ETV Bharat / state

রাজ্যে NRC আটকাতে পারবেন না মমতা, চ্যালেঞ্জ দিলীপের - উলুবেড়িয়া

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সমন্বয় বৈঠকের শেষে দিলীপ ঘোষ বলেন, "রাজ্যে NRC নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করে  মানুষকে ভয় দেখানো হচ্ছে ৷ তবে যেভাবে GST, তিন তালাক কোনওটাই মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারেননি, NRC-ও আটকাতে পারবেন না৷ "

দিলীপ ঘোষ
author img

By

Published : Sep 23, 2019, 4:31 AM IST

Updated : Sep 23, 2019, 8:05 AM IST

হাওড়া, 23 সেপ্টেম্বর : রাজ্যে NRC হবেই ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তা আটকাতে পারবেন না বলে মন্তব্য করলেন দিলীপ ঘোষ ৷

উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সমন্বয় বৈঠকের শেষে দিলীপ ঘোষ বলেন, "নাগরিকত্ব বিল আমরা নিয়ে আসছি ৷ সমস্ত হিন্দুদের নাগরিকত্ব দেব, যেটা আগে কেউ দেয়নি ৷ রাজ্যে NRC নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করে মানুষকে ভয় দেখানো হচ্ছে ৷ তবে যেভাবে GST, তিন তালাক কোনওটাই মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারেননি, NRC-ও আটকাতে পারবেন না৷ "

শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

পাশাপাশি রাজ্যে দুর্গাপুজো নিয়ে রাজ্য BJP-র সভাপতি বলেন, " আগে চিটফান্ডের টাকায় পুজো হত ৷ এখন চিটফান্ড নিয়ে CBI তৎপর হওয়ায় কেউ আর টাকা দিতে সাহস করছেন না ৷ "

প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সমন্বয় বৈঠকের পর রাজ্য BJP-র সভাপতি জানান, সংঘপ্রধান মোহন ভাগবত সংঘঠনের কাজ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন ৷ গত শনিবার সকাল থেকে তাঁতিবেড়িয়ার সারদা শিশু মন্দিরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের 37টি শাখা সংগঠনের প্রায় 250 জন প্রতিনিধিকে নিয়ে দু'দিনের সমন্বয় বৈঠকের আয়োজন করা হয় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন, সংঘপ্রধান মোহন ভাগবত, দিলীপ ঘোষ, রাজ্য-সম্পাদক সায়ন্তন বসু, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, রাহুল সিন্হা, সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া-সহ সংঘ নেতৃত্ব ৷

হাওড়া, 23 সেপ্টেম্বর : রাজ্যে NRC হবেই ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তা আটকাতে পারবেন না বলে মন্তব্য করলেন দিলীপ ঘোষ ৷

উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সমন্বয় বৈঠকের শেষে দিলীপ ঘোষ বলেন, "নাগরিকত্ব বিল আমরা নিয়ে আসছি ৷ সমস্ত হিন্দুদের নাগরিকত্ব দেব, যেটা আগে কেউ দেয়নি ৷ রাজ্যে NRC নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করে মানুষকে ভয় দেখানো হচ্ছে ৷ তবে যেভাবে GST, তিন তালাক কোনওটাই মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারেননি, NRC-ও আটকাতে পারবেন না৷ "

শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

পাশাপাশি রাজ্যে দুর্গাপুজো নিয়ে রাজ্য BJP-র সভাপতি বলেন, " আগে চিটফান্ডের টাকায় পুজো হত ৷ এখন চিটফান্ড নিয়ে CBI তৎপর হওয়ায় কেউ আর টাকা দিতে সাহস করছেন না ৷ "

প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সমন্বয় বৈঠকের পর রাজ্য BJP-র সভাপতি জানান, সংঘপ্রধান মোহন ভাগবত সংঘঠনের কাজ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন ৷ গত শনিবার সকাল থেকে তাঁতিবেড়িয়ার সারদা শিশু মন্দিরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের 37টি শাখা সংগঠনের প্রায় 250 জন প্রতিনিধিকে নিয়ে দু'দিনের সমন্বয় বৈঠকের আয়োজন করা হয় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন, সংঘপ্রধান মোহন ভাগবত, দিলীপ ঘোষ, রাজ্য-সম্পাদক সায়ন্তন বসু, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, রাহুল সিন্হা, সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া-সহ সংঘ নেতৃত্ব ৷

Intro:রাজ্যে এন আর সি নিয়ে ভয়ের পরিবেশ তৈরী করে মানুষকে ভয় দেখানো হচ্ছে। যদিও কোনভাবেই মমতা বন্দোপাধ্যায় রাজ্যে এন আর সি আটকাতে পারবেনা। রবিবার উলুবেড়িয়া তাঁতিবেড়িয়ায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের দুই দিনের সমন্বয় বৈঠকের শেষে সাংবাদিকদের প্রশ্বের উত্তরে এই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।রবিবার বৈঠকের শেষে দিলীপ ঘোষ বলেন বৈঠক মোহন ভাগবত সংগঠনের কাজ আরোও বাড়াতে বলেছেন। এন আর সি নিয়ে দিলীপ ঘোষ বলেন সিটিজেন বিল আমরা আনছি, সমস্ত হিন্দুদের আমরা নাগরিগত্ব দেব, যেটা আগে কেউ দেয়নি।আমরা এটা নিয়ে লোকেদের সঙ্গে কথা বলব। এন আর সি নিয়ে তৃণমুলের বিরোধিতা নিয়ে দিলীপ ঘোষ বলেন জি এস টি, তিন তালাক ,নোট বন্দী কোনটাই মমতা বন্দোপাধ্যায় আটকাতে পারেননি এন আর সিও আটকাতে পারবেন না। রাজ্যে দুর্গা পূজা নিয়ে তিনি বলেন আগে চিট ফান্ডের টাকা আসত তখন পূজোয় রমরমা ছিল তবে এখন চিটফান্ড নিয়ে সি বি আই তৎপর হ ওয়ায় কেই আর টাকা দিতে সাহস পাচ্ছেনা।তবে আমরা চাই মানুসের পয়সায় শ্রদ্ধা ভক্তির সঙ্গে পূজা হোক।
প্রসঙ্গত শনিবার সকাল থেকে উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ার সারদা শিশু মন্দিরে রাষ্ট্রীয় স্বয়ং সঙ্ঘের দক্ষিনবঙ্গ ও উত্তরবঙ্গের ৩৭টি শাখা সংগঠনের প্রায় ২৫০ জন প্রতিনিধিকে নিয়ে দুই দিনের সমন্বয় বৈঠক শুরু হয়েছিল। যেটা রবিবার বিকালে শেষ হয়। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, রাহুল সিনহা, সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া সহ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের নেতৃত্ব।Body:HConclusion:
Last Updated : Sep 23, 2019, 8:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.