হাওড়া, 11 নভেম্বর : সাড়ে সাত মাস প্রতীক্ষার অবসান । অবশেষে ফের গড়াতে শুরু করল রেলের চাকা । আজ রাত 2 টো 40 মিনিটে হাওড়া স্টেশন থেকে রওনা দিল প্রথম লোকাল ৷ গন্তব্য মেদিনীপুর । যাত্রা শুরুর প্রথম দিনে গুটিকয়েক যাত্রী থাকলেও স্বাভাবিকভাবেই খুশি তাঁরা প্রত্যেকেই ।
দীর্ঘদিন বন্ধ থাকার কারণে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে তা বলাই বাহুল্য । ট্রেন চালু হওয়ার পর সে ভোগান্তি কমবে বলেই আশাবাদী নিত্যযাত্রীরা । আজ যে ট্রেন হাওড়া স্টেশন থেকে মেদিনীপুরের উদ্দেশে যাত্রা শুরু করে তার প্রত্যেকটি আসনেই ছিল নির্দেশিকা । কাটা চিহ্ন এবং নির্দেশিকা লেখা পোস্টার দেখা গেল ট্রেনের সর্বত্রই।
টিকিট কাউন্টার থেকেই সংগ্রহ করা যাবে সিজ়ন, মান্থলি ও সাধারণ টিকিট । স্টেশনে প্রবেশের সময় থার্মাল গানের সাহায্যে শরীরের তাপমাত্রা মাপা হবে । হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ঈশাক খান জানিয়েছেন, "হকারদের ট্রেনে ওঠার বা প্ল্যাটফর্মে দোকান খোলারও অনুমতি নেই।"
দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের খড়গপুর থেকে প্রথম লোকাল ছেড়েছে ভোর 3 টের সময় । ট্রেনটি খড়গপুরে থেকে ছেড়ে হাওড়া পৌঁছাবে । অন্যদিকে পূর্ব রেলের তরফে চালানো হবে মোট 413 টি লোকাল ট্রেন ।
সবক'টি স্টেশন ও প্ল্যাটফর্ম চত্বরে পর্যাপ্ত সংখ্যক RPF ও GRP মোতায়েন থাকবে । পাশাপাশি কোরোনা সংক্রান্ত স্বাথ্যবিধি অনুসারে প্রতিটি কোচ প্রতিদিন স্যানিটাইজ় করা ও পরিষ্কার করার উপর বাড়তি জোর দেওয়া হয়েছে ।