ETV Bharat / state

Locket on Mahua Moitra: দেশের স্বার্থে সব দলকে এক হয়ে মহুয়াকে শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল লকেটের - মহুয়া মৈত্র

Locket Chatterjee Demands for Punishing Mahua Moitra: দেশের সুরক্ষার স্বার্থে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে শাস্তি দেওয়ার দাবি তুললেন লকেট চট্টোপাধ্যায় ৷ এর জন্য সব রাজনৈতিক দলকে এক হওয়ার কথা বললেন হুগলির বিজেপি সাংসদ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 10:53 PM IST

দেশের নিরাপত্তার প্রশ্নে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি কলেট চট্টোপাধ্যায়ের

হাওড়া, 10 নভেম্বর: দেশ সবার আগে ৷ আর তাই সর্বদল নির্বিশেষে উচিত মহুয়া মৈত্রের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা ৷ সাংসদ ডোমেনের পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগ সংক্রান্ত বিষয়ে আজ এমনটাই বললেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ শুক্রবার হাওড়া স্টেশনের সামনে বাপুজি পার্কে পূর্ব রেলের এক্সিকিউটিভ লাউঞ্জ উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে একথা বলেন লকেট ৷

হুগলির সাংসদের স্পষ্ট বক্তব্য, রাজনীতি একদিকে ৷ একে অপরের বিরুদ্ধে বলা বা সমালোচনা করা রাজনীতির অংশ ৷ কিন্তু, দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেললে, তা কখনই বরদাস্ত করা উচিত নয় ৷ হুগলির সাংসদের দাবি, ‘‘গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, উনি দুবাইতে অন্য কাউকে তাঁর সাংসদ ডোমেনের আইডি ও পাসওয়ার্ড দিয়েছেন কিনা ! দুবাই থেকে লগ ইন হয়েছিল কিনা ? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন । এটা প্রমাণিত হয়েছে উনি দিয়েছেন ৷ দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেললে, সব দলের উচিত এই ইস্যুতে একজোট হয়ে, এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ৷’’

উল্লেখ্য, গতকাল বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকারের নেতৃত্বে গঠিত লোকসভার এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ করেছে ৷ কমিটির চেয়ারম্যান হিসেবে বিনোদ কুমার সোনকার জানিয়েছেন, 10 সদস্যের মধ্যে 6 জন মহুয়া মৈত্রকে বহিষ্কারের বিষয়ে সহমতপোষণ করেছেন ৷ আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে কমিটির রিপোর্ট পেশ করা হয়েছে ৷ আসন্ন শীতকালীন অধিবেশনে এ নিয়ে সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ ৷

যদিও, পুরো বিষয়টিকে তৃণমূলের তরফে প্রতিহিংসা বলে উল্লেখ করা হয়েছে ৷ লোকসভার এথিক্স কমিটির তদন্তের আগে পর্যন্ত কৃষ্ণনগরের সাংসদ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছিল তৃণমূল ৷ গতকাল কমিটির রিপোর্টের বিষয়টি প্রকাশ্যে আসতেই, তৃণমূলের তরফে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুখ খোলেন ৷ তিনি প্রতিহিংসার রাজনীতি বলে উল্লেখ করেন এই সিদ্ধান্তকে ৷ এরপরেই তৃণমূলের তরফেও বিবৃতি দেন দলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ৷

আরও পড়ুন:

  1. দুবাইয়ের প্রতি বিশেষ প্রেমের কারণেই মহুয়ার পাশে অভিষেক, কটাক্ষ সুকান্তর
  2. মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের, দাবি নিশিকান্ত দুবের

দেশের নিরাপত্তার প্রশ্নে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি কলেট চট্টোপাধ্যায়ের

হাওড়া, 10 নভেম্বর: দেশ সবার আগে ৷ আর তাই সর্বদল নির্বিশেষে উচিত মহুয়া মৈত্রের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা ৷ সাংসদ ডোমেনের পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগ সংক্রান্ত বিষয়ে আজ এমনটাই বললেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ শুক্রবার হাওড়া স্টেশনের সামনে বাপুজি পার্কে পূর্ব রেলের এক্সিকিউটিভ লাউঞ্জ উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে একথা বলেন লকেট ৷

হুগলির সাংসদের স্পষ্ট বক্তব্য, রাজনীতি একদিকে ৷ একে অপরের বিরুদ্ধে বলা বা সমালোচনা করা রাজনীতির অংশ ৷ কিন্তু, দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেললে, তা কখনই বরদাস্ত করা উচিত নয় ৷ হুগলির সাংসদের দাবি, ‘‘গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, উনি দুবাইতে অন্য কাউকে তাঁর সাংসদ ডোমেনের আইডি ও পাসওয়ার্ড দিয়েছেন কিনা ! দুবাই থেকে লগ ইন হয়েছিল কিনা ? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন । এটা প্রমাণিত হয়েছে উনি দিয়েছেন ৷ দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেললে, সব দলের উচিত এই ইস্যুতে একজোট হয়ে, এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ৷’’

উল্লেখ্য, গতকাল বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকারের নেতৃত্বে গঠিত লোকসভার এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ করেছে ৷ কমিটির চেয়ারম্যান হিসেবে বিনোদ কুমার সোনকার জানিয়েছেন, 10 সদস্যের মধ্যে 6 জন মহুয়া মৈত্রকে বহিষ্কারের বিষয়ে সহমতপোষণ করেছেন ৷ আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে কমিটির রিপোর্ট পেশ করা হয়েছে ৷ আসন্ন শীতকালীন অধিবেশনে এ নিয়ে সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ ৷

যদিও, পুরো বিষয়টিকে তৃণমূলের তরফে প্রতিহিংসা বলে উল্লেখ করা হয়েছে ৷ লোকসভার এথিক্স কমিটির তদন্তের আগে পর্যন্ত কৃষ্ণনগরের সাংসদ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছিল তৃণমূল ৷ গতকাল কমিটির রিপোর্টের বিষয়টি প্রকাশ্যে আসতেই, তৃণমূলের তরফে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুখ খোলেন ৷ তিনি প্রতিহিংসার রাজনীতি বলে উল্লেখ করেন এই সিদ্ধান্তকে ৷ এরপরেই তৃণমূলের তরফেও বিবৃতি দেন দলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ৷

আরও পড়ুন:

  1. দুবাইয়ের প্রতি বিশেষ প্রেমের কারণেই মহুয়ার পাশে অভিষেক, কটাক্ষ সুকান্তর
  2. মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের, দাবি নিশিকান্ত দুবের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.