর্ব রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ওই ট্রেনগুলি বাতিল করা হয়েছে ৷ পূর্ব রেলের হাওড়ার স্টেশন মাস্টার মোহিত কান্তি বিশ্বাস জানান, আপাতত যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল- 12273 হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেস, 12327 হাওড়া-হরিদ্বার এক্সপ্রেস, 12023 পাটনা-জন শতাব্দী এক্সপ্রেস ৷ এই বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকিটের দাম ফেরত দেবে পূর্ব রেল । তাঁদেরকে আরও জানিয়ে দেওয়া হয়েছে লোকাল ট্রেন পরিষেবায় এখনও পর্যন্ত কোনও সমস্যা নেই । লোকাল ট্রেন পরিষেবায় আন্দোলনের কোনও প্রভাব পড়েনি বলেই দাবি করেন তিনি ।

তবে বিক্ষোভের পরিস্থিতির উপর নজর রেখে আগামিদিনে আরও বেশ কয়েকটি ট্রেন বাতিলের সম্ভাবনা রয়েছে বলে খবর রেল সূত্রে ।

আরও পড়ুন : Agnipath Scheme Protest: হাওড়া ব্রিজেও ‘অগ্নিপথ’ বিক্ষোভ, পুলিশি তৎপরতায় এড়াল যানজট

হাওড়া, 17 জুন : কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশজুড়ে চলছে বিক্ষোভ ৷ দিকে দিকে জনতার ক্ষোভে জ্বলছে একাধিক ট্রেন (Many Long Route Trains Cancelled by Eastern Railway Including Duranto Express)৷ এই পরিস্থিতিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে পূর্ব রেলের তরফে বাতিল করা হল একাধিক দূরপাল্লার ট্রেন । এর জেরে যাত্রী দুর্ভোগের আশঙ্কা রেল কর্তৃপক্ষের ।

দেশজুড়ে এহেন পরিস্থিতির শুরু হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-য়ের 'অগ্নিপথ' প্রকল্পের ঘোষণার পর থেকেই ৷ এই প্রকল্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে বহু ট্রেন ৷ বিক্ষোভে ফেটে পড়ছেন বিভিন্ন রাজ্যের বাসিন্দারা ৷ যার বেশিরভাগ ক্ষোভের আঁচ পড়ছে রেলের উপর ৷ স্টেশনে স্টেশনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হচ্ছে একাধিক ট্রেন ৷ এই পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : Agnipath Scheme : সেনায় নিয়োগে 'অগ্নিপথ' স্কিমের ঘোষণা কেন্দ্রের, সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন

শুক্রবার সকালে নতুন করে বিক্ষোভ দেখানো শুরু হলে দ্রুত ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেন পূর্ব রেলের আধিকারিকরা ৷ বৃহস্পতিবার থেকে বিহার, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর বিস্তীর্ণ স্থানে বিক্ষোভের জেরে একাধিক ট্রেনের কামরায় বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় ।

পরিস্থিতি নিয়ে পূর্ব রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ওই ট্রেনগুলি বাতিল করা হয়েছে ৷ পূর্ব রেলের হাওড়ার স্টেশন মাস্টার মোহিত কান্তি বিশ্বাস জানান, আপাতত যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল- 12273 হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেস, 12327 হাওড়া-হরিদ্বার এক্সপ্রেস, 12023 পাটনা-জন শতাব্দী এক্সপ্রেস ৷ এই বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকিটের দাম ফেরত দেবে পূর্ব রেল । তাঁদেরকে আরও জানিয়ে দেওয়া হয়েছে লোকাল ট্রেন পরিষেবায় এখনও পর্যন্ত কোনও সমস্যা নেই । লোকাল ট্রেন পরিষেবায় আন্দোলনের কোনও প্রভাব পড়েনি বলেই দাবি করেন তিনি ।

তবে বিক্ষোভের পরিস্থিতির উপর নজর রেখে আগামিদিনে আরও বেশ কয়েকটি ট্রেন বাতিলের সম্ভাবনা রয়েছে বলে খবর রেল সূত্রে ।

আরও পড়ুন : Agnipath Scheme Protest: হাওড়া ব্রিজেও ‘অগ্নিপথ’ বিক্ষোভ, পুলিশি তৎপরতায় এড়াল যানজট

Last Updated : Jun 17, 2022, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.