ETV Bharat / state

বাপরে ! দেখলেই মনে হয় গব্বর সিং আসছে : মমতা - modi

কখনও দেখেছেন, কোনও দেশের প্রধানমন্ত্রীকে মানুষ এত ভয় পায়? : মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 7, 2019, 12:11 AM IST

হাওড়া, ৭ মার্চ : "কখনও দেখেছেন, কোনও দেশের প্রধানমন্ত্রীকে মানুষ এত ভয় পায়? বাপরে ! দেখলেই মনে হয় গব্বর সিং আসছে।" হাওড়ায় একটি সরকারি অনুষ্ঠানে এসে গতকাল এভাবেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল সাঁতরাগাছির আড়ুপাড়ায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। এরপর রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। নোট বাতিল ইশুতে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। বলেন, "আমিই প্রথম বলেছিলাম নোটবন্দী খারাপ। এখনও পর্যন্ত ২ মানুষ কোটি চাকরি হারিয়েছে। ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে। রাজ্যের টাকা কেটে নেওয়া ছাড়া এদের কোনও কাজ নেই। এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ খেলে ভালো নয়, উলটে খারাপ হয়। এই সরকারেরও এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে।"

প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি আরও বলেন, "দু'দিন বাদে ভোট, তাই তোমাদের মিজ়াইল দেখাতে হচ্ছে। কখনও বন্দুক দেখাতে হচ্ছে। কখনও বা বোমা দেখাতে হচ্ছে। কিছু বললেই বলছে পাকিস্তানি। ওরা হিন্দুস্থানি আর সবাই পাকিস্তানি ? মোদিবাবু ও অমিত শাহবাবুর সাইনবোর্ড আমি ভারতবর্ষ থেকে উঠিয়ে দেব।"

হাওড়া, ৭ মার্চ : "কখনও দেখেছেন, কোনও দেশের প্রধানমন্ত্রীকে মানুষ এত ভয় পায়? বাপরে ! দেখলেই মনে হয় গব্বর সিং আসছে।" হাওড়ায় একটি সরকারি অনুষ্ঠানে এসে গতকাল এভাবেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল সাঁতরাগাছির আড়ুপাড়ায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। এরপর রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। নোট বাতিল ইশুতে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। বলেন, "আমিই প্রথম বলেছিলাম নোটবন্দী খারাপ। এখনও পর্যন্ত ২ মানুষ কোটি চাকরি হারিয়েছে। ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে। রাজ্যের টাকা কেটে নেওয়া ছাড়া এদের কোনও কাজ নেই। এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ খেলে ভালো নয়, উলটে খারাপ হয়। এই সরকারেরও এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে।"

প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি আরও বলেন, "দু'দিন বাদে ভোট, তাই তোমাদের মিজ়াইল দেখাতে হচ্ছে। কখনও বন্দুক দেখাতে হচ্ছে। কখনও বা বোমা দেখাতে হচ্ছে। কিছু বললেই বলছে পাকিস্তানি। ওরা হিন্দুস্থানি আর সবাই পাকিস্তানি ? মোদিবাবু ও অমিত শাহবাবুর সাইনবোর্ড আমি ভারতবর্ষ থেকে উঠিয়ে দেব।"

