ETV Bharat / state

Mamata Inaugurates Howrah Projects: 6 লক্ষ মানুষকে সরকারি পরিষেবা, হাওড়ায় 900 প্রকল্পের শিলান্যাস মমতার - Mamata Banerjee lays foundation

হাওড়ায় 900-রও বেশি প্রকল্পের শিলান্যাস করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Inaugurates Howrah Projects)৷ পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনও করেছেন তিনি ৷ পাঁচলার অনুষ্ঠানে তিনি জানান আজ থেকে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে 6 লক্ষ মানুষকে (Mamata Banerjee lays foundation)৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 9, 2023, 1:58 PM IST

Updated : Feb 9, 2023, 3:14 PM IST

পাঁচলা (হাওড়া), 9 ফেব্রুয়ারি: হাওড়ায় 900-র বেশি সরকারি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Inaugurates Howrah Projects)৷ উদ্বোধন হল 59টি সরকারি প্রকল্পের ৷ এ জন্য সরকার 523 কোটি টাকা দিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee lays foundation)৷

সাফল্যের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী: শিয়রে পঞ্চায়েত ভোট ৷ আর তার আগে রাজ্য সরকারের স্বচ্ছ ভাবমূর্তিকে তুলে ধরতে ইতিমধ্যেই জেলা সফর শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার হাওড়া জেলার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসে সরকারি পরিষেবার বিশদ সাফল্যের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী ।

6 লক্ষ মানুষকে পরিষেবা: পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে আজ একগুচ্ছ সরকারি পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার প্রায় 6 লক্ষ মানুষের কাছে রাজ্য সরকারি প্রকল্পের পরিষেবা পৌঁছে দেওয়া হল ৷ মমতা বলেন, "দুয়ারে সরকারে 9 কোটি দরখাস্ত এসেছিল ৷ এর মধ্যে 7 কোটি মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে ৷ আজ থেকেই 6 লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে বিভিন্ন পরিষেবা ৷ এ রকম নজির খুব কম দেখা যায় ৷"

তিনটি বাণিজ্যিক করিডর: এ দিন রাজ্যে তিনটি বাণিজ্যক করিডরের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । তিনি এ দিন জানান, "ফুরফুরা শরিফে 30 শয্যার হাসপাতাল ছিল, সেখানে এ বার 100 শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু হবে ৷" সাগরদত্ত হাসপাতালে ক্যান্সার ইউনিট চালু করা হল বলে ঘোষণা করেন তিনি ৷

আরও পড়ুন: বাজেট পেশের দিনই তিন জেলা সফরে মুখ্যমন্ত্রী, সুখবর নিয়ে জঙ্গলমহলে মমতা

হাওড়ায় শিল্পে বিপুল বিনিয়োগ: হাওড়া জেলাতে শিল্পক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, "5 লক্ষ শিল্পে 5 হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে । এর ফলে 67 হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে । আরও 20 হাজার শিল্পে 11 হাজার কোটি টাকার বিনিয়োগ রূপায়নের পথে রাজ্য সরকার । এতে আবার দেড় লক্ষ কর্মসংস্থান হাওড়াতে হবে ।" এ ছাড়াও 30 হাজার এমএসএমই ও 27টি ক্লাস্টার চালু হয়েছে এবং দেউচা পাঁচামিতে 35 হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে ও 10 হাজার কোটি টাকার পুনর্বাসন দেওয়া হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ।

2,768 কোটি টাকার পানীয় জলের প্রকল্প: এ দিন ডুমুরজলা স্টেডিয়ামকে সাজিয়ে তার নাম সবুজসাথী স্টেডিয়াম হিসেবে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । এ ছাড়াও পাঁচলার সভায় তিনি বলেন, 2768 কোটি টাকার জল প্রকল্পে হাওড়া, হুগলি, বাঁকুড়া ও বর্ধমান জেলার 40টি ব্লকের 30 লক্ষ মানুষের পানীয় জলের সমস্যা মিটবে । 2024 সালের মধ্যে রাজ্যের সব ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানান তিনি ৷ এ ছাড়াও বন দফতরের জন্য 300টি মোটরসাইকেল দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷

বানতলায় চর্মশিল্পের নতুন 3টি ইউনিট: মুখ্যমন্ত্রী আরও বলেন, "বানতলায় চর্মশিল্পের নতুন 3টি ইউনিট তৈরি হয়েছে ৷ বানতলার চর্মশিল্পে 3 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে ৷" মুখ্যমন্ত্রী মনে করান যে, হাওড়া জেলাকে আগে প্রাচ্যের ম্যাঞ্চেস্টার বলা হত । তবে বাম আমলে সব নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি । তাই জেলার মানুষের কাছে তিনি বার্তা দেন, "রাজ্য সরকার নিজেদের সচিবালয় হাওড়া জেলার মধ্যে এনেছে । এর জন্য জেলার বাসিন্দাদের গর্বিত হওয়া উচিত ।"

