হাওড়া, 10 নভেম্বর: দেশ সবার আগে ৷ আর তাই সর্বদল নির্বিশেষে উচিত মহুয়া মৈত্রের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা ৷ সাংসদ ডোমেনের পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগ সংক্রান্ত বিষয়ে আজ এমনটাই বললেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ শুক্রবার হাওড়া স্টেশনের সামনে বাপুজি পার্কে পূর্ব রেলের এক্সিকিউটিভ লাউঞ্জ উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে একথা বলেন লকেট ৷
হুগলির সাংসদের স্পষ্ট বক্তব্য, রাজনীতি একদিকে ৷ একে অপরের বিরুদ্ধে বলা বা সমালোচনা করা রাজনীতির অংশ ৷ কিন্তু, দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেললে, তা কখনই বরদাস্ত করা উচিত নয় ৷ হুগলির সাংসদের দাবি, ‘‘গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, উনি দুবাইতে অন্য কাউকে তাঁর সাংসদ ডোমেনের আইডি ও পাসওয়ার্ড দিয়েছেন কিনা ! দুবাই থেকে লগ ইন হয়েছিল কিনা ? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন । এটা প্রমাণিত হয়েছে উনি দিয়েছেন ৷ দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেললে, সব দলের উচিত এই ইস্যুতে একজোট হয়ে, এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ৷’’
উল্লেখ্য, গতকাল বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকারের নেতৃত্বে গঠিত লোকসভার এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ করেছে ৷ কমিটির চেয়ারম্যান হিসেবে বিনোদ কুমার সোনকার জানিয়েছেন, 10 সদস্যের মধ্যে 6 জন মহুয়া মৈত্রকে বহিষ্কারের বিষয়ে সহমতপোষণ করেছেন ৷ আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে কমিটির রিপোর্ট পেশ করা হয়েছে ৷ আসন্ন শীতকালীন অধিবেশনে এ নিয়ে সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ ৷
যদিও, পুরো বিষয়টিকে তৃণমূলের তরফে প্রতিহিংসা বলে উল্লেখ করা হয়েছে ৷ লোকসভার এথিক্স কমিটির তদন্তের আগে পর্যন্ত কৃষ্ণনগরের সাংসদ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছিল তৃণমূল ৷ গতকাল কমিটির রিপোর্টের বিষয়টি প্রকাশ্যে আসতেই, তৃণমূলের তরফে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুখ খোলেন ৷ তিনি প্রতিহিংসার রাজনীতি বলে উল্লেখ করেন এই সিদ্ধান্তকে ৷ এরপরেই তৃণমূলের তরফেও বিবৃতি দেন দলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ৷
আরও পড়ুন: