ETV Bharat / state

Mamata Pinches Adani: এলআইসির টাকা আদার ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে, আদানি ইস্যুতে খোঁচা মমতার - হাওড়ার খবর

এলআইসি-র সব টাকা আদার ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে ৷ হাওড়ার সভা থেকে এ ভাবেই আদানিদের (Mamata Pinches Adani) নাম না করেও কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)।

Mamata Banerjee ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 9, 2023, 3:27 PM IST

পাঁচলা (হাওড়া), 9 ফেব্রুয়ারি: আদানি ইস্যুতে বিরোধীদের তোপের মুখে কেন্দ্রীয় সরকার ৷ উদ্বেগে বিনিয়োগকারীরা ৷ আদানি গোষ্ঠীর কোম্পানিগুলিতে এলআইসি-এর বিনিয়োগ নিয়েও চিন্তা রয়েছে বিনিয়োগকারীদের একাংশের ৷ এ বার সেই চিন্তাকেই আরও উসকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)৷

আদানিদের নিশানা মমতার: হাওড়ায় রাজ্য সরকারি প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানে তিনি সাধারণের উদ্দেশে বললেন, "এলআইসি ডুবে গেলে, টাকা ফেরত পাবেন তো ?" আদানির নাম মুখ না আনলেও, মুখ্যমন্ত্রী যা বলেছেন, তাতে স্পষ্ট যে তাঁর নিশানা কার দিকে ৷ তিনি বলেন, "এলআইসির টাকা আদার ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে ৷"

কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর: বৃহস্পতিবার হাওড়া জেলার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য সরকারের বিরোধিতা করতে কেন্দ্র ইডি ও সিবিআই-কে ব্যবহার করছে বলে এ দিন ফের অভিযোগ করেন তিনি ৷ মুখ্যমন্ত্রী বলেন, "রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে কেন্দ্রীয় সরকার রাজ্যে ইডি-সিবিআই ঢোকাচ্ছে ৷"

আরও পড়ুন: 6 লক্ষ মানুষকে সরকারি পরিষেবা, হাওড়ায় 900 প্রকল্পের শিলান্যাস মমতার

এলআইসি আদানি গ্রুপে বিনিয়োগ করায় উদ্বেগে বিনিয়োগকারীরা: কেন্দ্রকে নিশানা করতে গিয়ে নাম না করে মুখ্যমন্ত্রী ছুঁয়ে যান আদানি প্রসঙ্গও ৷ দেশজুড়ে আদানি গোষ্ঠীর কোম্পানিগুলিকে নিয়ে যে বিতর্ক চলছে, তা আরও উসকে দেন তিনি ৷ আদানি গ্রুপের তালিকাভুক্ত 10টি কোম্পানি রয়েছে । 24 জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ একটি প্রতিবেদনে জালিয়াতিমূলক লেনদেন ও শেয়ারের দামের হেরফের-সহ নানা অভিযোগ আনে আদানি গ্রুপের কোম্পানিগুলির বিরুদ্ধে ৷ তার পর থেকেই আদানিদের শেয়ার পড়তে শুরু করে ৷ গত কয়েকদিনে বাজার মূল্যে বিলিয়ন ডলার হারিয়েছে গৌতম আদানির নেতৃত্বাধীন গোষ্ঠী ।

এলআইসি-র টাকা ফেরত পাওয়া নিয়ে আশঙ্কা মমতার: আদানি গোষ্ঠীর কোম্পানিগুলিতে এলআইসির বিনিয়োগ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বিনিয়োগকারীদের ৷ সেই প্রসঙ্গ টেনে হাওড়ার সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, "এলআইসি ডুবে গেলে, টাকা ফেরত পাবেন তো ?" কেন্দ্রকে বিঁধে মমতা আরও বলেন, "আপনাদের অনেকেই লাইফ ইনসিওরেন্সে টাকা রাখেন ৷ অনেকের হাউজিং লোন আছে ৷ ব্যাংকেও টাকা রয়েছে ৷ যে কোনও দিন বলবে ব্যাংক, এলআইসি বা পোস্ট অফিস উঠিয়ে দাও ৷ তখন মানুষের টাকা কী হবে ? কেন্দ্রীয় সরকারের মুখে শুধু ভাষণ ৷"