মমতার আরও দাবি, "হাওড়ার 95 শতাংশ মানুষকে কিছু না কিছু পরিষেবা দিয়েছি ।" শিক্ষা থেকে স্বাস্থ্য, প্রতি ক্ষেত্রে প্রস্তাবিত, চলতে থাকা এবং কাজ শেষ এমন একাধিক প্রকল্পের বিশদ খতিয়ান পেশ করেন মুখ্যমন্ত্রী ।

পাঁচলা (হাওড়া), 9 ফেব্রুয়ারি: হাওড়ায় 900-র বেশি সরকারি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Inaugurates Howrah Projects)৷ উদ্বোধন হল 59টি সরকারি প্রকল্পের ৷ এ জন্য সরকার 523 কোটি টাকা দিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee lays foundation)৷

সাফল্যের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী: শিয়রে পঞ্চায়েত ভোট ৷ আর তার আগে রাজ্য সরকারের স্বচ্ছ ভাবমূর্তিকে তুলে ধরতে ইতিমধ্যেই জেলা সফর শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার হাওড়া জেলার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসে সরকারি পরিষেবার বিশদ সাফল্যের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী ।

6 লক্ষ মানুষকে পরিষেবা: পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে আজ একগুচ্ছ সরকারি পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার প্রায় 6 লক্ষ মানুষের কাছে রাজ্য সরকারি প্রকল্পের পরিষেবা পৌঁছে দেওয়া হল ৷ মমতা বলেন, "দুয়ারে সরকারে 9 কোটি দরখাস্ত এসেছিল ৷ এর মধ্যে 7 কোটি মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে ৷ আজ থেকেই 6 লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে বিভিন্ন পরিষেবা ৷ এ রকম নজির খুব কম দেখা যায় ৷"

তিনটি বাণিজ্যিক করিডর: এ দিন রাজ্যে তিনটি বাণিজ্যক করিডরের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । তিনি এ দিন জানান, "ফুরফুরা শরিফে 30 শয্যার হাসপাতাল ছিল, সেখানে এ বার 100 শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু হবে ৷" সাগরদত্ত হাসপাতালে ক্যান্সার ইউনিট চালু করা হল বলে ঘোষণা করেন তিনি ৷

আরও পড়ুন: বাজেট পেশের দিনই তিন জেলা সফরে মুখ্যমন্ত্রী, সুখবর নিয়ে জঙ্গলমহলে মমতা

হাওড়ায় শিল্পে বিপুল বিনিয়োগ: হাওড়া জেলাতে শিল্পক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, "5 লক্ষ শিল্পে 5 হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে । এর ফলে 67 হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে । আরও 20 হাজার শিল্পে 11 হাজার কোটি টাকার বিনিয়োগ রূপায়নের পথে রাজ্য সরকার । এতে আবার দেড় লক্ষ কর্মসংস্থান হাওড়াতে হবে ।" এ ছাড়াও 30 হাজার এমএসএমই ও 27টি ক্লাস্টার চালু হয়েছে এবং দেউচা পাঁচামিতে 35 হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে ও 10 হাজার কোটি টাকার পুনর্বাসন দেওয়া হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ।

2,768 কোটি টাকার পানীয় জলের প্রকল্প: এ দিন ডুমুরজলা স্টেডিয়ামকে সাজিয়ে তার নাম সবুজসাথী স্টেডিয়াম হিসেবে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । এ ছাড়াও পাঁচলার সভায় তিনি বলেন, 2768 কোটি টাকার জল প্রকল্পে হাওড়া, হুগলি, বাঁকুড়া ও বর্ধমান জেলার 40টি ব্লকের 30 লক্ষ মানুষের পানীয় জলের সমস্যা মিটবে । 2024 সালের মধ্যে রাজ্যের সব ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানান তিনি ৷ এ ছাড়াও বন দফতরের জন্য 300টি মোটরসাইকেল দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷

বানতলায় চর্মশিল্পের নতুন 3টি ইউনিট: মুখ্যমন্ত্রী আরও বলেন, "বানতলায় চর্মশিল্পের নতুন 3টি ইউনিট তৈরি হয়েছে ৷ বানতলার চর্মশিল্পে 3 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে ৷" মুখ্যমন্ত্রী মনে করান যে, হাওড়া জেলাকে আগে প্রাচ্যের ম্যাঞ্চেস্টার বলা হত । তবে বাম আমলে সব নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি । তাই জেলার মানুষের কাছে তিনি বার্তা দেন, "রাজ্য সরকার নিজেদের সচিবালয় হাওড়া জেলার মধ্যে এনেছে । এর জন্য জেলার বাসিন্দাদের গর্বিত হওয়া উচিত ।"

মমতার আরও দাবি, "হাওড়ার 95 শতাংশ মানুষকে কিছু না কিছু পরিষেবা দিয়েছি ।" শিক্ষা থেকে স্বাস্থ্য, প্রতি ক্ষেত্রে প্রস্তাবিত, চলতে থাকা এবং কাজ শেষ এমন একাধিক প্রকল্পের বিশদ খতিয়ান পেশ করেন মুখ্যমন্ত্রী ।

Last Updated : Feb 9, 2023, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.