হাওড়া, ৭ মার্চ : "কখনও দেখেছেন, কোনও দেশের প্রধানমন্ত্রীকে মানুষ এত ভয় পায়? বাপরে ! দেখলেই মনে হয় গব্বর সিং আসছে।" হাওড়ায় একটি সরকারি অনুষ্ঠানে এসে গতকাল এভাবেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল সাঁতরাগাছির আড়ুপাড়ায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। এরপর রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। নোট বাতিল ইশুতে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। বলেন, "আমিই প্রথম বলেছিলাম নোটবন্দী খারাপ। এখনও পর্যন্ত ২ মানুষ কোটি চাকরি হারিয়েছে। ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে। রাজ্যের টাকা কেটে নেওয়া ছাড়া এদের কোনও কাজ নেই। এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ খেলে ভালো নয়, উলটে খারাপ হয়। এই সরকারেরও এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে।"
প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি আরও বলেন, "দু'দিন বাদে ভোট, তাই তোমাদের মিজ়াইল দেখাতে হচ্ছে। কখনও বন্দুক দেখাতে হচ্ছে। কখনও বা বোমা দেখাতে হচ্ছে। কিছু বললেই বলছে পাকিস্তানি। ওরা হিন্দুস্থানি আর সবাই পাকিস্তানি ? মোদিবাবু ও অমিত শাহবাবুর সাইনবোর্ড আমি ভারতবর্ষ থেকে উঠিয়ে দেব।"