এ দিন আদানি গোষ্ঠীর নাম না করলেও মুখ্যমন্ত্রী কটাক্ষের সুরে বলেছেন, "এলআইসি-র টাকা আদার ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে ৷"

পাঁচলা (হাওড়া), 9 ফেব্রুয়ারি: আদানি ইস্যুতে বিরোধীদের তোপের মুখে কেন্দ্রীয় সরকার ৷ উদ্বেগে বিনিয়োগকারীরা ৷ আদানি গোষ্ঠীর কোম্পানিগুলিতে এলআইসি-এর বিনিয়োগ নিয়েও চিন্তা রয়েছে বিনিয়োগকারীদের একাংশের ৷ এ বার সেই চিন্তাকেই আরও উসকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)৷

আদানিদের নিশানা মমতার: হাওড়ায় রাজ্য সরকারি প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানে তিনি সাধারণের উদ্দেশে বললেন, "এলআইসি ডুবে গেলে, টাকা ফেরত পাবেন তো ?" আদানির নাম মুখ না আনলেও, মুখ্যমন্ত্রী যা বলেছেন, তাতে স্পষ্ট যে তাঁর নিশানা কার দিকে ৷ তিনি বলেন, "এলআইসির টাকা আদার ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে ৷"

কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর: বৃহস্পতিবার হাওড়া জেলার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য সরকারের বিরোধিতা করতে কেন্দ্র ইডি ও সিবিআই-কে ব্যবহার করছে বলে এ দিন ফের অভিযোগ করেন তিনি ৷ মুখ্যমন্ত্রী বলেন, "রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে কেন্দ্রীয় সরকার রাজ্যে ইডি-সিবিআই ঢোকাচ্ছে ৷"

আরও পড়ুন: 6 লক্ষ মানুষকে সরকারি পরিষেবা, হাওড়ায় 900 প্রকল্পের শিলান্যাস মমতার

এলআইসি আদানি গ্রুপে বিনিয়োগ করায় উদ্বেগে বিনিয়োগকারীরা: কেন্দ্রকে নিশানা করতে গিয়ে নাম না করে মুখ্যমন্ত্রী ছুঁয়ে যান আদানি প্রসঙ্গও ৷ দেশজুড়ে আদানি গোষ্ঠীর কোম্পানিগুলিকে নিয়ে যে বিতর্ক চলছে, তা আরও উসকে দেন তিনি ৷ আদানি গ্রুপের তালিকাভুক্ত 10টি কোম্পানি রয়েছে । 24 জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ একটি প্রতিবেদনে জালিয়াতিমূলক লেনদেন ও শেয়ারের দামের হেরফের-সহ নানা অভিযোগ আনে আদানি গ্রুপের কোম্পানিগুলির বিরুদ্ধে ৷ তার পর থেকেই আদানিদের শেয়ার পড়তে শুরু করে ৷ গত কয়েকদিনে বাজার মূল্যে বিলিয়ন ডলার হারিয়েছে গৌতম আদানির নেতৃত্বাধীন গোষ্ঠী ।

এলআইসি-র টাকা ফেরত পাওয়া নিয়ে আশঙ্কা মমতার: আদানি গোষ্ঠীর কোম্পানিগুলিতে এলআইসির বিনিয়োগ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বিনিয়োগকারীদের ৷ সেই প্রসঙ্গ টেনে হাওড়ার সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, "এলআইসি ডুবে গেলে, টাকা ফেরত পাবেন তো ?" কেন্দ্রকে বিঁধে মমতা আরও বলেন, "আপনাদের অনেকেই লাইফ ইনসিওরেন্সে টাকা রাখেন ৷ অনেকের হাউজিং লোন আছে ৷ ব্যাংকেও টাকা রয়েছে ৷ যে কোনও দিন বলবে ব্যাংক, এলআইসি বা পোস্ট অফিস উঠিয়ে দাও ৷ তখন মানুষের টাকা কী হবে ? কেন্দ্রীয় সরকারের মুখে শুধু ভাষণ ৷"

এ দিন আদানি গোষ্ঠীর নাম না করলেও মুখ্যমন্ত্রী কটাক্ষের সুরে বলেছেন, "এলআইসি-র টাকা আদার ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.