হাওড়ায় আসছে স্বাস্থ্য ভবন, হিন্দি বিশ্ববিদ্যালয়ের শিল্যান্যাসে এসে মোদিকেও আক্রমণ মমতার হাওড়া, ৬ মার্চ: লোকসভা ভোটের নির্ঘন্ট দেশ জুড়ে জারি হতে চলেছে অল্প কয়েক দিনের মধ্যেই। তাঁরই মধ্যে বুধবার হাওড়ার দাশনগর থানার আড়ুপাড়ায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শিল্যান্যাসে করলেন রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়েরও। সেই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য ভবনকে হাওড়ায় নিয়ে আসার কথাও ঘোষণা করলেন তিনি। আজ হাওড়া শহরের আড়ুপাড়ায় রাজ্যের প্রথম হিন্দী বিশ্ব বিদ্যালয়ের শিলান্যাস করলেন তিনি। এছাড়াও হাওড়ার আমতা এক ,দুই নং ব্লক ও উলুবেড়িয়া এক ,শ্যামপুর ব্লকের মোট দশটি নলবাহিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন যেমন করলেন তেমনি গ্রামোন্নয়ন ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরেরও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন। আজকে আলুপাড়ায় শিলান্যাস করতে এসে মুখ্যমন্ত্রী আক্রমণ করেন প্রধানমন্ত্রী এবং বিজেপিকেও। তিনি বলেন, একজন মানুষকে একবার বোকা বানিয়ে রাখা যায় কিন্তু বারবার বোকা বানানো যায় না। তাই মোদি বাবু এবং অমিত বাবু গেলে দেশ বাঁচবে। আমরা অনেক সরকার দেখেছি কিন্তু এরকম সরকার দেখিনি। একজন সাংবাদিক যদি বিরোধিতা করে তবে তাকে খুন করে দেওয়ার হুমকি দেয়া হচ্ছে। এক শতাংশ বাদ দিয়ে দিল্লির প্রায় সমস্ত সংবাদ মাধ্যমকে কিনে নেয়া হয়েছে। মানুষের কাছে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। মাথায় রাখবেন দেশের অবস্থা আজকে খুব খারাপ। মানুষ বাঁচলে তবে আমরা বাঁচবো। ঐক্য বা চলে তবে দেশ বাঁচবে। ওরা সারা দেশকে একাধিক শ্রেণীতে ভাগ করে দিচ্ছে। একে অপরের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেশজুড়ে সন্ত্রাসের সিন্ডিকেট তৈরি করছে বিজেপি। কখনো দেখেছেন একজন দেশের প্রধানমন্ত্রীকে সাধারণ মানুষ এত ভয় পায়। লিনচিংয়ের সিন্ডিকেট তৈরি করা হচ্ছে। এমন দেশের প্রধানমন্ত্রী যাকে দেখলে মনে হবে গব্বর সিং চলে এসেছে। তাই মনে রাখবেন এই দেশকে রক্ষা করতে হবে। মোদি সরকারের পাঁচ বছরের এক্সপায়ারি ডেট হয়ে গেছে। ভারতবর্ষকে বাঁচাতেই হবে। মনে পড়ে যখন নোট বন্দি হয়েছিল তখন আমি প্রথম এর বিরোধিতা করে ছিলাম। দেশের সমস্ত টাকা কে বিদেশে নিয়ে চলে যাওয়া হয়েছিল। বলা হয়েছিল মানুষকে তার টাকা ফেরত দেয়া হবে কিন্তু প্রতিশ্রুতি পালন হয়নি। আর এই নোট বন্দি ফলে 2016 থেকে 2019 এর মার্চ মাস পর্যন্ত প্রায় দু'কোটি ছেলে মেয়ের চাকরি হারিয়েছে। প্রায় 12 হাজার কৃষক আত্মহত্যা করেছে। এই সরকারের এক্সপায়ারি ডেট হয়ে গেছে। তাই কখনো মিসাইল দেখানো হচ্ছে। কখনো বন্দুক বানানো হচ্ছে। কখনো বোমা দেখানো হচ্ছে। জওয়ানদের নিয়ে সুযোগের রাজনীতি করা হচ্ছে। তাই বলতে চাই আমরা আর্মির সাথে আছি এয়ারফোর্সের সাথে আছি নেভির সাথে আছি মানুষের সাথে আছি সম্প্রীতির সাথে আছি কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা মোদীবাবুর সঙ্গে নেই। কেউ কিছু বলতে গেলেই তাকে পাকিস্তানি বলে দেয়া হচ্ছে। অর্থাৎ আমরা সবাই পাকিস্তানি উনি একমাত্র হিন্দুস্তানি। গুগল এ কি সার্চ করা হচ্ছে আমার ধর্মের নাম আমি বলতে চাই আমার মানব ধর্ম। এর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দফতর আসতে চলেছে হাওড়া জেলাতে, এদিনের মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নবান্নের পিছনে 3.2 একর জমি দেবে রাজ্য সরকার। সেখানেই তৈরি হবে রাজ্য স্বাস্থ্য দফতরের বিল্ডিং। অর্থাৎ নবান্নের পাশাপাশি এবার স্বাস্থ্য দফতরেরও সর্বোচ্চ ভবন হতে চলেছে হাওড়ায়। ফলে হাওড়া শহরের গুরুত্ব যে আরও বাড়বে তা নিঃসন্দেহে বলা যায়।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.