ETV Bharat / state

ছিনতাইয়ে বাধা দেওয়ায় গুলি - সাঁকরাইলে চলল গুলি

ছিনতাইয়ে বাধা । দুষ্কৃতীদের গুলিতে জখম এক । ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ ।

সাঁকরাইলে ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় গুলিতে জখম 1
সাঁকরাইলে ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় গুলিতে জখম 1
author img

By

Published : Dec 18, 2020, 7:13 PM IST

সাঁকরাইল, 18 ডিসেম্বর : ছিনতাইবাজদের বাধা দেওয়ায় গতরাতে সাঁকরাইলের ধুলাগড়ে চলল গুলি । ঘটনায় জখম এক । কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনায় সাঁকরাইল থানার পুলিশ এখন পর্যন্তও কাউকে গ্রেপ্তার করতে পারেনি । ঘটনার প্রতিবাদে আজ সকালে ধুলাগড়ের জুজারসা রোডে পথ অবরোধ করেন গাড়ি চালকরা ।

আরও পড়ুন : হাওড়ায় যুবককে গুলি করে খুনের চেষ্টা

সাঁকরাইলের কোরোলা এলাকার বাসিন্দা সিতারুল হাসান গুলিতে জখম হন । জানা গেছে, গতরাতে ওই ব্যক্তি রাত 1 টা নাগাদ কাজ থেকে ফিরছিলেন । সেই সময় বাইকের গ্যারাজ বন্ধ হওয়ায় পায়ে হেঁটে বাড়ি ফিরতে শুরু করেন । ধুলাগড় মোড়ে সিতারুলের রাস্তা আটকায় দুই দুষ্কৃতী । তাঁর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে । তাদের বাধা দিলে দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায় । পরে তিনি রক্তাক্ত অবস্থায় সাঁকরাইল থানায় যান । পুলিশ তাঁকে হাসপাতালে পাঠায় । তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : হাওড়ায় পারিবারিক অশান্তির জেরে ছেলেকে গুলি, আটক মা

অন্যদিকে ঘটনার প্রেক্ষিতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে ওই এলাকায় । দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজ পথ অবরোধ করে স্থানীয় গাড়ি চালকরা । ফরিদ রহমান লস্কর নামে এক গাড়ি চালক বলেন, "সাঁকরাইল এলাকায় অপরাধমূলক কাজকর্মের ঘটনা প্রায়ই ঘটে । পুলিশকে জানিয়েও কোনও সুরাহা হয়নি । খুবই আতঙ্কের মধ্যে রয়েছি ।" ধুলাগড় জুজারসা রোডে প্রায় মিনিট পয়তাল্লিশের পথ অবরোধ করে । তার জেরে যানজটের সৃষ্টি হয় । পরে অবশ্য পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা ।

সাঁকরাইল, 18 ডিসেম্বর : ছিনতাইবাজদের বাধা দেওয়ায় গতরাতে সাঁকরাইলের ধুলাগড়ে চলল গুলি । ঘটনায় জখম এক । কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনায় সাঁকরাইল থানার পুলিশ এখন পর্যন্তও কাউকে গ্রেপ্তার করতে পারেনি । ঘটনার প্রতিবাদে আজ সকালে ধুলাগড়ের জুজারসা রোডে পথ অবরোধ করেন গাড়ি চালকরা ।

আরও পড়ুন : হাওড়ায় যুবককে গুলি করে খুনের চেষ্টা

সাঁকরাইলের কোরোলা এলাকার বাসিন্দা সিতারুল হাসান গুলিতে জখম হন । জানা গেছে, গতরাতে ওই ব্যক্তি রাত 1 টা নাগাদ কাজ থেকে ফিরছিলেন । সেই সময় বাইকের গ্যারাজ বন্ধ হওয়ায় পায়ে হেঁটে বাড়ি ফিরতে শুরু করেন । ধুলাগড় মোড়ে সিতারুলের রাস্তা আটকায় দুই দুষ্কৃতী । তাঁর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে । তাদের বাধা দিলে দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায় । পরে তিনি রক্তাক্ত অবস্থায় সাঁকরাইল থানায় যান । পুলিশ তাঁকে হাসপাতালে পাঠায় । তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : হাওড়ায় পারিবারিক অশান্তির জেরে ছেলেকে গুলি, আটক মা

অন্যদিকে ঘটনার প্রেক্ষিতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে ওই এলাকায় । দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজ পথ অবরোধ করে স্থানীয় গাড়ি চালকরা । ফরিদ রহমান লস্কর নামে এক গাড়ি চালক বলেন, "সাঁকরাইল এলাকায় অপরাধমূলক কাজকর্মের ঘটনা প্রায়ই ঘটে । পুলিশকে জানিয়েও কোনও সুরাহা হয়নি । খুবই আতঙ্কের মধ্যে রয়েছি ।" ধুলাগড় জুজারসা রোডে প্রায় মিনিট পয়তাল্লিশের পথ অবরোধ করে । তার জেরে যানজটের সৃষ্টি হয় । পরে অবশ্য পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.