ETV Bharat / state

400 বাড়ির জন্য 2টো শৌচাগার ? নেতাদের প্রশ্ন ক্ষুব্ধ মমতার

আজ বৈঠকে হাওড়া শহরের একাধিক সমস্যা নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বস্তির উন্নয়ন থেকে শুরু করে বস্তির 400টি পরিবারকে পরিষেবা দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেন তিনি । সেখানে এলাকার অবস্থা দেখে রীতিমতো রেগে যান । পরে এলাকার বাকি সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে বুস্টার পাম্পিং স্টেশনের কথাটি উঠলে রথীন চক্রবর্তীকে তিরস্কার করেন তিনি ।

author img

By

Published : Aug 19, 2019, 8:43 PM IST

Updated : Aug 19, 2019, 11:52 PM IST

মমতা

হাওড়া, 19 অগাস্ট : সরকারের অনুমতি ছাড়া কেন তৈরি হয়েছে বুস্টার পাম্পিং স্টেশন ? অর্থ দপ্তরের অনুমতি ছাড়াই বা কেন নিয়োগ হয়েছে অস্থায়ী কর্মী । এই সব প্রশ্ন তুলে হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী । আজ হাওড়া সদনে একটি প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি । বৈঠকে যোগ দেওয়ার আগে পৌরনিগমের 29 নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান । সেখানে এলাকার অবস্থা দেখে রীতিমতো রেগে যান তিনি । পরে এলাকার বাকি সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে বুস্টার পাম্পিং স্টেশনের কথাটি উঠলে রথীন চক্রবর্তীকে তিরস্কার করেন ।

আজ বৈঠকে হাওড়া শহরের একাধিক সমস্যা নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বস্তির উন্নয়ন থেকে শুরু করে বস্তির 400টি পরিবারকে পরিষেবা দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেন তিনি । ক্ষোভ উগরে দেন বস্তির শৌচাগারের হাল দেখে । কেন 400টি পরিবারের জন্য মাত্র দু'টি শৌচাগার? প্রশ্ন তুলে হাওড়া পৌরনিগমের কমিশনার বিজয় কৃষ্ণকে দ্রুত সমাধানের নির্দেশ দেন । পাশাপাশি এই বিষয়টি নিয়েও কার্যত প্রাক্তন মেয়রের দিকেই আঙুল তোলেন তিনি ।

এরপরই আসেন বুস্টার পাম্পিং স্টেশনের কথায় । কেন বুস্টার পাম্পিং স্টেশন অনুমতি ছাড়া তৈরি হল ? মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন রথীন চক্রবর্তীকে । জিজ্ঞাসা করেন, কার অনুমতিতে 419 জন অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হয় ? প্রাক্তন মেয়রের কাছ থেকে সদুত্তর না পেয়ে তিনি তখনই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে অবিলম্বে হাওড়া পৌরনিগমের অডিট জমা দিতে বলেন । হুঁশিয়ারি দেন অর্থ দপ্তরের অনুমতি ছাড়া যদি কোনও কাজ হয় তবে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে । অর্থদপ্তরের অনুমতি প্রসঙ্গে নিজের উদাহরণ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি নিজে মুখ্যমন্ত্রী হয়েও অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কোনও কাজ করি না তাহলে হাওড়া পৌরনিগম কেন করবে ?"

অন্যদিকে, নাগরিক পরিষেবায় ববি হাকিম, অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, পৌরনিগমের কমিশনার বিজিয় কৃষ্ণ ও জেলাশাসক মুক্তা আর্যকে নিয়ে একটি টাস্কফোর্স তৈরি করা হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় । যে টাস্কফোর্স রাস্তায় ঘুরে পরিষেবার উন্নতির দিকে জোর দেবে ।

দেখুন ভিডিয়ো

হাওড়া, 19 অগাস্ট : সরকারের অনুমতি ছাড়া কেন তৈরি হয়েছে বুস্টার পাম্পিং স্টেশন ? অর্থ দপ্তরের অনুমতি ছাড়াই বা কেন নিয়োগ হয়েছে অস্থায়ী কর্মী । এই সব প্রশ্ন তুলে হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী । আজ হাওড়া সদনে একটি প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি । বৈঠকে যোগ দেওয়ার আগে পৌরনিগমের 29 নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান । সেখানে এলাকার অবস্থা দেখে রীতিমতো রেগে যান তিনি । পরে এলাকার বাকি সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে বুস্টার পাম্পিং স্টেশনের কথাটি উঠলে রথীন চক্রবর্তীকে তিরস্কার করেন ।

আজ বৈঠকে হাওড়া শহরের একাধিক সমস্যা নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বস্তির উন্নয়ন থেকে শুরু করে বস্তির 400টি পরিবারকে পরিষেবা দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেন তিনি । ক্ষোভ উগরে দেন বস্তির শৌচাগারের হাল দেখে । কেন 400টি পরিবারের জন্য মাত্র দু'টি শৌচাগার? প্রশ্ন তুলে হাওড়া পৌরনিগমের কমিশনার বিজয় কৃষ্ণকে দ্রুত সমাধানের নির্দেশ দেন । পাশাপাশি এই বিষয়টি নিয়েও কার্যত প্রাক্তন মেয়রের দিকেই আঙুল তোলেন তিনি ।

এরপরই আসেন বুস্টার পাম্পিং স্টেশনের কথায় । কেন বুস্টার পাম্পিং স্টেশন অনুমতি ছাড়া তৈরি হল ? মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন রথীন চক্রবর্তীকে । জিজ্ঞাসা করেন, কার অনুমতিতে 419 জন অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হয় ? প্রাক্তন মেয়রের কাছ থেকে সদুত্তর না পেয়ে তিনি তখনই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে অবিলম্বে হাওড়া পৌরনিগমের অডিট জমা দিতে বলেন । হুঁশিয়ারি দেন অর্থ দপ্তরের অনুমতি ছাড়া যদি কোনও কাজ হয় তবে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে । অর্থদপ্তরের অনুমতি প্রসঙ্গে নিজের উদাহরণ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি নিজে মুখ্যমন্ত্রী হয়েও অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কোনও কাজ করি না তাহলে হাওড়া পৌরনিগম কেন করবে ?"

অন্যদিকে, নাগরিক পরিষেবায় ববি হাকিম, অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, পৌরনিগমের কমিশনার বিজিয় কৃষ্ণ ও জেলাশাসক মুক্তা আর্যকে নিয়ে একটি টাস্কফোর্স তৈরি করা হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় । যে টাস্কফোর্স রাস্তায় ঘুরে পরিষেবার উন্নতির দিকে জোর দেবে ।

দেখুন ভিডিয়ো
Intro:বাম জমানায় মাত্র চার হাজার টাকা মাত্র বেতন পেতেন প্যারা টিচাররা কিন্তু তাদের মুখের দিকে তাকিয়ে সেই বেতন 10 হাজার টাকা পড়েছে বর্তমান সরকার কিন্তু তা সত্ত্বেওতারা ক্লাস বয়কট করে কালো ব্যাজ পড়ে পথে বসে আন্দোলন করছেন এই মনোভাব কোনোভাবেই বরদাশত করা হবে না। সোমবার হাওড়া সদনে প্রশাসনিক বৈঠক এ পার্শ্ব শিক্ষকদের আন্দোলন নিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়বছর সাতেক আগে প্যারা টিচারদের বেতন ছিল মাত্র চার হাজার টাকা কিন্তু গত বছর তার রাজ্য সরকার বাড়িয়ে করেছে 10 হাজার টাকা। বর্তমানে আর বেতন বৃদ্ধি করা সম্ভব নয়। যদি এর চেয়েও বেশি বেতন দরকার হয় তবে কেন্দ্রীয় সরকারের কাছে সেই দাবি করুন। যেন তারা এই রাজ্যে একটা রিজার্ভ ব্যাংক করে দেন। এর পাশাপাশি তিনি বলেন সরকার মানবিক তাই তাই এই রাজ্যে এখনো অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন দেওয়া হয়।সমগ্র দেশের দিকে তাকান তাকালে দেখা যাবে রাজ্য সরকার পেনশন তুলে দিয়েছে কিন্তু এই রাজ্যে 56 হাজার কোটি টাকার দেনা মিটিয়ে পেনশন দিচ্ছে রাজ্য।এই মন্তব্যের পাশাপাশি হাওড়া শহরের একাধিক সমস্যা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।প্রসঙ্গত উল্লেখ্য এই বৈঠকে যোগ দিতে আসার আগে 29 নম্বর ওয়ার্ডের পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই বস্তি পরিদর্শনের পর রেগে যান মুখ্যমন্ত্রী। যার ক্ষোভ তিনি উগরে দেন প্রশাসনিক বৈঠক। তিনি প্রশ্ন করেন শহরের বস্তি গুলির এখনো পর্যন্ত কেন উন্নয়ন সম্পন্ন হয়নি। পানীয় জল থেকে শুরু করে নিকাশি এমনকি শৌচাগারের ব্যবস্থা বেহাল।অবিলম্বে এই সমস্যার সমাধান চাই কারণ ওই বস্তিতে বসবাস করেন প্রায় 400 টি পরিবার যারা ব্যবহার করেন মাত্র দুটি শৌচাগার। কেন সেখানে শৌচাগার নির্মাণ হয়নি সে বিষয়ে তিনি প্রশ্ন করেন হাওড়া পৌর নিগমের কমিশনার বিজয় কৃষ্ণ কে। এরপর উঠে আসে ওলা বিবি তলা বুস্টার পাম্পিং স্টেশন এর কথাও।Body:এ বিষয়ে কার্যত প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী কে ভৎসনা করেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন সরকারের অনুমতি ছাড়া কেন এই পাম্পিং স্টেশন এর কাজ শুরু হয়েছিল। অর্থ দপ্তরের অনুমতি ছাড়া পুরো এলাকায় 419 জন অস্থায়ী কর্মী নিয়োগের কথা কেউ প্রাক্তন মেয়র কে ভৎসনা করেন তিনি। এরপরই রাজ্যেরপুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে তিনি কড়া নির্দেশ দিয়ে বলেন হাওড়া পুরসভার অডিট অবিলম্বে করতে হবে অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কেউ যদি কোন কাজ করে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। এছাড়াও গুরুতর ব্যবস্থা নেয়া হতে পারে প্রয়োজনে। তিনি বলেন আমি নিজে মুখ্যমন্ত্রী হয়েওঅর্থ দপ্তরের অনুমতি ছাড়া কোনো কাজ করিনা তাহলে হাওড়া পুরনিগম কেন তা করবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন ববি হাকিম, অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায় এনাদের নিয়ে ও পুরসভার কমিশনার বিজিনকৃষ্ণা ও জেলাশাসক মুক্তা আর্য কে নিয়ে একটি টাস্কফোর্স তৈরি করা হবে। যে টাস্কফোর্স রাস্তায় ঘুরে নাগরিক পরিষেবা উন্নতির দিকে জোর দেবে।Conclusion:
Last Updated : Aug 19, 2019, 11:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.